Friday, August 13, 2021

লক্ষীর ভান্ডার প্রকল্পের নতুন ফর্ম ডাউনলোড | Laxmi bhandar prakalpa pdf new form download

  Deb Kumar       Friday, August 13, 2021
লক্ষীর ভান্ডার প্রকল্পের নতুন ফর্ম নিয়ে চালু হলো নতুন নির্দেশিকা। "Laxmi bhandar prakalpa New application form Update" শুরু হতে চলেছে। 
লক্ষীর ভান্ডার প্রকল্পের নতুন ফর্ম কি কি সুবিধা পেতে পারেন তা এই আর্টিকেলে আমরা বিস্তারিত আলোচনা করবো। 
Laxmi bhandar prakalpa pdf form download
লক্ষীর ভান্ডার প্রকল্প :-
কিছু দিন আগে এই প্রকল্পের From দেওয়া হয়েছে। বর্তমানে এই প্রকল্পের নতুন নির্দেশিকা জারি করা হয়েছে Laxmi bhandar prakalpa New application form কি কি আপডেট রয়েছে সেগুলো নিম্নে আলোচনা করা হল। 
মূল বিষয় - লক্ষীর ভান্ডার প্রকল্পের নতুন ফর্ম

উদ্দেশ্য - প্রাপ্ত বয়স্ক মহিলাদের আর্থিক সাহায্য প্রদান করা। 

আবেদনকারী - মহিলা 

আবেদনের তারিখ - 16/08/2021

বয়স - 25 থেকে 60 বছর 

আবেদন পদ্ধতি - দুয়ারে সরকার ক্যাম্প 

লক্ষীর ভান্ডার প্রকল্পের নতুন ফর্ম আপডেট খবর :-
পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে লক্ষীর ভান্ডার প্রকল্পের কিছু আপডেট করার কথা বলেছেন সেগুলি হল-
স্বাস্থ্য সাথী কার্ড ছাড়া পেতে পারেন লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধা

কোন পরিবারের যদি মহিলাদের আলাদা করে স্বাস্থ্য সাথী কার্ড থাকে সেক্ষেত্রে প্রত্যেক পরিবারের মহিলারা আবেদন করতে পারবেন।

এছাড়াও যেসকল মহিলাদের স্বাস্থ্য সাথী কার্ড নেই তারাও দুয়ারে সরকার ক্যাম্পের আওতায় নতুন করে স্বাস্থ্য সাথী কার্ড আবেদন করে লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।

 লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম এর নতুন নির্দেশিকা :-

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদনিক বৈঠকে লক্ষীর ভান্ডার প্রকল্পের কিছু নির্দেশিকা জারি করেন সেগুলো -
  • দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য আলাদা করে অফিসার থাকবেন।
  • লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম কোনো রকম জেরক্স কিংবা নকল কপি গ্রহনযোগ্য হবে না।
  • আবেদনের জন্য দুয়ারে সরকার ক্যাম্পের রেজিস্ট্রেশন নম্বর বাধ্যতামূলক।
  • দুয়ারে সরকার ক্যাম্পের আওতায় ফর্মটি বিনামূল্যে দেওয়া হবে। 

লক্ষীর ভান্ডার প্রকল্পের প্রয়োজনীয় ডকুমেন্ট :-
  1. আধার কার্ড 
  2. ভোটার কার্ড 
  3. স্বাস্থ্য সাথী কার্ড 
  4. জাতিগত শংসাপত্র 
  5. পাসপোর্ট সাইজ রঙিন ফটো
  6. নিজস্ব ব্যাংক একাউন্ট ফন্ট পেজ জেরক্স কপি
লক্ষীর ভান্ডার প্রকল্পের এর নতুন ফর্ম ডাউনলোড পদ্ধতি :-
লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদনের কোনো রকম নতুন ফর্ম এখনো পর্যন্ত অফিশিয়াল ভাবে দেওয়া হয়নি তবে 'Laxmi bhandar prakalpa New application' খুব তাড়াতাড়ি আসবে আশাকরি। যদি আপনি লক্ষীর ভান্ডার প্রকল্পের আগের ফর্মটি ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করুন।From Download 
আশাকরি আপনারা এই আর্টিকেল এর মাধ্যমে লক্ষীর ভান্ডার প্রকল্পের নতুন ফর্ম নিয়ে চালু হলো নতুন কি কি নির্দেশিকা। Laxmi bhandar prakalpa New application form Update কবে শুরু হতে চলেছে। আরে যানতে যোগাযোগ করুন দুয়ারে সরকার ক্যাম্প।
Share Post


logoblog

Thanks for reading লক্ষীর ভান্ডার প্রকল্পের নতুন ফর্ম ডাউনলোড | Laxmi bhandar prakalpa pdf new form download

Previous
« Prev Post

5 comments: