Monday, July 19, 2021

লক্ষীর ভান্ডার প্রকল্পে | 'স্বাস্থ্যসাথী' কার্ড বাধ্যতামূলক, অনলাইন দেখুন আপনার নাম লিস্ট।

  Deb Kumar       Monday, July 19, 2021
আসন্ন বিধানসভা নির্বাচনের সময় মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মহিলাদের জন্য 'লক্ষীর ভান্ডার' প্রকল্প ঘোষণা করেন। তার মধ্যে উল্লেখযোগ্য একটি প্রকল্প হল 'স্বাস্থ্যসাথী' । এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষরা বিনামূল্যে সরকারের তরফ থেকে যে কোনো সরকারি বা বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে পারছেন যার ফলে চিকিৎসা জনিত কোন অভাব তাদের মধ্যে আর দেখা যাচ্ছে না। 

এছাড়াও মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় "লক্ষী ভান্ডার" প্রকল্পের মাধ্যমে তিনি জানিয়েছেন যে প্রত্যেক সাধারণ পরিবারের একজন মহিলা ৫০০ টাকা এবং তফসিল ও উপজাতি পরিবারের একজন মহিলা ১০০০ টাকা করে প্রতিমাসে পাবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে কারা কারা পাবেন আর কারা কারা পাবেন না।

নবান্ন সূত্রের খবর, অনুযায়ী যে সমস্ত মহিলার স্বাস্থ্য সাথী কার্ড রয়েছে তারা একমাত্র আবেদন করতে পারবে এই লক্ষী ভান্ডার এর জন্য।যাদের স্বাস্থ্য সাথী কার্ড নেই তারা লক্ষী ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবে না। তবে এটা জানিয়ে রাখি পরবর্তী সেপ্টেম্বর অক্টোবর মাসে যে দুয়ারে ক্যাম্প কর্মসূচি অনুষ্ঠিত হবে সেখানে আপনার স্বাস্থ্য সাথী কার্ড করিয়ে নিতে পারেন বা নাম নথিভুক্ত করাতে পারেন। এরপর আবার আপনারা লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। 

কীভাবে চেক করবেন:-
এবার আপনি কিভাবে জানবেন যে আপনার নাম অনলাইনে নথিভুক্ত রয়েছে কিনা।
লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন করার জন্য।
  • প্রথমে গুগলে গিয়ে আপনাকে স্বাস্থ্য সাথী লিখতে হবে।
  • এরপর 'Swasthya Sathi' অপশনে ক্লিক করতে হবে।
  • তারপর অফিশিয়াল ওয়েবসাইটে আপনার সামনে খুলে যাবে।
  • তারপর আপনাকে Find Your Name অপশন এ ক্লিক করতে হবে। এবং সেখানে আপনার মোবাইল নাম্বার চাওয়া হবে যে মোবাইল নাম্বারটা আপনার স্বাস্থ্য সাথী কার্ড এর সাথে যুক্ত রয়েছে।
  • সেই মোবাইল নাম্বারটা দেওয়ার পর আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনি এই অনুসন্ধান টিকার জন্য করতে চাইছেন নিজের জন্য নাকি অন্য কারোর জন্য। যেমনটা হবে তেমন সিলেট করবেন। তারপর আপনাকে ডিস্ট্রিক্ট মিউনিসিপালিটি এবং কিসের ভিত্তিতে এ আপনি করেছিলেন অর্থাৎ আধার কার্ড রেশন কার্ড নাকি অন্য কোন মাধ্যম দিয়ে সেই নাম্বারটি কার্ডের নাম্বারটি আপনাকে প্রদান করতে হবে। এবং তারপর সাবমিট করলেই সম্পূর্ণ লিস্ট আপনার সামনে খুলে যাবে যে আপনি দেখতে পারবেন যে আপনার বাড়ির নাম অনলাইনে রেজিস্ট্রেশন হয়েছে কিনা।


Share Post


logoblog

Thanks for reading লক্ষীর ভান্ডার প্রকল্পে | 'স্বাস্থ্যসাথী' কার্ড বাধ্যতামূলক, অনলাইন দেখুন আপনার নাম লিস্ট।

Previous
« Prev Post

No comments:

Post a Comment