প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামের দরিদ্র মানুষ রয়েছে তাদের জন্য স্থায়ী বাড়ি তৈরীর একটা নতুন প্রকল্প। Pradhan Mantri Awas Yojana 2021 লিস্টের জন্যে আপনারা হয়তো অনেকে অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে ও কিন্তু কোন লিস্ট দেখতে পাননি। আজকে আমরা এই আর্টিকেলের মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনা লিস্ট 2021-2022 এর নতুন কোন আপডেট রয়েছে কিনা সেই নিয়ে আজকে আলোচনা।
প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামের যে সকল পরিবার পাকা বাড়ি নেই কিংবা তৈরীর করার জন্য আর্থিক সামর্থ্য নেই। সেই সকল দরিদ্র পরিবার Pradhan Mantri Awas Yojana জন্য আবেদন করতে পারবেন। কিন্ত অনেকেই জানেন না যে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়।
আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে?
প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করতে যে ডকুমেন্টস লাগবে সেগুলো -
1. রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।
2. আবেদন কারীর আধার কার্ড
3. ভোটার কার্ড
4. ব্যাংকের পাসবুকের প্রথম পাতা জেরক্স কপি।
5. জমিন বা বাস্তুর কম্পিউটার রেকর্ড বা দলিল।
প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করতে উপরের প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো বাধ্যতামূলক।
প্রধানমন্ত্রী আবাস যোজনা আবেদন পদ্ধতি
প্রধানমন্ত্রী আবাস যোজনা আবেদন আপনারা অনলাইন এবং অফলাইন এ করতে পারবেন। অনলাইনে আবেদন করতে বিডিও অফিসের ইউজার আইডি এবং পাসওয়ার্ড এর প্রয়োজন, সে ক্ষেত্রে অনলাইনে আপনি আবেদন করতে পারবেননা। আপনারা অফলাইন পদ্ধতিতে আবেদন করতে পারবেন এর জন্য আপনাকে নিকটবর্তী অঞ্চল অফিস কিংবা ব্লক থেকে ফর্ম আনতে হবে। ওই ফর্মটিকে ফিলাপ করে প্রয়োজনীয় নথি সমেত অঞ্চল অফিস কিংবা ব্লক অফিসে জমা করতে হবে।
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্প | অ্যাকাউন্টে দিচ্ছে ৪০০০ টাকা, লিস্টে কি আপনার নাম রয়েছে?
প্রধানমন্ত্রী আবাস যোজনা লিস্ট 2021-22
প্রধানমন্ত্রী আবাস যোজনা লিস্ট আপনারা হয়তো অনলাইন কিংবা বিভিন্ন ওয়েবসাইটে খোঁজার চেষ্টা করেছেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনো রকম লিস্ট দেখতে পাননি।আজকে আমারা এই আর্টিকেলের মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় আপনার এলাকায় সম্পূর্ণ লিস্ট পেতে পারেন।
এর জন্য আপনাকে আপনার মোবাইলে ব্রাউজারটি ওপেন করতে হবে এবং ওখানে Pmayg সার্চ করতে হবে।
1. প্রধানমন্ত্রী আবাস যোজনার অফিশিয়াল ওয়েবসাইট টি ওপেন হবে, আপনারা Awaassoft এ ক্লিক করবেন।
2. এরপর আপনাদের সামনে Data Entry, Report, FTO Tracking, e-Payment, Performance Index অপশন গুলো শো করবে। এখানে আপনাদের Report অপশনে ক্লিক করতে হবে।
3. এরপর আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে এবং সেখানে আপনারা সব থেকে নীচে Social Audit Reports অপশন Beneficiary details for verification এই অপশনে ক্লিক করবেন।
4. পরবর্তী পেজটি ওপেন হবে এবং ওখানে আপনার রাজ্য, জেলা, ব্লক, অঞ্চল, এবং last financial year 2021-2022 এ ক্লিক করবেন, এছাড়াও Pradhan Mantri Awaas Yojana Gramin অপশনে ক্লিক করবেন এরপর যে Captcha টি আছে যেমন 19+60 এটিকে ক্যালকুলেশন করে 79 এড করে, Submit অপশনে ক্লিক করবেন।
এরপর আপনাদের সামনে পরবর্তী পেজটি ওপেন হবে এবং সেখানে আপনারা দেখতে পাবেন আপনার এলাকায় সম্পূর্ণ লিস্ট।
No comments:
Post a Comment