শুধু এই নয়, বৃদ্ধ কৃষকদের ভবিষ্যত্ উজ্জল করতে ইতিমধ্যে পিএম কিষাণ মানধন পেনশন (PM kasan maandhan pension yojona) যোজনা চালু করেছে কেন্দ্র সরকার।
এই যোজনার মাধ্যমে কৃষকদের প্রত্যেক মাসে 3000 টাকা পর্যন্ত পেনশন দেওয়া হবে। 60 বছরের পর থেকে দেশের কৃষকরা এই পেনশনের বিশেষ সুবিধা পাবেন।
প্রধানমন্ত্রী মানধন পেনশন যোজনা কি?
যেসব কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM Kisan) এর সুবিধা পেয়েছেন তাদের জন্য সুখবর কেন্দ্রীয় সরকার নতুন একটি পেনশন যোজনা চালু করেছে৷ যেটি হল প্রধানমন্ত্রী মানধন পেনশন যোজনা। এই পেনশন যোজনায় আবেদন এর জন্য নুন্যতম 18 বছর সাল থেকে সর্বোচ্চ 40 বছর বয়স পর্যন্ত। এই যোজনার আওতায় কৃষকরা 60 বছর বয়সের পর প্রত্যেক মাসে 3000 টাকা করে পেনশন পাবে ৷
আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে?
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির সম্মান পাচ্ছেন এমন কৃষকরা এই সুবিধা পাবেন। এর জন্য যে সমস্ত নথির প্রয়োজন রয়েছে সেগুলো -
- আধার কার্ড
- ভোটার কার্ড
- পাসপোর্ট সাইজ কালার ফটো
- ইনকাম সার্টিফিকেট
- নিজস্ব ব্যাংকের পাশবুক জেরক্স
প্রধানমন্ত্রী মানধন পেনশন যোজনায় কিভাবে টাকা পাবেন?
এই পেনশন যোজনায় সুবিধা পেতে রেজিস্টার কৃষকদের নিদিষ্ট বয়স অনুযায়ী টাকা বিনিয়োগ করতে হবে। আর সেই টাকা বিনিয়োগের করার পর 60 বছর বয়সে নুন্যতম 3 হাজার টাকা পর্যন্ত মাসে মাসে পাবেন। মোট বছরে 36000 হাজার টাকা করে পেনশন পাওয়া যাবে। এই সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীকে 60 বছর বয়স পর্যন্ত প্রতিমাসে 55 টাকা থেকে 200 টাকার মধ্যে একটি নির্দিষ্ট অ্যামাউন্ট ব্যাংকে জমা করতে হবে।
আপনি যে পরিমাণ টাকা জমা করবেন, পেনশন এর নিয়ম অনুযায়ী সেই পরিমাণ অর্থ কেন্দ্র সরকার জমা করবে।
সুতরাং আপনি যদি 100 টাকা জমা করেন তাহলে কেন্দ্রীয় সরকার জমা করবে 100 টাকা। তাহলে মোট টাকা পরিমাণ 200 টাকা প্রত্যেক মাসে।
আর সেই টাকা আবেদনকারীর বয়স যখন 60 বছর হবে তখন কিন্তু পাবেন প্রত্যেক মাসে 3000 টাকা, বছরে পাবেন 36000 টাকা।
এই যোজনার সুবিধা পেতে তাড়াতাড়ি অনলাইন আবেদন করুন CSC সেন্টারে গিয়ে।
No comments:
Post a Comment