Monday, August 2, 2021

'দুয়ারে সরকার' প্রকল্পে শিক্ষকদের জন্য শুরু হচ্ছে ‌'উৎসশ্রী' প্রকল্প | উৎসশ্রী প্রকল্প কি?কিভাবে আবেদন করবেন?

  Deb Kumar       Monday, August 2, 2021
পশ্চিমবঙ্গ সরকার 'দুয়ারে সরকার' প্রকল্পের ঘোষণার পাশাপাশি এবার সমস্ত শিক্ষক-শিক্ষিকা নিজস্ব এলাকায় বদলির জন্য একটা নতুন প্রকল্প ঘোষণা করেন 'উৎসশ্রী প্রকল্প'।এই 'Utsashree Portal' মাধ্যমে পশ্চিমবঙ্গের সরকারি স্কুলের সমস্ত শিক্ষক-শিক্ষিকা নিজস্ব জেলায় বদলির আবেদন করতে পারবেন।

আমরা আজকে এই আর্টিকেলটির মাধ্যমে 'দুয়ারে সরকার' প্রকল্পের আওতায় আসতে চলেছে নতুন উৎসশ্রী প্রকল্পের সমস্ত তথ্য বিস্তারিত আলোচনা করবো।

  • উৎসশ্রী প্রকল্প কি?
  • আবেদনের যোগ্যতা?
  • কিভাবে আবেদন করবেন?
উৎসশ্রী প্রকল্প কি?
পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকার প্রকল্পের আওতায় আসতে চলেছে 'উৎসশ্রী প্রকল্প'। এই প্রকল্পের মাধ্যমে সরকারি পরিচালিত যে সকল প্রাথমিক ও উচ্চ প্রাথমিক কিংবা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বাড়ি থেকে অনেক দুরে কোনো স্কুলে কর্মরত আছেন, তাঁরা বাড়ীর নিকটবর্তী কোনো শূন্য পদ থাকা স্কুলে আসার আবেদন করতে পারবেন।রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন যেহেতু শিক্ষা সবকিছুর উৎস তাই এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে উৎসশ্রী।

এই প্রকল্পের আবেদনের যোগ্যতা?
উৎসশ্রী প্রকল্পের আবেদনের জন্য মুলত যে যোগ্যতার প্রয়োজন সেগুলো -

1. যদি কোনো শিক্ষক শিক্ষিকার বয়স 57-59 হয়ে থাকে তাহলে উৎসশ্রী প্রকল্পের আবেদন করতে পারবেন। 
2. শিক্ষক শিক্ষিকা শারীরিক অসুস্থ থাকলে এই প্রকল্পের আওতায় আসতে পারবে। 
3. শিক্ষক শিক্ষিকার যদি দশ বছরের ছোট্ট বাচ্চা থাকে তাহলে তিনি আবেদন করতে পারবেন। 
4. পারিবারিক সমস্যা যেমন (বাড়িতে বৃদ্ধ মা-বাবা শারীরিক অসুস্থ থাকলে) সেক্ষেত্রে তিনি আবেদন করতে পারবে। 
কিভাবে আবেদন করবেন?
'দুয়ারে সরকার' প্রকল্পের আওতায় নতুন উৎসশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে যেসব কাজ গুলো বাধ্যতা মূলক সেগুলো -
  • রাজ্য সরকারের ‘উৎসশ্রী’ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আইওএসএমএস অপশনে গিয়ে শিক্ষক-শিক্ষিকারা নিজেদের এমপ্লইজ আইডি দিয়ে নিজের ফোন নাম্বারে একটি পাসওয়ার্ড আসবে। সেই পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলেই লগ ইন করা যাবে।
  • এরপর শিক্ষক-শিক্ষিকারা কোন জেলায় স্থানান্তরের জন্য আবেদন করতে চান সে বিষয়টি বেছে নেবেন।
  • এরপর আপনারা যে সমস্ত স্কুলে শূন্য পদ রয়েছে সেই স্কুল গুলিকেই দেখাবে অপশনে। এর মধ্যে নিজের পছন্দমত জায়গায় সর্বাধিক তিনটি স্কুল বেছে নিতে পারবেন শিক্ষক-শিক্ষিকারা।
  • এবার কি কারণে আপনি স্কুল স্থানান্তর করতে চাইছেন সে কারণ উল্লেখ করতে হবে। এক্ষেত্রে অসুস্থতা বা দশ বছরের ছোট বাচ্চা থাকতে হবে অথবা সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকাকে 57 বছরের বেশি হতে হবে অগ্রাধিকার পাওয়ার জন্য। যদি কেউ অসুস্থতার কারণে বাড়ির কাছে স্থানান্তর করার জন্য আবেদন করেন তাহলে সে ক্ষেত্রে ডাক্তারের প্রেসক্রিপশন সহ যাবতীয় নথি আপলোড করতে হবে পোর্টালে। এরপর শিক্ষা দপ্তরের অফিসার পুরো আবেদন প্রক্রিয়া দেখে নিয়ে তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।


Share Post


logoblog

Thanks for reading 'দুয়ারে সরকার' প্রকল্পে শিক্ষকদের জন্য শুরু হচ্ছে ‌'উৎসশ্রী' প্রকল্প | উৎসশ্রী প্রকল্প কি?কিভাবে আবেদন করবেন?

Previous
« Prev Post

No comments:

Post a Comment