আমরা আজকে এই আর্টিকেলে কাস্ট সার্টিফিকেট অনলাইন আবেদন পদ্ধতি? এবং কি কি ডকুমেন্ট লাগবে? কোথায় কিভাবে আবেদন করবেন। তা বিস্তারিত জানাবো।
কাস্ট সার্টিফিকেট বা জাতিগত শংসাপত্র কি?
এক কথায় সাধারণত কাস্ট বলতে ST, SC এবং OBC দেরকে বোঝায়। এই সার্টিফিকেট কে কাস্ট সার্টিফিকেট বা জাতিগত শংসাপত্র বলা হয়।
কাস্ট সার্টিফিকেট করতে কি কি ডকুমেন্ট লাগবে?
কাস্ট সার্টিফিকেট বা জাতিগত শংসাপত্র অনলাইন আবেদন করার জন্য যেসব ডকুমেন্ট লাগবে সেগুলো -
আবেদনকারীর ভোটার কার্ডআধার কার্ডস্কুল সার্টিফিকেটআবেদনকারীর বাবার বাড়ির কাস্ট সার্টিফিকেটপাসপোর্ট সাইজ কালার ফটোরেসিডেন্ট সার্টিফিকেটইনকাম সার্টিফিকেট
কাস্ট সার্টিফিকেট অনলাইন আবেদন পদ্ধতি?
কাস্ট সার্টিফিকেট বা জাতিগত শংসাপত্র অনলাইন আবেদন করার জন্য -
1. কাস্ট সার্টিফিকেট এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
2. এবার Application For SC/ST/OBC Certificate অপশনে ক্লিক করুন।
3. এরপরে একটি নতুন পেজ ওপেন হবে এবং সেখানে সম্পূর্ণ ফর্ম টি ফিলাপ করতে হবে।
4. ফর্ম টি ফিলাপ করার পর Save & Continue তে ক্লিক করতে হবে।
5. এখন আপনার সামনে নতুন পেজটি ওপেন হবে সেখানে আপনাকে আপনার বাবা মা কি করে বাৎসরিক আয় কত টাকা তা উল্লেখ করতে হবে (শুধু মাত্র OBC দের জন্য এটি) ক্লিক করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
6. এখন আপনাকে ফটো আপলোড করার পাশাপাশি বয়সের প্রমাণ পত্র এবং বাসস্থানের প্রমাণ এছাড়াও বিভিন্ন ডকুমেন্টস নাম্বর দিয়ে। বাবা কিংবা মা অথবা নিজের ভোটার কার্ড নাম্বর বসিয়ে Summit অপশনে ক্লিক করতে হবে।
7. পরবর্তী পেজটিতে Acknowledement Slip/Application Slip ওপেন হবে সেটা ডাউনলোড করে প্রিন্ট করার পর ফর্মটির যেখানে সিগনেচার করতে হবে সেখানে সিগনেচার করে প্রয়োজনীয় ডকুমেন্ট অ্যাটাচ করে BDO অফিস কিংবা অঞ্চল অফিসে জমা করতে হবে।
কাস্ট সার্টিফিকেট এর Status কিভাবে চেক করবেন?
কাস্ট সার্টিফিকেট বা জাতিগত শংসাপত্র অনলাইন আবেদন করার পর, আপনি চাইলে এর Status চেক করতে পারেন এর জন্য আপনাকে কাস্ট সার্টিফিকেট এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে View Status Of Application এ ক্লিক করবেন প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে সামমিট করবেন।
তবে এটা জেনে রাখা ভালো যে কাস্ট সার্টিফিকেট বা জাতিগত শংসাপত্র অনলাইন আবেদন করতে পারেন। কিংবা আগামী 16 আগস্ট থেকে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে নতুন করে আবেদন করতে পারবেন।
No comments:
Post a Comment