Saturday, August 21, 2021

স্বাস্থ্য সাথী কার্ড স্ট্যাটাস চেক অনলাইন | Swasthya Sathi Status Check Online

  banglaprakalpa.in       Saturday, August 21, 2021
আপনি কি নতুন স্বাস্থ্য সাথী কার্ড আবেদন করেছেন কিংবা Swasthya Sathi URN mambar জেনারেট হয়েছে। তাহলে আপনি খুব সহজে "স্বাস্থ্য সাথী কার্ড স্ট্যাটাস চেক অনলাইন" করতে পারেন। "Swasthya Sathi Status Check Online" কিভাবে করবেন? 
আজকে এই আর্টিকেল মাধ্যমে আমরা নতুন স্বাস্থ্য সাথী কার্ড আবেদন, কোথায় ও কিভাবে করবেন। এবং কিভাবে নতুন স্বাস্থ্য সাথী কার্ড স্ট্যাটাস চেক করবেন সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করবো। 
পশ্চিমবঙ্গ সরকার তথা মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় বাংলার সমস্ত গরিব ও মধ্যবিত্তের জন্য স্বাস্থ্য সাথী কার্ড এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করবেন। এছাড়াও লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য স্বাস্থ্য সাথী কার্ড গুরুত্বপূর্ণ।

স্বাস্থ্য সাথী কি? 
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু না কিছু প্রকল্প নিয়ে এসেছে, কিন্তু এই স্বাস্থ্য সাথী কার্ড এর মাধ্যমে প্রত্যেক পরিবার 5 লক্ষ্য টাকা পর্যন্ত চিকিৎসার জন্য আর্থিক সাহায্য পাবেন। স্বাস্থ্য সাথী কার্ড এর মাধ্যমে বিনামূল্যে সরকারি বেসরকারি ও হসপিটালে চিকিৎসা করতে পারবেন।
Swasthya Sathi Status Check Online
স্বাস্থ্য সাথী কার্ড কি কি ডকুমেন্ট প্রয়োজন :-
  • আধার কার্ড 
  • ভোটার কার্ড 
  • ডিজিটাল রেশন কার্ড
  • জন্ম সার্টিফিকেট

স্বাস্থ্য সাথী কার্ড আবেদন পদ্ধতি :-
স্বাস্থ্য সাথী কার্ড কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে আবেদন করতে পারবেন। এর জন্য আপনাকে Swasthya Sathi From 'B' ফিলাপ করে জমা করতে হবে। 

স্বাস্থ্য সাথী অফিসিয়াল ওয়েবসাইট - 

স্বাস্থ্য সাথী কার্ড স্ট্যাটাস চেক অনলাইন :-
আপনারা যদি স্বাস্থ্য সাথী কার্ড এর জন্যে আবেদন করেছেন কিংবা URN Number জেনারেট হয়েগেছে। এই "Swasthya Sathi Status Check Online" চেক করার জন্য-
প্রথমে আপনাকে Swasthya Sathi অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করতে হবে। 
এরপর ড্রপডাউন মেনু Find Your Name ক্লিক করবেন। 
পরের পেজে আবেদনকারীর মোবাইল নম্বর দিয়ে Find Your Name তে yourself কিংবা others এ ক্লিক করে Submit অপশনে ক্লিক করুন। 
Swasthya Sathi Status
পরবর্তী পেজটি ওপেন হবে এবং সেখানে আপনার State Name, District Name, Block Name বা Municipality Name, GP Name, Village Name Select করে 
এরপর Select By তে Aadhaar No কিংবা Khadyasathi Ration Card No যেকোনো একটি অপশনে ক্লিক করে নম্বরটি বসিয়ে Submit অপশনে ক্লিক করুন। 
পরবর্তী পেজটিতে আপনার এবং ওই স্বাস্থ্য সাথী কার্ড এর সাথে যতগুলো নাম যুক্ত করছেন সবগুলো কিন্তু দেখতে পাবেন।
logoblog

Thanks for reading স্বাস্থ্য সাথী কার্ড স্ট্যাটাস চেক অনলাইন | Swasthya Sathi Status Check Online

Previous
« Prev Post

36 comments:

  1. গ্রাম লক্ষণপুর আট নম্বর অঞ্চল আমকোপা পশ্চিম মেদিনীপুর থানা পোস্ট অফিস দল

    ReplyDelete
  2. গরবেতা ওয়ান

    ReplyDelete
  3. আমার স্বাস্থ্য সাথী কার্ড আছে কার্ডের নাম্বার নাই কার্ডের জন্য কিছু করতে পারছিনা। লক্ষি ভাণ্ডারে জন্য গেলাম বললেন হবে না কার্ডে নাম্বার থাকতে হবে তবে হবে। আমার বাড়ি:বানিতলা ওয়ার্ড 31 থানা:উলুবেড়িয়া জেলা:হাওড়া :পিন.711316

    ReplyDelete
  4. অসীমা বিশ্বাস,মনডল

    ReplyDelete
  5. Santana singha , ph ৯৩৩৯০৫৬০৭৭

    ReplyDelete