বর্তমানে আপনারা সকলেই কিন্তু 'গুগল এডসেন্স'(Google AdSense) এর নাম শুনেথাকবেন। আপনার যদি কোনও ওয়েবসাইট কিংবা একটি ইউটিউব চ্যানেল থাকে তাহলে আপনি গুগল এডসেন্সের মাধ্যমে টাকা রোজগার করতে পারবেন। তো বন্ধুরা আজকে আমরা এই আর্টিকেলে আলোচনা করব গুগল এডসেন্স কি (Google AdSense)? এটি কিভাবে কাজ করে? এবং গুগল এডসেন্স থেকে কিভাবে টাকা রোজগার করা যায়। চলুন আজ জেনে নেয়া যাক, গুগল এডসেন্সের সমস্ত তথ্য।
গুগল এডসেন্স কি?
গুগল এডসেন্স হলো গুগলের একটি অ্যাডভার্টাইজমেন্ট নেটওয়ার্ক মাধ্যম। আপনারা দেখবেন ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকমের অ্যাড দেখতে পান এই অ্যাডগুলো কিন্তু গুগল এডসেন্সের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। ওই অ্যাড এ যদি ক্লিক পড়ে তাহলে কিন্তু ওদের একাউন্টে টাকা জমা হয়, গুগল যে পরিমান অর্থ বিজ্ঞাপন প্রদানকারী প্রতিষ্ঠানের কাছে নিয়ে থাকে তার কিছু টাকা পাবলিশাররা পেয়ে থাকে। অর্থাৎ গুগল এডসেন্স হলো গুগলের একটি অ্যাডভার্টাইজমেন্ট সার্ভিস।
গুগল এডসেন্স থেকে কিভাবে টাকা রোজগার করা যায় :-
গুগল এডসেন্স থেকে আপনি কিন্তু প্রতিমাসে মোটা অংকের টাকা রোজগার করতে পারবেন। আপনার যদি একটি ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেল থাকে তাহলে কিন্তু সেখানে অ্যাড দেখিয়ে গুগল এডসেন্সের মাধ্যমে টাকা রোজগার করতে পারবেন। ইউটিউবে ওয়েব সাইটে অ্যাড এর জন্য আপনাকে মনিটাইজ করতে হবে। ইউটিউবে বা ওয়েবসাইটে মনিটাইজ করার জন্য আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। আপনি যদি সেই সব নিয়ম মেনে চলতে থাকেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিংবা ওয়েবসাইটটি মনিটাইজ করে নিতে পারবেন। এরপর গুগল এডসেন্সের মাধ্যমে টাকা রোজগার করতে পারবেন।
গুগল অ্যাডসেন্স আবেদনের সহজ পদ্ধতি :-
ইউটিউবে কিংবা ওয়েবসাইটের ক্ষেত্রে অ্যাডসেন্স আবেদনের জন্য আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে-
১. ইউটিউবে কোনো কপি ভিডিও কিন্তু আপলোড করা যাবেনা, ওয়েবসাইটে কোনো কপি পোস্ট করা যাবে না।
২. কোনরকম এডাল্ট কনটেন্ট কিন্তু অ্যাডসেন্স আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
৩. ইউটিউব এর ক্ষেত্রে আপনাকে কিন্তু এক বছরে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে হবে তাহলে কিন্তু আপনি মনিটাইজ এর জন্য আবেদন করে গুগল এডসেন্সের মাধ্যমে টাকা রোজগার করতে পারবেন।
৪. ওয়েবসাইটে ক্ষেত্রে আপনারা অবশ্যই About us, Contact Us , Privacy policy পেজ তৈরি করতে হবে, এবং অন্তত ২০ টি ইউনিক পোস্ট করতে হবে এবং ওয়েবসাইটের বয়স অন্তত এক মাস হাওয়া লাগবে তাহলে কিন্তু খুব সহজে আপনি এডসেন্স এর জন্য আবেদন করতে পারবেন।
5. ওয়েবসাইটে ক্ষেত্রেও আপনি এডসেন্সের মাধ্যমে এড লাগাতে পারবেন।
গুগল এডসেন্স একাউন্ট কিভাবে ওপেন করবেন?
আপনি মোবাইল বা কম্পিউটারের যেকোন ব্রাউজারে গুগল এডসেন্স লিখে সার্চ করবেন এরপর আপনারা "গুগল এডসেন্স সাইনআপ"(Google Adsense sign up) করে ইমেইল আইডি (Email id) দিয়ে তারপর আপনাকে একটি লিঙ্ক দিতে বলা হবে আপনার যদি একটি ওয়েবসাইট থাকে তাহলে আপনি ওয়েবসাইটের লিংক দিবেন, কিংবা ইউটিউব চ্যানেল থাকলে আপনি ইউটিউব চ্যানেলের লিংক দেওয়ার পর আপনি yes এ ক্লিক করবেন আপনার country সিলেক্ট করবেন এরপর আপনাকে আপনার পার্সোনাল ইনফরমেশন দিয়ে ফর্মটা ফিলাপ করতে হবে। যদি আপনার কনটেন্ট ঠিক থাকে তাহলে 24 ঘন্টার মধ্যে আপনার এডসেন্স অ্যাপ্রুভ হবে।
এডসেন্স থেকে ব্যাংকে টাকা কিভাবে টান্সফার করবেন?
এডসেন্স একাউন্টে আপনার যখন 10 ডলার হয়ে যাবে তখন কিন্তু আপনাকে গুগল থেকে একটি চিঠি পাঠাবে পিন ভেরিফাই করার জন্য, ওই চিঠিতে পিন কোড লেখা থাকবে সেই পিন আপনারা গুগোল অ্যাডসেন্সে গিয়ে ভেরিফাই করাতে হবে। এরপর এডসেন্স একাউন্টে আপনার যখন 100 ডলার হয়ে যাবে তখন আপনি ব্যাংক একাউন্ট যোগ করে ওই টাকা আপনার ব্যাংকে টান্সফার করতে পারবেন।
তো বন্ধুরা আশা করি গুগল এডসেন্স সম্পর্কিত সমস্ত তথ্য আপনারা জানতে পেরেছেন। আপনারা যদি কোন কিছু বুঝতে অসুবিধা থাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন।
No comments:
Post a Comment