প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা (PM Kisan Samman Nidhi Yojana) কৃষকদের অ্যাকাউন্টে অগাস্ট মাসের মধ্যে তৃতীয় কিস্তির টাকা আসতে চলেছে।
এই "PM Krisan Samman Nidhi Status Check Online 2021" কিভাবে চেক করবেন? টাকা না ঢুকলে কি করবেন? নতুন লিস্ট কিভাবে চেক করবেন? আজকে এই আর্টিকেল এর মাধ্যমে আমরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় সমস্ত কিছু বিস্তারিত জানাবো।
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় নতুন করে আবেদন কিভাবে করবেন?
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা অনলাইন এবং অফলাইন ভাবে আবেদন করা যায়। তবে অনলাইন পদ্ধতিতে আবেদন করতে পারেন, এর জন্য আপনাকে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করতে হবে। এরপর Farmer Corner গিয়ে New Farmer Registration ক্লিক করে আবেদনকারীর আধার কার্ডের নম্বর এবং রাজ্যের নাম ও ক্যাপচার কোড টি বসিয়ে Search ক্লিক করলে পরবর্তী পেজটি ওপেন হবে এবং একটি ফর্ম আসবে।ওই ফর্মটি আবেদনকারীর নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ব্যাংক একাউন্ট, জমির পরিমাণ আরো বিভিন্ন প্রয়োজনীয় তথ্য দিয়ে "I certify that all the given details are correct. Please read self declaration form" ক্লিক করে Save করলে অবেদন করা হয়ে যাবে।
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করুন
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় আবেদন হয়েছে কিনা কিভাবে চেক করবেন?
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় আবেদন হয়েছে কিনা এর জন্য আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে Farmer Corner গিয়ে Status of Self Registered/CSC Farmers ক্লিক করে আবেদনকারীর আধার নম্বর এবং ক্যাপচার কোড টি বসিয়ে Search ক্লিক করলে আবেদনকারীর সমস্ত ডিটেইলস দেখতে পাবেন।
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় আপনার নাম লিস্টে রয়েছে কিনা কিভাবে চেক করবেন?
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় আপনার নাম লিস্টে রয়েছে কিনা চেক করতে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে Farmer Corner গিয়ে Beneficiary List এ ক্লিক করুন। এরপর পরবর্তী পেজটি ওপেন হবে সেখানে আপনাকে আপনার রাজ্যের নাম, জেলার নাম, ব্লকের নাম এবং গ্রামের নাম দিয়ে Get Report ক্লিক করলে পরবর্তী পেজটিতে আপনার এলাকায় সম্পূর্ণ লিস্ট দেখতে পাবেন।
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় স্ট্যাটাস চেক অনলাইন :-
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় Beneficiary List এ আপনার নাম রয়েছে তাহলে আপনি স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারবেন আপনার ব্যাংক একাউন্টে টাকা ক্রেডিট হয়েছে কিনা। এর জন্য আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে Farmer Corner গিয়ে Beneficiary Status এ ক্লিক করুন।এবং পরের পেজে আবেদনকারীর আধার কার্ডের নম্বর,ব্যাংক একাউন্ট নাম্বার কিংবা মোবাইল নাম্বার দিয়ে Get Data তে ক্লিক করলে পরবর্তী পেজটি ওপেন হবে এবং সেখানে আপনার পুরো স্টেটাস শো করবে এবং টাকা ক্রেডিট হয়েছে কিনা দেখতে পাবেন।
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় টাকা কিভাবে দিয়ে থাকে?
এই যোজনায় সরাসরি ব্যাংক একাউন্টে টাকা ক্রেডিট হয়। বছরে মোট 6000 টাকা করে 3 টি কিস্তিতে টাকা দেওয়া হয়ে থাকে। প্রতি 4 মাস অন্তর 2000 টাকা করে পাবেন কৃষকরা।
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্প | অ্যাকাউন্টে দিচ্ছে ৪০০০ টাকা, লিস্টে কি আপনার নাম রয়েছে?
টাকা ক্রেডিট না হলে কি করবেন?
Beneficiary Status এ যদি ব্যাংক একাউন্টে টাকা ক্রেডিট না হয় তাহলে আপনি আপনার ব্যাংক একাউন্ট আপডেট করতে হবে এবং ওখানে যদি ক্রেডিট না হয় তাহলে আপনাকে সরাসরি কৃষি দপ্তরে অবেদন করতে হবে। এছাড়াও অনলাইন বা কল করে অভিযোগ করতে পারেন।
PM Krisan Samman Nidhi Help Line Number - 011-24300606 / 155261
এবং অনলাইন ভাবে অভিযোগ Help-Desk এর মাধ্যমে করতে পারেন।
8158067261
ReplyDeleteYes
ReplyDeleteYes
DeleteSantomiys0@gmalcom
ReplyDeleteDo
ReplyDelete