Wednesday, July 28, 2021

লক্ষীর ভান্ডার প্রকল্প আবেদন ফর্ম, কোথায় পাবেন আবেদন ফর্ম দেখুন

  Deb Kumar       Wednesday, July 28, 2021
শেষমেষ জানা গেল মহিলারা 'লক্ষীর ভান্ডার প্রকল্প' করতে পারবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল ক্যাবিনেট মিটিং এর ঘোষণা করলেন যে মহিলারা দুয়ারে সরকার ক্যাম্পে Lakshmi Bhandar Prakalpa আবেদন করতে পারবেন।


 আজকে এই আর্টিকেল এর মাধ্যমে আমরা 10টি মূল বিষয়ে আলোচনা করবো।
  •  লক্ষীর ভান্ডার প্রকল্প কি? 
  • কারা এই প্রকল্পের সুবিধা পাবে?
  • লক্ষীর ভান্ডার প্রকল্পে কাদের জন্য কত টাকা?
  • কোথায় পাবেন আবেদন ফর্ম? 
  • লক্ষীর ভান্ডার প্রকল্পের অবেদন পদ্ধতি?
  • লক্ষীর ভান্ডার প্রকল্পে টাকা কিভাবে দেওয়া হবে? 
  • লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন করার শর্ত?
  • লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে?
  • লক্ষীর ভান্ডার প্রকল্পে টাকা কবে দেবে? 
  • লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধা কারা পাবেন না? 

লক্ষীর ভান্ডার প্রকল্প


1. লক্ষীর ভান্ডার প্রকল্প কি? 
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের হাত খরচের জন্য যে প্রকল্প শুরু করতে চলেছে তা হল লক্ষীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্পের আওতায় বাংলার প্রত্যেক পরিবারের মহিলারা প্রতিমাসে 1000 টাকা ও 500 টাকা করে পাবেন। 

2. কারা এই প্রকল্পের সুবিধা পাবে? 
মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের আওতায় কেবলমাত্র মহিলাদের জন্য। কোনো পুরুষ মানুষ এই প্রকল্পের আওতায় আসতে পারবে না। 

3. লক্ষীর ভান্ডার প্রকল্পে কাদের জন্য কত টাকা? 
লক্ষীর ভান্ডার প্রকল্পে প্রত্যেক জেনারেল কাস্ট (সাধারণ) এর মহিলারা পাবেন 500 টাকা এবং তপশিলী ও উপজাতি পরিবারের মহিলারা 1000 টাকা করে পাবেন প্রত্যেক মাসে। 

4. কোথায় পাবেন আবেদন ফর্ম? 
বর্তমানে আমরা যেটা জানতে পেরেছি যে লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু পাওয়া যাবে। 

5. লক্ষীর ভান্ডার প্রকল্পের অবেদন পদ্ধতি? এই প্রকল্পের আওতায় আসতে আপনাদের অনলাইন আবেদন করতে হবে। সেক্ষেত্রে আপনাকে দুয়ারে সরকার ক্যাম্পে দরখাস্ত জানতে হবে।

6. লক্ষীর ভান্ডার প্রকল্পে টাকা কিভাবে দেওয়া হবে? 
এই প্রকল্পের আওতায় আবেদনকারীর নিজস্ব ব্যাংক একাউন্ট থাকতে হবে। ওই ব্যাংক একাউন্টে কিন্তু টাকা দেওয়া হবে। 

7. লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন করার শর্ত? 
লক্ষীর ভান্ডার প্রকল্পের আওতায় যে শর্ত রয়েছে সেগুলি হল- স্বাস্থ্য সাথী কার্ড থাকতে হবে। আবেদনকারীর বয়স 25 এর উপর থাকতে হবে। 


8. লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে? 
লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন করতে যেসব ডকুমেন্টস লাগবে সেগুলো - 
  • আধার কার্ড 
  • ভোটার আইডি
  • ইনকাম সার্টিফিকেট 
  • জাতিগত শংসাপত্র (যদি আপনার থাকে) ও পাসপোর্ট ফটো 
  • আবেদনকারীর নিজস্ব ব্যাংক একাউন্ট 
  • স্বাস্থ্য সাথী কার্ড  
এই প্রকল্পের আওতায় আসতে এই প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে। 

9. লক্ষীর ভান্ডার প্রকল্পে টাকা কবে দেবে?
লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা সেপ্টেম্বর মাসের শুরুতেই দেওয়া হবে। এবং এই টাকা কিন্তু আবেদনকারীর নিজস্ব ব্যাংক একাউন্টে সরাসরি দেওয়া হবে। 

10. লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধা কারা পাবেন না? 
লক্ষীর ভান্ডার প্রকল্পে যেসকল মহিলার স্বাস্থ্য সাথী কার্ড রয়েছে তারা প্রথম এই প্রকল্পের আওতায় আসতে পারবে। আর যেসকল মহিলা সরকারি চাকরি করেন কিংবা অন্য কোনো পেনশন প্রকল্পের নাম নথিভুক্ত রয়েছে তারা এই প্রকল্পের আওতায় আসতে পারবে না।


লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ করুন। তাহলে আপনি সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি এবং প্রয়োজনীয় নথি সংগ্রহ করতে পারবেন।
Share Post


logoblog

Thanks for reading লক্ষীর ভান্ডার প্রকল্প আবেদন ফর্ম, কোথায় পাবেন আবেদন ফর্ম দেখুন

Previous
« Prev Post

No comments:

Post a Comment