Monday, August 23, 2021

কৃষক বন্ধু আইডি নম্বর | krishak bandhu ID number status check

  banglaprakalpa.in       Monday, August 23, 2021

দুয়ারে সরকার ক্যাম্পে 'কৃষক বন্ধু নতুন প্রকল্প' এর জন্য আপনি রেজিস্ট্রেশন করেছেন। কিন্তু কৃষক বন্ধু আইডি নম্বর পাচ্ছেন না। তাহলে "krishak bandhu ID number status check" করবেন কিভাবে।
আজকে আমরা কৃষক বন্ধু প্রকল্পের আইডি নম্বর কি? আইডি নম্বর কিভাবে চেক করবেন। কৃষক বন্ধু স্ট্যাটাস কিভাবে চেক করবেন। এই আর্টিকেল এর মাধ্যমে জানাবো।

krishak bandhu ID কি?
কৃষক বন্ধু নতুন প্রকল্পের জন্য আবেদন করেছেন। তাহলে আপনি কৃষি দপ্তর কিংবা ব্লক অফিস থেকে আপনার রেজিস্ট্রেশন আইডি বা krishak bandhu ID নম্বরটি কিন্তু পেয়ে যাবেন। এই ID সাহায্যে কৃষক বন্ধু নতুন প্রকল্পের পুরো স্ট্যাটাস পেতে পারেন।

krishak bandhu ID number status check

krishak bandhu ID নম্বর কিভাবে পাবেন?

কৃষক বন্ধু নতুন প্রকল্পের জন্য আবেদন করার সময় আপনার যে মোবাইল নাম্বারটা দিয়েছেন। ওই মোবাইল নম্বরে একটি SMS আসবে ওখানে আপনার krishak bandhu ID পাবেন।

Krishak bandhu New Scheme | কৃষক বন্ধু নতুন প্রকল্প আবেদন পদ্ধতি

krishak bandhu ID number status check করবেন কিভাবে?
নথিভূক্ত কৃষকের krishak bandhu ID number status check করার জন্য আপনাকে krishak bandhu ওয়েবসাইট কিংবা matirkatha.net অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে।

  • প্রথমে matirkatha.net অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করবেন।
  • এরপর নীচের দিকে কৃষক বন্ধু অপশনে ক্লিক করুন।
  • পরবর্তী পেজটি ওপেন হবে যেখানে নথিভূক্ত কৃষকের তথ্য অপশনে ক্লিক করবেন।
  • এবার নথিভূক্ত কৃষকের Voter ID নম্বর দিয়ে I'm not a robot বক্সে ক্লিক করে সার্চ ক্লিক করলেই পরবর্তী পেজটি ওপেন হবে। 
krishak bandhu ID number
  • এরপর নথিভূক্ত কৃষকের সমস্ত তথ্য দেখতে পাবেন।

তো প্রিয় দর্শক এই আর্টিকেল এর মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের আইডি নম্বর এবং স্ট্যাটাস সম্বন্ধে বিস্তারিত জানতে পেরেছেন। আর যদি কোন অসুবিধা  থাকে তাহলে নীচে কমেন্ট বক্সে জানতে পারেন।

কৃষক বন্ধু নতুন প্রকল্প অফিসিয়াল ওয়েবসাইট- matirkatha.net

logoblog

Thanks for reading কৃষক বন্ধু আইডি নম্বর | krishak bandhu ID number status check

Previous
« Prev Post

7 comments: