Sunday, August 1, 2021

বাংলায় শুরু হল ‘এক দেশ, এক রেশন কার্ড’, কি কি সুবিধা পাবেন সাধারণ মানুষ?‌ জানুন বিস্তারিত

  Deb Kumar       Sunday, August 1, 2021
সুপ্রিম কোর্ট আগে থেকেই নির্দেশ দিয়েছিল সারা দেশে 'এক দেশ এক রেশন কার্ড' চালু করার জন্য। এবার থেকে পশ্চিমবঙ্গেও শুরু হয়ে গেল 'One Nation One Ration Card'।এই রেশন ব্যবস্থা আগামী 3 আগস্ট চালু হবে।

One Nation One Ration Card


এক দেশ এক রেশন কার্ড কি? 
রাজ্যে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণের কাজ প্রায় শেষ। তাই এবার 'এক দেশ এক রেশন কার্ড' চালু করতে চলেছে। এখন থেকে রাজ্যের কোনও বাসিন্দা অন্য রাজ্যে গেলেও তাঁর প্রাপ্য রেশন পাবেন। আবার ভিন রাজ্যের কেউ যদি এ রাজ্যে আসে তিনিও একইভাবে যাতে রেশনে খাদ্যসামগ্রী পেতে পারেন, তার জন্যই এই 'One Nation One Ration Card' চালু করতে চলছে সরকার।

এই রেশন ব্যবস্থার কি কি সুবিধা পাবেন সাধারণ মানুষ?
খাদ্য দপ্তরের তরফে সমস্ত রেশন ডিলারদের জানিয়ে দেওয়া হয়েছে,আধারযুক্ত বায়োমেট্রিক ব্যবস্থায় ই-পস যন্ত্রের সাহায্যে রেশন দেওয়ার গোটা প্রক্রিয়াটাই অনলাইনে নথিভুক্ত হবে। এর দ্বারা রেশন নেওয়ার সমস্ত নথিপত্র অনলাইন সার্ভারে জমা থাকবে। আর সেই তথ্যের সাহায্যেই কোনো রাজ্যের বাসিন্দারা অন্য রাজ্যে গেলেও তার রেশন কার্ড দিয়েই ভিন রাজ্যের সেখানকার রেশন ডিলারের কাছ থেকে রেশন (Ration) পেতে পারবেন। এর পাশাপাশি অন্য রাজ্য থেকে এই রাজ্যে এলেও একই ব্যবস্থা লাগু হবে বলে খাদ্য দপ্তর তরফে জানানো হয়েছে। এদিন নির্দেশিকা দ্বারা খাদ্য দফতর জানিয়েছে, রেশন ডিলাররা প্রতিটি কাজের দিনের নির্দিষ্ট সময়ে ই-পস যন্ত্র খোলা রাখবেন। তাতে যাবতীয় তথ্য অনলাইন সার্ভারে থাকবে। যার ফলে প্রতিদিন তাঁদের তথ্য ডাউনলোড করার দরকার পড়বে না। একইসঙ্গে দপ্তর জানিয়েছে, ভিন রাজ্যের রেশন কার্ডযুক্ত গ্রাহকরা এরাজ্যে আসলে নিয়ম অনুযায়ী সে তাঁর প্রাপ্য খাদ্যসামগ্রীর (রেশন) 50 শতাংশ পাবেন। এবং বাকি খাদ্য সামগ্রী যদি তাঁর পরিবার সেই রাজ্য থেকে না নেয়, তবে তা এক সপ্তাহ পরে ওই ব্যক্তি রেশন ফের নিতে পারবে।

আশাকরি সবাই বুঝতে পেরেছেন যে এক দেশ এক রেশন কার্ড ব্যবস্থা কি। যদি কিছু সমস্যা থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। 
Share Post


logoblog

Thanks for reading বাংলায় শুরু হল ‘এক দেশ, এক রেশন কার্ড’, কি কি সুবিধা পাবেন সাধারণ মানুষ?‌ জানুন বিস্তারিত

Previous
« Prev Post

No comments:

Post a Comment