Friday, July 23, 2021

ঐক্যশ্রী স্কলার্শিপ ২০২১-২২ | অনলাইন আবেদন, কি কি ডকুমেন্ট, স্ট্যাটাস, বিস্তারিত নতুন খবর।

  Deb Kumar       Friday, July 23, 2021

আমাদের রাজ্যে শিক্ষার মান ও মূল্য বৃদ্ধি এবং সমাজের সকল শ্রেণীর মানুষকে শিক্ষিত করে তোলার জন্য পশ্চিমবঙ্গ সরকার সর্বদা সচেষ্ট। পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্ধোপাধ্যায়ের অনুপ্রেরনায় ২০১২-২০১৩ অর্থিক বছরের রাজ্য বাজেটে চালু করা হয় এই "ঐক্যশ্রী স্কলার্শিপ" (Aikyashree Scholarship)। আজকে আমরা বলবো ঐক্যশ্রী স্কলার্শিপ (Aikyashree Scholarship) ২০২১-২২ অনলাইন আবেদন,স্ট্যাটাস,লাস্ট আপডেট, সমস্ত নতুন তথ্য বিস্তারিত জানাবো।


ঐক্যশ্রী স্কলার্শিপ (Aikyashree Scholarship)


ঐক্যশ্রী স্কলার্শিপ(Aikyashree
Scholarship) কি?

পশ্চিমবঙ্গের "Minority বা সংখ্যালঘু সম্প্রদায়ের" মেধাবী ছাত্র-ছাত্রীদের সাহায্যের জন্য মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঐকশ্রী প্রকল্প চালু করেন যা WBMDFC (West Bengal Minority Development and Finance Corporation) এর অন্তর্গত  সংখ্যালঘু ছাত্রছাত্রীদের একটি স্কলারশিপের মাধ্যমে কিছু আর্থিক সাহায্য প্রদানের ব্যবস্থা করেন যা ঐক্যশ্রী স্কলার্শিপ (Aikyashree
Scholarship) নামে পরিচিত।

কারা ঐক্যশ্রী স্কলার্শিপ (Aikyashree
Scholarship) এর সুবিধা নিতে পারবেন?

ঐক্যশ্রী স্কলার্শিপ এর জন্য আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।এবং আপনি যদি সংখ্যালঘু সম্প্রদায়ের হয়ে থাকেন তাহলে আপনি এই প্রকল্পের আওতায় আসতে পারবেন।

ঐক্যশ্রী স্কলার্শিপ এ আবেদনকারীর কি যোগ্যতা থাকা দরকার?
ঐক্যশ্রী স্কলার্শিপ এ আপনি নতুন আবেদন করতে যে সমস্ত নথিপত্র প্রয়োজনীয় সেগুলো হল।
১. আবেদনকারী  ছাত্র-ছাত্রীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

২. যে সমস্ত ছাত্র ও ছাত্রী পূর্ববর্তী পরীক্ষায় 50% মার্কস পেয়েছে এক মাত্র তারাই আবেদন করতে পারবে।
৩. আবেদনকারীকে অবশ্যই সংখ্যালঘু সপ্রদায়ের হওয়া বাঞ্ছনীয়।

৪. পারিবারিক বার্ষিক ইনকাম ২ লক্ষ টাকার বেশি হওয়া চলবে না।

৫. পশ্চিমবঙ্গের বাইরে অবস্থিত প্রতিষ্ঠানে পড়াশোনা করা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না,
৬. ঐক্যশ্রী স্কলার্শিপ এ আবেদনকারীর নিজস্ব ব্যাংক একাউন্ট থাকতে হবে।

এই স্কলার্শিপ মাধ্যমে আবেদনকারীরা  প্রতিবছর প্রায় ৩৩,০০০ টাকা পর্যন্ত পেতে পারেন।


ঐক্যশ্রী স্কলার্শিপ (Aikyashree Scholarship)

ঐক্যশ্রী স্কলার্শিপ (Aikyashree
Scholarship) এর আবেদন পদ্ধতি?
বর্তমান সমাজে অধিকাংশ মানুষ স্মার্ট ফোন কিংবা কম্পিউটার ব্যবহার করে থাকি। এই প্রকল্পের অনলাইন আবেদন পদ্ধতি নিম্নে আলোচনা করা হল।

  • ঐক্যশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে প্রথমে  আপনার স্মার্ট ফোন কিংবা কম্পিউটারের যে কোনো ব্রাউজারে wbmdfc সার্চ করতে হবে। এরপর অফিশিয়াল ওয়েবসাইটের Student's Registration অপশনে ক্লিক করতে হবে।


  • পরবর্তী পেজটি ওপেন হবে, ওখানে আপনার জেলাটি সিলেক্ট করবেন।


  • এরপর জেলা সিলেক্ট করার পরে আবেদনকারীর সমস্ত ডিটেইলস চাইবে, যেমন নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, আধার নম্বর, মোবাইল নাম্বার, ইমেইল আইডি সহ ব্যাংক একাউন্ট এর নম্বর প্রয়োজনীয় নথি ফিলাপ করতে হবে। আবেদনকারীর সমস্ত ডিটেইলস সঠিকভাবে পূরণ করার পর Submit and Proceed অপশনে ক্লিক করতে হবে।
  • তারপর পরবর্তী একটি পেজ ওপেন হবে, আপনার শিক্ষাগত যোগ্যতার মান তথ্য যেমন- বর্তমানে আপনি কোথায় পড়াশোনা করছেন, এটি কোন বোর্ডের অধীনে, বর্তমানে কোন ক্লাসে পড়াশোনা করছেন, এর আগের বছর কোন ক্লাসে ছিলেন, এর আগের ক্লাসে কত শতাংশ নম্বর পেয়েছেন, এছাড়াও আপনার পারিবারিক আয় কত প্রয়োজনীয় নথি ফিলাপ করতে হবে।


  • আবেদনকারীর সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর Submit and Proceed অপশনে ক্লিক করার পর আপনার একটি ইউজার আইডি তৈরি হয়ে যাবে। এর পাসওয়ার্ড  ইমেইল আইডিতে কিংবা SMS এর মাধ্যমে পাঠানো হবে।
  • এবার আপনি Student Log In অপশনে গিয়ে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। তারপর, প্রয়োজনীয় নথিপত্র ফিলাপ করতে হবে।
  • এরপর আপনাকে Submit বাটনে ক্লিক করতে হবে পরবর্তী পেজ ওপেন হবে।
  • পরবর্তী পেজে আপনি Preview তে ক্লিক করে সবকিছু ঠিক আছে কিনা চেক করে নেবেন। এবার আপনাকে Final Submit তে ক্লিক করতে হবে।

টেক্সট ক্যাপচাটি পূরণ করে সাবমিট প্রসিড এ ক্লিক করবেন। সাবমিট করার পরেই আপনি সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পারবেন। যার একটি কপি প্রিন্ট করে নিতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটির সাথে অন্যান্য প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট অ্যাটাচ করে বর্তমান আপনি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন সেখানে জমা করলে আপনার ঐক্যশ্রী প্রকল্পের আবেদন সম্পন্ন হবে।

ঐক্যশ্রী স্কলার্শিপ (Aikyashree
Scholarship) এ কি কি ডকুমেন্ট লাগবে?

অ্যাপ্লিকেশন ফর্মটির সাথে যেসমস্ত নথিপত্র জমা দিতে হবে সেগুলো হলো–

১. আবেদনকারীর আধার কার্ড।

২. ব্যাঙ্ক পাসবুক প্রথম পেজের জেরক্স।

৩. পারিবারিক ইনকাম সার্টিফিকেট।

৪. বর্তমান স্কুল,কলেজ কিংবা ইউনিভার্সিটির  ভর্তির রশিদ।

৫. পূববর্তী পরীক্ষার পাস করা মার্কশিট।

৬. এছাড়াও কালার পাসপোর্ট সাইজের ছবি।


যোগাযোগ মাধ্যম:-

আবেদনকারী সরাসরি যোগাযোগ মাধ্যম

ইমেইল এড্রেস-
scholarship.wbmdfc@gmail.com

হেল্পলাইন নাম্বার- 18001202130

আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঐক্যশ্রী স্কলার্শিপ (Aikyashree
Scholarship) ২০২১-২২
 আবেদন পদ্ধতি। ঐক্যশ্রী প্রকল্প অনলাইন আবেদন কিভাবে করবেন। ঐক্যশ্রী স্কলার্শিপ ২০২১-২২ আরো নতুন তথ্য কিছু আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। আমাদের banglaprakalpa  অফিশিয়াল ওয়েবসাইটে সর্বদা জুড়ে থাকুন।

নবান্ন স্কলারশিপ ২০২১ | কি, যোগ্যতা, আবেদন পদ্ধতি বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

Share Post


logoblog

Thanks for reading ঐক্যশ্রী স্কলার্শিপ ২০২১-২২ | অনলাইন আবেদন, কি কি ডকুমেন্ট, স্ট্যাটাস, বিস্তারিত নতুন খবর।

Previous
« Prev Post

No comments:

Post a Comment