Friday, July 23, 2021

Child Adhaar Card BAAL | শিশুদের বাল আধার কার্ড | অনলাইন আবেদন পদ্ধতি?

  Deb Kumar       Friday, July 23, 2021

‌আজ থেকেই শুরু হল, সদ্যোজাত শিশুর আধার কার্ড করার সুযোগ। 'ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া' (UIDAI) অফিশিয়াল ট্যুইটার থেকেই এই খবর জানিয়েছে আধার কর্তৃপক্ষ।


শিশুদের বাল আধার কার্ড


আজ কে আমরা জানাবো 'বাল' (BAAL) আধার কার্ড কি, কিভাবে আবেদন করা যায়,এবং বিস্তারিত নতুন তথ্য।

বাল (BAAL) আধার কার্ড কি?
'ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া'(UIDAI) অফিশিয়াল ট্যুইট সূত্র থেকে জানা যায় এবার থেকে পাঁচ বছরের কম বয়সিদের শিশুদের জন্য ব্লু রঙের আধার কার্ড প্রযোজ্য যা ব্লু-কার্ড বা 'বাল' (BAAL) নামে পরিচিত। তবে এটা জেনে রাখা ভালো যে শিশুদের বয়স ৫ বছর হলেই বায়োমেট্রিক তথ্য আপডেট করতে হবে।

বাল (BAAL) আধার কার্ডের সুবিধা কি?

বাল (BAAL) আধার কার্ড শিশুদের পরিবারের জন্য লাভজনক। এতে  রেল, বিমান যাত্রা কিংবা হোটেলে শিশুর পরিচয়পত্র হিসাবে গণ্য করা হবে।

১. সরকারি স্কুলে মিড-ডে মিলে বাধ্যতামূলক করেছে বাল (BAAL) আধার কার্ড।

২. এখন থেকেই বেশিরভাগ স্কুলই ভর্তির সময় বাল (BAAL) আধার কার্ড চাইবে।

৩. শিশুরা সরকারের যেকোনো ভরতুকির প্রকল্প থেকে বাদ না পড়ে তার জন্যও এই কার্ডের খুবই প্রয়োজনীয়।

৪. এছাড়াও শিশুদের পোলিও এর ক্ষেত্রে এই আধার কার্ড প্রয়োজনীয় হবে বলে মনে করে যাচ্ছে।


শিশুদের বাল আধার কার্ড


বাল (BAAL) আধারের জন্য কী কী ডকুমেন্ট লাগবে?

বাল আধার কার্ড ক্ষেত্রে যেসমস্ত ডকুমেন্ট লাগবে সেগুলো-

  • বাল আধার কার্ড ক্ষেত্রে শিশুর বয়স যে ৫ বছরের নীচে তার প্রমাণ পত্র হিসাবে অভিভাবককে শিশুর জন্মের শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট জমা করতে হবে।
  • শিশুর আধার কার্ড এর জন্যে বাবা-মায়ের আধার কার্ড লিঙ্ক করাতে হবে।
  • শিশুরা স্কুলে ভর্তি হলে আধার রেজিস্ট্রেশনের জন্য স্কুলের আইডি কার্ড প্রযোজ্য।

কীভাবে বাল (BAAL) আধার কার্ডের জন্য অনলাইন আবেদন করবেন?

বর্তমান সমাজে আমরা স্মার্ট ফোন কিংবা কম্পিউটার ব্যবহার করে থাকি। এই
'বাল' আধার কার্ড আবেদনের জন্য শিশুর বাবা-মাকে 'ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া' (UIDAI)-এর অফিশিয়াল ওয়েবসাইটে লগ ইন করতে হবে। যদি কোনও কারণে আধারের কার্ডের সঙ্গে আপনার মোবাইল নম্বর লিঙ্ক করা না থাকে তাহলে প্রথমে তা যোগ করুন। এরপর-

  • প্রথমে আধারের 'ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া' (UIDAI) এর অফিশিয়াল ওয়েবসাইটটি ওপেন করতে হবে।
  • এরপর আপনাকে Get Aadhaar এর "Locate an Enrolment Center" ক্লিক করতে হবে।
  • এবার আপনার সামনে Locate an Enrolment / Update center এর  State, Postal (PIN) Code, Search Box এই ৩টি অপশন আসবে।
  • আপনি এর মধ্যে যে কোনো একটি যেমন Postal (PIN) Code ক্লিক করুন।
  • এরপর আপনার বাড়ির সামনে যে Register Enrolment Center রয়েছে, সেটি দেখুন।
  • আপনি Register Enrolment Center এ প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে আধার কার্ডের জন্য অনলাইন আবেদন করতে পারবেন।

এটা জেনে রাখা ভালো যে Register Enrolment Center ছাড়া অনলাইন আবেদন করতে পারবেন না।

আরো বিস্তারিত জানতে banglaprakalpa  এ সর্বদা জুড়ে থাকুন।


জয় বাংলা পেনশন প্রকল্পের আবেদন পদ্ধতি 2021

Share Post


logoblog

Thanks for reading Child Adhaar Card BAAL | শিশুদের বাল আধার কার্ড | অনলাইন আবেদন পদ্ধতি?

Previous
« Prev Post

No comments:

Post a Comment