করোনা(Covid-19) মহামারির কথা মাথায় রেখে 'উচ্চ মাধ্যমিক' পরীক্ষা বাতিল করে দিয়েছে। আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২২ জুলাই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ "HS Result 2021"। আগামী মঙ্গলবার অর্থাৎ ২০ জুলাই মাধ্যমিক এর পরীক্ষার ফল প্রকাশ করা হবে। তার ঠিক ১ দিন পরেই অর্থাৎ বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক ২০২১ পরীক্ষা ফল প্রকাশ। পরীক্ষার্থীদের উদ্দেশ্যে জানিয়ে রাখি আপনারা রেজাল্ট অনলাইনে ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে দেখতে পাবেন।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ২২ জুলাই দুপুর ৩ টের সময় আনুষ্ঠানিক ভাবে রেজাল্ট ঘোষণা করা হবে।আর বিকাল ৪ টা থেকে অনলাইনে রেজাল্ট দেখতে পারবেন HS পড়ুয়া।
আগামী ২২ জুলাই বিকেল থেকে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন। তবে, ২৩ জুলাই সকাল ১১ টা থেকে পরীক্ষার্থী নিজ স্কুল থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবে। পরীক্ষা ছাড়াই রেজাল্টে কিভাবে নাম্বার দেওয়া হবে, তা আগেই থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল। এছাড়াও বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, যদি কোনো পরীক্ষার্থী নাম্বারে অসন্তুষ্ট হয়। তবে সেই পরীক্ষার্থী করোনা (Covid-19) পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষায় বসতে পারবে।
উচ্চ মাধ্যমিক ২০২১ রেজাল্ট দেখার বিভিন্ন ওয়েবসাইট লিংক (HS Result 2021 Website Link):-
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে সমস্ত Result কিন্তু আপনারা অনলাইন থেকেই দেখে নিতে পারবেন। তাই উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখার বিভিন্ন ওয়েবসাইট লিংক (WB HS Result 2021 Website Link)
উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২১(HS Result Check 2021 Online) অনলাইন চেক ওয়েবসাইট:- wbresults
উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২১ চেক লিংক (HS Result Check 2021 Online):-exametc
উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২১ ওয়েবসাইট লিংক (HS Result 2021 Website Link):- results.shiksha
No comments:
Post a Comment