Sunday, July 18, 2021

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্প | অ্যাকাউন্টে দিচ্ছে ৪০০০ টাকা, লিস্টে কি আপনার নাম রয়েছে?

  Deb Kumar       Sunday, July 18, 2021
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্প (PM Kisan Samman Nidhi Yojana) কৃষকদের অ্যাকাউন্টে খুব শীঘ্রই ২ কিস্তির টাকা ঢুকতে চলেছে। অগাস্ট মাসের মধ্যে আসবে মোদি সরকারের PM Kisan Samman Nidhi Yojana কৃষকদের অ্যাকাউন্টে ৪০০০ টাকা। এখনও পর্যন্ত এই প্রকল্পে কৃষকদের অ্যাকাউন্টে আটটি কিস্তি টাকা দেওয়া হয়েছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে ফসল নষ্ট কৃষকদের বার্ষিক আয় বাড়ানো।


কারা পাবেন এই প্রকল্পের টাকা :-
আপনি যদি কৃষক হন আর ‌‌PM কিষান সম্মান নিধি প্রকল্পে রেজিস্ট্রেশন করে থাকেন, তাহলে এই প্রকল্পের আওতায় থাকবেন। এই যোজনায় আপনার নাম রয়েছে কিনা চেক করুন।

লিস্ট চেক করে দেখুন আপনার নাম :-

  • প্রথমে PMkisan ওয়েবসাইটে যেতে হবে।

  • এর পর হোম পেজে Farmers Corner এর অপশনে যাবে।

  • Farmers Corner সেকশনের ভিতর 'Beneficiaries List'-এর অপশনে ক্লিক করুন।

  • এর পর "Beneficiaries List Under PMkisan" আপনার রাজ্য, জেলা, ব্লক ও গ্রাম সিলেক্ট করবেন।

  • এরপর Get Report-এ ক্লিক করতে হবে।এখন আপনার সামনে পুরো লিস্ট চলে আসবে। এবার আপনি আপনার নাম চেক করতে পারবেন।


আপনার পুরো স্টেটাস কিভাবে চেক করবেন :-


  • প্রথমে PMkisan ওয়েবসাইটে যেতে হবে।

  • এর পর হোম পেজে Farmers Corner এর অপশনে যাবে।

  • Farmers Corner সেকশনের ভিতর 'Beneficiaries Status' -এর অপশনে ক্লিক করুন।

  • Beneficiaries Status - এর ৩ টি অপশন থাকবে (আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ও মোবাইল নম্বর) এগুলোর মধ্যে যেকোনো একটি অপশনে ক্লিক করুন।

  • এরপর Get Report-এ ক্লিক করতে হবে।

এবার আপনার সামনে 'Beneficiaries Status' এর পুরো স্টেটাস শো করবে।


PM কিষান সম্মান নিধি প্রকল্পে নতুন রেজিস্ট্রেশান করুন। এর জন্য আপনাকে আধার নম্বর, মোবাইল নম্বর ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং জমিনের পরচা (Computer Record) বা পাট্টা বা দলিল প্রয়োজন।
আপনারা সরাসরি ‌PM কিষান সম্মান নিধি ওয়েবসাইটে- PMkisan গিয়ে রেজিস্ট্রেশন করাতে পারবেন।


প্রধানমন্ত্রী আবাস যোজনার ২০২১-২০২২ নতুন লিস্ট পেতে ক্লিক করুন।


Share Post


logoblog

Thanks for reading প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্প | অ্যাকাউন্টে দিচ্ছে ৪০০০ টাকা, লিস্টে কি আপনার নাম রয়েছে?

Previous
« Prev Post

2 comments: