পশ্চিমবঙ্গ সরকার তথা মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু নতুন প্রকল্প "Krishak bandhu New Scheme" চালু করেন। এই প্রকল্পের আওতায় কৃষকরা প্রতি বছর সর্বাধিক 10000 টাকা এবং সর্বনিম্ন 4000 টাকা করে পাবেন। আগামী 16 অগাস্ট দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে আবেদন শুরু হবে।
আজকে আমরা কৃষক বন্ধু (নতুন) প্রকল্পের আবেদন পদ্ধতি এবং কি কি ডকুমেন্ট লাগবে? আরো বিস্তারিত এই আর্টিকেল এর মাধ্যমে বলবো।
কৃষক বন্ধু (নতুন) প্রকল্পের ফর্ম কোথায় পাবেন? :-
কৃষক বন্ধু (নতুন) প্রকল্পের আবেদনের ফর্ম আপনার স্থানীয় কৃষি দপ্তর থেকে বিনামূল্যে কিংবা অঞ্চল অফিস এছাড়াও দুয়ারে সরকার ক্যাম্পে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। এর জন্য আপনাকে আপনার কৃষি দপ্তর/দুয়ারে সরকার ক্যাম্পে যোগাযোগ করুন।
কৃষক বন্ধু (নতুন) প্রকল্পের আবেদন ফর্ম ডাউনলোড লিংক - Click Here
কি কি ডকুমেন্ট লাগবে?
কৃষক বন্ধু (নতুন) প্রকল্পের আবেদনের জন্য মুলত যে সমস্ত নথিপত্র দরকার সেগুলো -
- আবেদনকারীর আধার কার্ড
- ভোটার আইডি কার্ড
- নিজস্ব ব্যাংক একাউন্ট
- জমির পর্চা (কম্পিউটার রেকড)
- পাসপোর্ট সাইজ কালার ফটো
কৃষক বন্ধু (নতুন) প্রকল্পের আবেদন পদ্ধতি?
কৃষক বন্ধু (নতুন) প্রকল্পের আবেদনের জন্য আপনাদের কৃষক বন্ধু নতুন ফর্ম সম্পূর্ণ ফিলাপ করে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক একাউন্ট এর প্রথম পাতার জেরক্স কপি জমির পর্চা (কম্পিউটার রেকড) ফর্মটির সঙ্গে এটাচ করে কৃষি দপ্তর কিংবা দুয়ারে সরকার ক্যাম্পে জমা করতে হবে।
কৃষক বন্ধু প্রকল্পের Status চেক পদ্ধতি?
আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পে আগে আবেদন করে থাকেন, তাহলে আপনি অনলাইনেই চেক করতে পারবেন। কৃষক বন্ধু প্রকল্পের Status চেক করে আপনার আবেদন এপ্রুভ হয়েছে নাকি বাতিল হয়েছে এছাড়াও আপনি চেক করে নিতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার একাউন্টে ক্রেডিট হয়েছে কিনা। এর জন্য আপনাদের -
1. প্রথমে matirkatha.net অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে।
2. এরপর কৃষক বন্ধু অপশনে ক্লিক করতে হবে।
3. এবার কৃষক বন্ধু অপশনে ক্লিক করার পরবর্তী পেজটি ওপেন হবে নথিভুক্ত কৃষকের তথ্য অপশনে ক্লিক করতে হবে
4. পরবর্তী পেজটিতে আবেদনকারীর ভোটার আইডি কার্ড নম্বর দিয়ে I'm not a robot ক্লিক করে সার্চ ক্লিক করুন।
5. পরবর্তী পেজটিতে আবেদনকারীর সমস্ত ডিটেইলস দেখতে পাবেন।
যদি কোনো কৃষক এই প্রকল্পের আবেদন না করে থাকেন তাহলে অবশ্যই দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে আবেদন করতে পারবেন।
বাংলা আবাস যোজনা 2021 | বাংলা আবাস যোজনা 2021-22 এর নতুন লিস্ট
Tina saha
ReplyDelete472739913720
ReplyDelete