Sunday, September 19, 2021

কিষান ক্রেডিট কার্ড অনলাইন আবেদন পদ্ধতি | Kisan credit card apply online

  Deb Kumar       Sunday, September 19, 2021
কিষান ক্রেডিট কার্ড নিয়ে নতুন নির্দেশিকা জারি করলো কেন্দ্রীয় সরকার। এত দিন শুধু মাত্র নিজস্ব জমির মালিক 'Kisan credit card' সুবিধা পাচ্ছে, তবে এবার থেকে নতুন নিয়ম অনুযায়ী যারা পশুপালন ও মৎস্য চাষ এবং সমস্ত ভাগ চাষিরা এই প্রকল্পের আওতায় আসতে পারবেন। এমনটাই কিন্ত জানিয়েছেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শ্রী নরেন্দ্র সিং তোমার। "Kisan credit card apply online" কিভাবে আবেদন করবেন।
আজকের এই আর্টিকেল এর মাধ্যমে আমরা কিষান ক্রেডিট কার্ড কি? কিষান ক্রেডিট কার্ড অনলাইন আবেদন পদ্ধতি? কি কি ডকুমেন্টস লাগবে? কত টাকা সুদে পাবেন? কত টাকা লোন দেওয়া হবে? সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব। 
kisan credit card apply online
Kisan credit card কি? 
কিষান ক্রেডিট কার্ড হল ভারতীয় ব্যাঙ্কগুলি দ্বারা আগস্ট 1998 সালে চালু করা একটি সরকারি ক্রেডিট স্কিম চালু হয়। এই স্কিমের আওতায় কৃষকরা কৃষি প্রয়োজনে সল্প সুদে লোন পেয়ে থাকেন। এটি ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ভারত খাদ্যশস্যের ক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জন করেছে।
Kisan credit card apply online পদ্ধতি?
যে সমস্ত কৃষক নিজস্ব জমির মালিক কিংবা যারা পশুপালন ও মৎস্য চাষ এবং সমস্ত ভাগ চাষিরা এই KCC স্কিমের জন্য আবেদন করতে পারবেন। এর জন্য pmkisan.gov.in অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে এবং Farmers Corner গিয়ে Download KCC Form অপশনে ক্লিক করুন। এরপর KCC Form টি PDF Download করতে হবে। ওই Form টি সমস্ত নথিপত্র দিয়ে ফিলাপ করে স্থানীয় ব্যাংকে গিয়ে অবেদন করতে হবে।

কিষান ক্রেডিট কার্ড ডাউনলোড লিংক - Click Here 

Kisan credit card এর জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন? 
কিষান ক্রেডিট কার্ড আবেদনের জন্য কৃষকের যে সমস্ত নথিপত্র প্রয়োজনীয় সেগুলো হলো -
  • কৃষকের বয়স 18 বছর থেকে 75 বছর হতে হবে। 
  • ভোটার আইডি কার্ড। 
  • আধার কার্ড। 
  • নিজস্ব ব্যাংক একাউন্ট। 
  • প্যান কার্ড। 
  • এছাড়াও কৃষকের পাসপোর্ট সাইজ করার ফটো।
তবে এটা জেনে রাখা দরকার যে যদি কৃষক অন্য কোনো ভাতা বা অন্য কোনো লোন নিয়ে থাকে সেক্ষেত্রে তিনি 'Kisan credit card apply online' এর জন্য আবেদন করতে পারবেন না। 


Kisan credit card কত টাকা সুদে পাবেন?
যে সমস্ত কৃষক নিজস্ব জমির মালিক কিংবা যারা পশুপালন ও মৎস্য চাষ এবং সমস্ত ভাগ চাষিরা এই KCC স্কিমের লোন পাবেন সল্প সুদে। সেক্ষেত্রে প্রত্যেকে কিন্ত 7 শতাংশ সুদে লোন পাবেন। শুধু মাত্র পশুপালন ও মৎস্য চাষ এবং সমস্ত ভাগ চাষিরা 4 শতাংশ সুদে লোন পাবেন।
Kisan credit card কত টাকা লোন দেওয়া হবে?
কিষান ক্রেডিট কার্ড আবেদনের পর আপনি কিন্তু সর্বাধিক 3 লক্ষ টাকা পাবেন। সেক্ষেত্রে 1.60 লক্ষ টাকা মকুব পেতে পারেন সমস্ত কৃষক। তবে যদি কোনো কৃষক মেয়াদের মধ্যেই লোন শোধ করতে না পারে তাহলে KCC এর সুদের হার বাড়তে পারে।
নমস্কার প্রিয় দর্শক 'Kisan credit card' সম্পর্কিত বিভিন্ন তথ্য আলোচনা করা হল। যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট banglaprakalpa.in বা নীচে কমেন্ট বক্সে জানাতে পারেন।
Share Post


logoblog

Thanks for reading কিষান ক্রেডিট কার্ড অনলাইন আবেদন পদ্ধতি | Kisan credit card apply online

Previous
« Prev Post

1 comment: