বর্তমান সমাজে Blogger সম্বন্ধে জানেনা এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। সমাজে অধিকাংশ ব্যক্তি স্মার্টফোন বা কম্পিউটার ব্যবহার করে। এদের মধ্যে অনেকেই ব্লগার বা ব্লগিং সম্বন্ধে অজানা। আজকে এই আর্টিকেলের মাধ্যমে ব্লগার বা ব্লগিং কি? ব্লগার করতে কি কি লাগে? কিভাবে ব্লগার শুরু করবে? ব্লগার থেকে কিভাবে টাকা রোজগার করা যায়? বিস্তারিত আলোচনা করবো।
ব্লগার বা ব্লগিং কি?
সাধারনত ব্লগ (Blog) একটি ইংরেজী শব্দ। যার অর্থ অনলাইন ডায়েরী (Online Diary) অথবা ইন্টারনেটে ব্যক্তিগত সংবাদ জানানোর মাধ্যম। এই Blog কথাটি ইংরেজী WebLog থেকে এসেছে। যে ব্যক্তি ব্লগ করে বা ব্লগ লেখেন তাকে ব্লগার বলা হয়।
এইসব ব্যক্তি ইন্টারনেটের কিংবা ওয়েবসাইট থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে নিজের মতো করে মতামত প্রকাশ করে। বর্তমানে এই ব্লগগুলি সংবাদ মাধ্যম হিসেবে কাজ করে সারাবিশ্বে। বিশ্বে সামাজিক যোগাযোগের সুব্যবস্থা গড়ে উঠেছে এই ব্লগার মাধ্যমে। অনেকে আছেন যারা ব্লক এবং ওয়েবসাইটের পার্থক্য জানেনা। কারণ দুটোই প্রায় একই ধরনের হয়ে থাকে। ওয়েবসাইট গুলোকে আপডেট করা হয় অনিয়ম ভাবে এবং ব্লগ গুলো আপডেট করা কিছু নিয়ম মেনে। এটাই হলো ব্লগ এবং ওয়েবসাইট মধ্যে মূল পার্থক্য।
সাধারণ যেসব ঘটনা গুলি ঘটছে আমাদের মধ্যে অজানা সেই সব ঘটনা বহু ব্লগাররা প্রতিনিয়ত আপডেট করে মানুষের সামনে তুলে ধরছে।
ব্লগার করতে কি কি লাগে?
যদি আপনি ব্লগকে আপনার নির্দিষ্ট লক্ষ্যে নিয়ে যেতে চান তাহলে আপনাকে কিছু নিয়ম অনুসরণ করতে হবে। ব্লগ শুরু করার আগেই নীচের বিষয় গুলো বাধ্যতা মূলক ।
1. ব্লগ তৈরী করার আগে ভেবে নিতে হবে যে কোন বিষয়ে আপনি ব্লগটি বানাবেন।
2. আপনি বিষয়টি নিয়ে ব্লগটি বানাবেন সেই বিষয়ে আগ্রহী হতে হবে।
3. ব্লগটি লেখার সময় আপনি সুন্দরভাবে গুছিয়ে লিখবেন যাতে দেখতে এবং পড়তে ভালো লাগে।
4. তবে, আর্টিকেল লেখার ক্ষেত্রে কোনো ওয়েবসাইট কিংবা ব্লগ থেকে কপি কররে না।
যে বিষয়ে আপনি আগ্রহী সেই বিষয়ে আর্টিকেল লেখার চেষ্টা করবেন। তাহলে কিন্তু গুগোল আপনার আর্টিকেলটি ভিউয়ার্সদের কাছে পৌঁছেদেয় তখনই আপনার ব্লগটি রেঙ্ক করবে।
ব্লগার শুরু করতে এই বিষয়ে বেশি প্রাধান্য দিতে হবে।
কিভাবে ব্লগার শুরু করবে?
সাধারণত ব্লগার শুরু করার ক্ষেত্রে প্রথমে আপনাকে ইমেইল একাউন্ট ক্রিয়েট করতে হবে। এবং ইমেইল এর পাসওয়ার্ড আপনাকে মনে রাখতে হবে। ব্লগ তৈরি করা জন্য ইমেল আইডি ও পাসওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ।
প্রথমে আপনাকে আপনার মোবাইল কিংবা কম্পিউটারের ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। এরপর আপনাকে সার্চ করতে হবে blogger টাইপ করার পর ব্লগারের অফিশিয়াল ওয়েবসাইট ওপেন করবেন।
এরপর আপনাকে Create your Blog অপশন ক্লিক করুন। পরবর্তী পেজটি ওপেন হবে Email-id এবং পাসওয়ার্ড দিয়ে next এ ক্লিক করবেন।
পরবর্তী পেজটি ওপেন হবে এবং Blog Title দিতে হবে। ব্লগ টাইটেল টি আপনি যে বিষয়ে আর্টিকেল লিখবে সেই বিষয়ে টাইটেল দেওয়ার চেষ্টা করবেন।
টাইটেল অনুযায়ী Address অপশনে ডোমেইন নেম দিতে হবে। এরপর আপনাকে blogger অ্যাড করতে হবে। আপনি এখানে কাস্টম ডোমেইন অ্যাড করতে পারেন এর জন্য আপনাকে 199 থেকে 700 টাকা ব্যয় করতে হবে। নচেৎ আপনি blogger ব্যবহার করতে পারেন।
এরপর আপনাকে Theme অ্যাড করতে হবে। আপনি চাইলে পছন্দমত থিম ব্যবহার করতে পারবেন।
এখন আপনার সামনে অনেক গুলো অপশন show করবে। যেমন -
- Posts
- Stats
- Comment
- Earnings
- Pages
- Layout
- Theme
- Settings
- Reading List
- Help & Feedback
এই অপশন show করবে। আপনাকে Pages অপশনে ক্লিক করতে হবে। এখানেই আপনাকে তিনটি পেজ তৈরি করতে হয় যাদের নাম- Contact Us, Privacy Policy, About Us
এই পেজ তৈরির মূল উদ্দেশ্য হল -
Contact Us এর মধ্যে আপনার যোগাযোগ, Privacy Policy এর মধ্যে আপনি কোন বিষয়ে আর্টিকেল লিখবেন তার বিস্তারিত এবং About Us এর মধ্যে আপনার এড্রেস থাকবে।
ব্লগার থেকে কিভাবে টাকা রোজগার করা যায়?
যদি আপনি জনতে চান যে কিভাবে ব্লগার থেকে কিভাবে টাকা রোজগার হয়। তাহলে এক কথায় বলি "Google Adsense" এর সাহায্যে।
Google Adsense কি, আমরা এর আগের আর্টিকেলে আপনাদের জানিয়েছি।
Google Adsense কি,জানতে সরাসরি এখানে ক্লিক করুন।
Google adsense কি? গুগল এডসেন্স থেকে কিভাবে টাকা রোজগার করবেন?
Google Adsense এর এডভেটাইজ এর মাধ্যমে ব্লগারে টাকা রোজগার করা যায়।
বর্তমানে Google Adsense এর সাহায্যে ব্লগারে বিজ্ঞাপন অ্যাড করে প্রচুর টাকা রোজগার করছে।
তবে, ব্লগারে Google Adsense ক্ষেত্রে কিছু নিয়ম আছে। যেমন ওয়েবসাইটে ক্ষেত্রে আপনারা অবশ্যই About us, Contact Us , Privacy policy পেজ তৈরি করতে হবে, এবং অন্তত ২০ টি ইউনিক পোস্ট করতে হবে তাহলে কিন্তু খুব সহজে আপনি এডসেন্স এর জন্য আবেদন করতে পারবেন।
তো বন্ধুরা আশা করছি আজকের এই আর্টিকেলে -
ব্লগার বা ব্লগিং কি?
ব্লগার করতে কি কি লাগে?
কিভাবে ব্লগার শুরু করবে?
ব্লগার থেকে কিভাবে টাকা রোজগার করা যায়?
সমস্ত কিছু বিস্তারিত জানতে পেরেছি।
যদি এই আর্টিকেলে আপনাদের কোনরকম সমস্যা থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন।
No comments:
Post a Comment