Wednesday, July 21, 2021

নবান্ন স্কলারশিপ ২০২১ | কি, যোগ্যতা, আবেদন পদ্ধতি বিস্তারিত - Nabanna Scholarship 2021

  Deb Kumar       Wednesday, July 21, 2021

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রতিবছর ছাত্র ও ছাত্রীদের জন্য স্কলারশিপ ‌দেওয়া হয়। যা আগে "Chief Minister Relief Fund" নামে পরিচিত ছিল। বর্তমানে "West Bengal Chief Minister Relief Fund" যা দক্ষিণবঙ্গের ছাত্রছাত্রীদের কাছে 'নবান্ন স্কলারশিপ' (Nabanna Scholarship) নামে এবং উত্তরবঙ্গের ছাত্রছাত্রীদের কাছে 'উত্তরকন্যা স্কলারশিপ' (Uttarkanya Scholarship) নামেও পরিচিত। 


Nabanna Scholarship

বর্তমানে করোনা (Covid-19) মহামারির জন্য পশ্চিমবঙ্গের ছাত্র ও ছাত্রীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে আর্থিক ভাবে সাহায্য করতে চলেছে এই Nabanna Scholarship বা Uttarkanya Scholarship। আজকে আমরা আলোচনা করবো Nabanna Scholarship  বা Uttarkanya Scholarship সম্পর্কে, কি এই স্কলারশিপটি কারা পাবেন, এই স্কলারশিপটি কিভাবে আবেদন করতে হবে।

নবান্ন স্কলারশিপ (Nabanna Scholarship) কি?
প্রতিবছর ছাত্র ও ছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে  স্কলারশিপ দেওয়া হয়ে থাকে, যা আগে 'Chief Minister Relief Fund' নামে পরিচিত ছিল, বর্তমানে স্থান বিশেষে, উত্তরবঙ্গে 'Uttarkanya Scholarship' এবং দক্ষিণবঙ্গে 'নবান্ন স্কলারশিপ' (Nabanna Scholarship) নামে পরিচিত। এই স্কলারশিপটির গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেসব ছাত্র ছাত্রীরা মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষায় 75% নম্বর পাননি তাদের জন্য এই স্কলারশিপটি খুব গুরুত্বপূর্ণ । কারণ, 55% থেকে 65% নম্বর প্রাপ্ত ছাত্রছাত্রীরাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

নবান্ন স্কলারশিপ (Nabanna Scholarship) এর মাধ্যমে ছাত্রছাত্রীরা কত টাকা পাবেন?

নবান্ন স্কলারশিপ (Nabanna Scholarship) এর মাধ্যমে জেনারেল ছাত্র ও ছাত্রীদের বছরে 10,000 টাকা করে প্রদান করা হয়।

নবান্ন স্কলারশিপ (Nabanna Scholarship) এর জন্য যোগ্যতা:-

  • আবেদনকারী ছাত্র ও ছাত্রীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

  • যে সমস্ত ছাত্র ও ছাত্রী মাধ্যমিকে 65%, উচ্চ মাধ্যমিকে 60% এবং কলেজ শিক্ষার্থীদের ক্ষেত্রে 55% নম্বর প্রাপ্ত ছাত্রছাত্রীরা নবান্ন স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবেন। 


  • এছাড়াও আবেদনকারীর পরিবারের বাৎসরিক আয় 60,000 টাকার কম হতে হবে।

  • যে সমস্ত ছাত্রছাত্রীরা আগে থেকেই সরকারি কিংবা বেসরকারি সংস্থা থেকে স্কলারশিপ পাচ্ছে। তারা এই স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবেন না।

নবান্ন স্কলারশিপ (Nabanna Scholarship) এর জন্য আবেদন পদ্ধতি:-
নবান্ন স্কলারশিপ (Nabanna Scholarship) এর আবেদন প্রক্রিয়ার সম্পূর্ণরূপে অফলাইনে হয়ে থাকে, কিন্তু বর্তমানে (Covid-19) মহামারির জটিল পরিস্থিতির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন এর মাধ্যমে জমা করতে হবে। এই স্কলারশিপ আবেদন করার জন্য আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে স্কলারশিপের ফর্ম ডাউনলোড করতে হবে, তারপর ফর্মটি  ফিলাপ করে প্রয়োজনীয় নথি অ্যাটাচ করে অফিস কর্তৃক নির্দিষ্ট ইমেইল এড্রেসে পাঠিয়ে দিতে হবে।

নবান্ন স্কলারশিপ (Nabanna Scholarship) এর অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করার জন্য এই লিঙ্কে ক্লিক করুনঃ

👉 Download Link 👈


নবান্ন স্কলারশিপ (Nabanna Scholarship) এর প্রয়োজনীয় নথিপত্র :-
নবান্ন স্কলারশিপ (Nabanna Scholarship) এর আবেদন ফর্মটিতে যে সমস্ত নথিপত্র প্রয়োজনীয় সেগুলো হল।

১. অ্যাপ্লিকেশন ফর্ম (Application Form)

২. M.L.A সুপারিশপত্র (M. L.A Recommendation Copy)

৩. নিজেস্ব-ঘোষনাপত্র (Self Declaration Form)

৪. শেষ পরীক্ষার মার্কশীট।

৫. বর্তমান কোর্সে ভর্তির বিবরণ বা রশিদ

৬. কোনো A ক্যাটাগরি অফিসারের কিংবা সভাপতি/সভাধিপতি কাছ থেকে নেওয়া পারিবারিক বার্ষিক ইনকাম সার্টিফিকেট।

৭. আবেদনকারীর আধার কার্ড

৮. ব্যাংক একাউন্ট ফন্ট পেজ জেরক্স কপি

আবেদন পত্র কি সঠিকভাবে ফিলাপ করার পর প্রয়োজনীয় নথিপত্র এবং ফর্ম টি জমা দিতে হবে। তবে আবেদনকারী নিজে অথবা অভিভাবক এই ফর্ম টি জমা দিতে পারবেন।এছাড়াও ছাত্র ও ছাত্রীরা পোষ্টের মাধ্যমে জমা করতে পারে কিন্তু এতে স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা কম থাকে।

এই স্কলারশিপের আবেদনের জন্য কোনও নির্দিষ্ট তারিখ নেই, যেকোনো সময়ে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন ।
ফর্মটি জমা দেওয়ার পর আবেদনকারীকে একটি রিসিভ প্রদান করা হয় যার মাধ্যমে আবেদনকারী পরবর্তীকালে সেই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া সম্বন্ধে জানতে পারবে।

যোগাযোগ মাধ্যম:-
নবান্ন স্কলারশিপ (Nabanna Scholarship) এর সম্বন্ধে বিস্তারিত জানতে অফিশিয়াল ওয়েবসাইট wbcmo এবং ইমেল আইডি  এছাড়াও হেল্পলাইন নাম্বার।

অ্যাড্রেস - West Bengal Government (Ob) Nabanna, 14th Floor,
325, Sarat Chatterjee Road, Shibpur, Howrah – 61.

Share Post


logoblog

Thanks for reading নবান্ন স্কলারশিপ ২০২১ | কি, যোগ্যতা, আবেদন পদ্ধতি বিস্তারিত - Nabanna Scholarship 2021

Previous
« Prev Post

No comments:

Post a Comment