Friday, July 16, 2021

২০ জুলাই,মঙ্গলবার মাধ্যমিকের ফল প্রকাশ ‌‌অনলাইন ২০২১ | Madhyamik Pariksha Result 2021 Online

  Deb Kumar       Friday, July 16, 2021
করোনা(Covid-19) মহামারির কথা মাথায় রেখে 'পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ' এই বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করে দিয়েছে। আগামী মঙ্গলবার অর্থাৎ ২০ জুলাই মাধ্যমিকের ফল প্রকাশ "Madhyamik Result ২০২১"। আগামী ২০ জুলাই সকাল ৯ টায় আনুষ্ঠানিক ভাবে মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে। এই বছর মেধাতালিকা ঘোষণা করা হবে না। সকাল ১০ টা থেকে বিভিন্ন ওয়েবসাইট মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে অনলাইনে আপনার মোবাইলে।

মাধ্যমিক রেজাল্ট ২০২১

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে যে, মাধ্যমিক পরীক্ষা না হওয়ায় এবার নবম শ্রেণির বার্ষিক এবং দশম শ্রেণির স্কুলের পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মাধ্যমিকের মার্কশিট তৈরি করা হয়েছে৷ তবে কোনও ছাত্র বা ছাত্রী যদি এই মূল্যায়নে সম্মতি না হয়, তাহলে করোনা প্রকোপ কমলে সেই সমস্ত পড়ুয়ারা আবার পরীক্ষায় বসার সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে। 

মাধ্যমিক রেজাল্ট ২০২১:-
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে সরাসরি জানিয়েছেন যে সমস্ত Result কিন্তু আপনারা অনলাইন থেকেই দেখে নিতে পারবেন। তাই মাধ্যমিক Result Check অফিসিয়াল ওয়েবসাইট।
  • মাধ্যমিক রেজাল্ট ২০২১(Madhyamik Result 2021) অনলাইন চেক ওয়েবসাইটঃ- https://wbresults.nic.in/


  • মাধ্যমিক রেজাল্ট ২০২১ চেক লিংকঃ- (Madhyamik Result 2021) https://www.exametc.com/


  • মাধ্যমিক রেজাল্ট ২০২১(Madhyamik Result 2021) ওয়েবসাইট লিংকঃ- https://www.results.shiksha/


আগামী ২০ জুলাই সকাল ৯ টায় আনুষ্ঠানিক ভাবে মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে।

Share Post


logoblog

Thanks for reading ২০ জুলাই,মঙ্গলবার মাধ্যমিকের ফল প্রকাশ ‌‌অনলাইন ২০২১ | Madhyamik Pariksha Result 2021 Online

Previous
« Prev Post

No comments:

Post a Comment