পশ্চিমবঙ্গ সরকারের পেনশন প্রকল্প 'জয় বাংলা'(Jai Bangla) এই পেনশন প্রকল্প গত বছর অর্থাৎ 2020 সালে মে মাসের প্রথম দিকে জয় বাংলা প্রকল্প "Jai Bangla prakalpa" শুরু করার কথা বলা হয়েছিল। এবং "জয় বাংলা”পেনশন প্রকল্পের সঙ্গে কোন কোন প্রকল্প যুক্ত করা হয়েছে। তপশিলি বন্ধু ও জয় জোহার নামে দুটি নতুন পেনশন স্কিম চালু হয়েছে, এই জয় বাংলা (Jai Bangla) নামক পেনশন প্রকল্পে এবং পূর্বের কিছু বার্ধক্য পেনশন স্কিম,বিধবা ভাতা গুলিকেও এই জয় বাংলা পেনশন প্রকল্পের অধীনে আনা হয়েছে।
তপশিলি পরিবারদের যে পেনশন যোজনা টি পেনশন দেওয়া হচ্ছে সেটা তপশিলি জাতি সম্প্রদায়ের প্রাপ্ত বয়স্ক মানুষের জন্য করা হয়েছে তপশিলি বন্ধু প্রকল্প।
জয় জোহার প্রকল্প লাভ পাবে তপশিলি উপজাতি বয়স্ক মানুষের জন্য অর্থাৎ ST সম্প্রদায় পরিবারের ভিত্তি করে।
রাজ্য সরকারের এই জয় বাংলা পেনশন প্রকল্প সম্পর্কে আপনি হয়তো টিভিতে, সংবাদপত্রে এবং বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে দেখেছেন। আসুন আরো কিছু বিস্তারিত জেনেনেই।
জয় বাংলা (Jai Bangla) পেনশন যোজনার আপডেট ২০২১-২০২২
জয় বাংলা প্রকল্পে চালু হচ্ছে তফশিলী বন্ধু ও জয় জোহার নামে দুটি নতুন পেনশন যোজনা।
জয় বাংলা প্রকল্পে আওতায় ১০০০ টাকা ভাতা পাবেন প্রতি মাসে।
১. এই প্রকল্পে সরাসরি পেনশন দেওয়া হবে এবং পেনশনের টাকা প্রতিমাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাওয়া যাবে।
২. পুরানো কিছু বার্ধক্য পেনশন স্কিম / বিধবা ভাতা ও এই জয় বাংলা পেনশন প্রকল্পের অধীনে আনা হয়েছে।
৩. এছাড়াও ভাতার পরিমান ৬০০-৭৫০ টাকা থেকে বেড়ে ১০০০ হয়েছে।
৪. ট্রাইবাল ডেভেলপমেন্ট বিভাগের বার্ধক্য পেনশন স্কিম জয় জোহার স্কিমের সঙ্গে যুক্ত হয়েছে।
৫. এবং W&CD বিভাগের বিকলাঙ্গ পেনশন স্কিমটি মানবিক স্কিমের সঙ্গে যুক্ত হয়েছে
জয় বাংলা (Jai Bangla) পেনশন প্রকল্পের যুক্ত হওয়া স্কিমের নাম কি?
পূর্বের চালু থাকা কিছু পেনশন/ভাতা প্রকল্পগুলিকে জয় বাংলা পেনশন প্রকল্পের মধ্যে একত্রিত করা হবে, পুরানো নতুন স্কিমগুলি একত্রিত হয়ে কোন কোন পেনশন স্কিম থাকছে।
- তপশিলি বন্ধু প্রকল্প (নতুন প্রকল্প)
- জয় জোহার প্রকল্প (নতুন প্রকল্প)
- মানবিক প্রকল্প
- কৃষক বার্ধক্য ভাতা
- তাঁত শিল্পী বার্ধক্য পেনশন
- বার্ধক্য ও বিধবা পেনশন স্কিম (W&CD)
- বার্ধক্য ও বিধবা পেনশন স্কিম (P&RD, UD&MA)
- লোক প্রসার প্রকল্প
তপশিলি বন্ধু পেনশন প্রকল্প নাম নথিভুক্ত সম্পর্কিত তথ্য:-
তফশিলী বন্ধু প্রকল্পে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
এই প্রকল্পে পেনশন অবেদন কারীর বয়স ৬০ বছরের ঊর্ধ্বে হতে হবে।
তপশিলি বন্ধু প্রকল্পে আবেদনকারীকে তপশিলি জাতি (SC) সম্প্রদায় ভুক্ত থাকতে হবে।
তপশিলি বন্ধু প্রকল্পে আবেদনকারী যদি কোনো সামাজিক নিরাপত্তা সংক্রান্ত পেনশনক কিংবা সরকারি পেনশন পেয়ে থাকেন তাহলে এই প্রকল্পের সুবিধা পাবেন না।
বার্ধক্য ও বিধবা পেনশন প্রকল্পের আবেদন সম্পর্কিত তথ্য?
বার্ধক্য ও বিধবা পেনশন প্রকল্পের আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এই প্রকল্পে পেনশন অবেদন কারীর বয়স ৬০ বছরের ঊর্ধ্বে হতে হবে। তাহলে আপনি বার্ধক্য ও বিধবা পেনশনের জন্য আবেদন করতে পারবেন। এই প্রকল্পের আবেদন অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমে করা যাবে। অনলাইনে আবেদন করতে চাইলে www.jaibangla.wb.gov.in/ এই ওয়েবসাইটের মাধ্যমে করা যাবে। আপনারা অফলাইনে আবেদন করতে চাইলে নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত, অঞ্চল অফিস কিংবা ব্লক অফিস (BDO), থেকে ফর্ম সংগ্রহ করে নিতে হবে এবং প্রয়োজনীয় নথি পূরণ করে নির্দিষ্ট ব্লক অফিস (BDO) অফিসে জমা দিতে হবে। বর্তমান আবেদনের জন্য দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে করতে পারবেন। আপনারা জয় জোহার প্রকল্প ফর্ম বা তপশিলি বন্ধু ফর্ম দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে আবেদন করতে পারবেন।
তবেে, এটা জানিয়ে রাখি অনলাইনে আবেদন করতে চাইলে www.jaibangla.wb.gov.in/ এই ওয়েবসাইটে বর্তমানে কাজ শুরু হয়নি।
জয় বাংলা পেনশন প্রকল্পের অফলাইন আবেদন বিশদে জানার জন্য যোগযোগ করুন নিকটবর্তী BDO অফিসে যোগাযোগ করুন।
প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন লিস্ট দেখুন ২০২১-২০২২
No comments:
Post a Comment