প্রথমে PMkisan ওয়েবসাইটে যেতে হবে।
এর পর হোম পেজে Farmers Corner এর অপশনে যাবে।
Farmers Corner সেকশনের ভিতর 'Beneficiaries List'-এর অপশনে ক্লিক করুন।
এর পর "Beneficiaries List Under PMkisan" আপনার রাজ্য, জেলা, ব্লক ও গ্রাম সিলেক্ট করবেন।
এরপর Get Report-এ ক্লিক করতে হবে।এখন আপনার সামনে পুরো লিস্ট চলে আসবে। এবার আপনি আপনার নাম চেক করতে পারবেন।
প্রথমে PMkisan ওয়েবসাইটে যেতে হবে।
এর পর হোম পেজে Farmers Corner এর অপশনে যাবে।
Farmers Corner সেকশনের ভিতর 'Beneficiaries Status' -এর অপশনে ক্লিক করুন।
Beneficiaries Status - এর ৩ টি অপশন থাকবে (আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ও মোবাইল নম্বর) এগুলোর মধ্যে যেকোনো একটি অপশনে ক্লিক করুন।
এরপর Get Report-এ ক্লিক করতে হবে।
এবার আপনার সামনে 'Beneficiaries Status' এর পুরো স্টেটাস শো করবে।
PM কিষান সম্মান নিধি প্রকল্পে নতুন রেজিস্ট্রেশান করুন। এর জন্য আপনাকে আধার নম্বর, মোবাইল নম্বর ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং জমিনের পরচা (Computer Record) বা পাট্টা বা দলিল প্রয়োজন।
আপনারা সরাসরি PM কিষান সম্মান নিধি ওয়েবসাইটে- PMkisan গিয়ে রেজিস্ট্রেশন করাতে পারবেন।
প্রধানমন্ত্রী আবাস যোজনার ২০২১-২০২২ নতুন লিস্ট পেতে ক্লিক করুন।
As6igx
ReplyDeleteAs61gx
ReplyDelete