আগামী 1লা নভেম্বর 2021 তারিখ থেকে 30 নভেম্বর 2021 তারিখ পর্যন্ত নতুন ভোটার কার্ডের আবেদনের কাজ করা যাবে।
আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা ভোটার আইডি কার্ড বা EPIC নতুন আবেদন? ভুল সংশোধন সমস্ত তথ্য বিস্তারিত আলোচনা করবো।
শিরোনাম
কারা নতুন ভোটার কার্ডের আবেদন করতে পারে?নতুন ভোটার কার্ড আবেদনের জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন?কিভাবে অনলাইনে নতুন ভোটার কার্ডের আবেদন করবেন?অনলাইনে নতুন ভোটার কার্ড আবেদনের পর কি করবেন?ভোটার কার্ডের তথ্য সংশোধন করবেন কিভাবে?কিভাবে e-EPIC বা ডিজিটাল ভোটার কার্ড ডাউনলোড করবেন ?
কারা নতুন ভোটার কার্ডের আবেদন করতে পারে?
- আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
- আবেদনকারীর বয়স 18 হতে হবে
- আবেদনকারীর জন্মের প্রমান পত্র থাকতে হবে।
- নতুন ভোটার কার্ড আবেদনের জন্য কি কি নথিপত্র প্রয়োজন?
- আবেদনকারীর আধার কার্ড
- বয়সের প্রমাণপত্র
- স্কুল সার্টিফিকেট
- আবেদনকারীর পাসপোর্ট সাইজ ফটো
নতুন ভোটার কার্ডের জন্য কিভাবে অনলাইনে আবেদন করা যাবে?
প্রথমে www.nvsp.in এই ওয়েবসাইটে গিয়ে প্রথমে নিজের মোবাইল নম্বর কিংবা ইমেইল আইডি দিয়ে user id & password create করতে হবে। তারপর log in করে Form 6 অনলাইনে পূরণ Summit অপশনে ক্লিক করলে আপনার voter card application হয়ে যাবে।
ওয়েবসাইটে সরাসরি যেতে এখানে ক্লিক করুন
নতুন ভোটার কার্ড অনলাইন সট্যটাস চেক?
এই লিঙ্কে ক্লিক করে আপনি আপনার Voter Application এর Reference id দিয়ে voter card application status দেখতে পারেন অবেদন হয়েছে কিনা।
ভোটার কার্ডে ভুল সংশোধন করবেন কিভাবে ?
www.nvsp.in ওয়েবসাইটে log in করে Correction in Elector Details গিয়ে form 8 পূরণ করার মাধ্যমে আপনি ভোটার কার্ড এর ভুল সংশোধন করতে পারেন।
কিভাবে E-EPIC বা ডিজিটাল ভোটার কার্ড ডাউনলোড করবেন ?
আপনি অনলাইনে মোবাইল নম্বরসহ নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন, তাহলে আপনি ওয়েবসাইট থেকে e-EPIC ডাউনলোড করতে পারবেন pdf ফরম্যাটে। এর জন্য আপনাকে, প্রথমে www.nvsp.in এই ওয়েবসাইটে গিয়ে প্রথমে নিজের মোবাইল নম্বর কিংবা ইমেইল আইডি দিয়ে user id & password create করতে হবে। তারপর log in করে Download E-EPIC ক্লিক করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে ভোটার কার্ড voter card download করে নিতে পারবেন।
Nurul hadan
ReplyDelete