ই-রুপি কী?
ডিজিটাল পেমেন্ট পরিষেবা ই-রুপি একটি অনলাইনে ক্যাশলেন দেন টুল বা ডিজিটাল পেমেন্ট সিস্টেম।
ই-রুপি ডিজিটাল পেমেন্ট পরিষেবা ব্যবহার সম্পর্কিত তথ্য -
ই-রুপি এটি একটি QR কোড এবং SMS এর উপর ভিত্তি করেই হবে আর্থিক লেনদেন। ডিজিটাল পেমেন্ট পরিষেবা ই-রুপি সম্পুন্ন মোবাইল ফোনের মাধ্যমে তা পাঠিয়ে দেওয়া হবে। ই-রুপির মাধ্যমে তৃতীয় কোনও ব্যক্তি কোনও সুযোগ সুবিধে গ্রহণ করতে পারবে না, শুধু পরিষেবা প্রদানকারী আর সুবিধেভোগীর মধ্যে সরাসরি যোগাযোগ থাকবে। এটি একটি প্রিপেইড পরিষেবা। ডিজিটাল পেমেন্ট অ্যাপস বা ইন্টারনেট ব্যাঙ্কিং ছাড়াই ভাউচার রিডিম করার সুযোগ পাবে গ্রাহকরা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরো সুনিশ্চিত করতে ই-রুপি পরিষেবা উদ্যোগ নিয়েছেন।
ই-রুপি বিভিন্ন সরকারি ও বেসরকারি পরিষেবায় ডিজিটাল ভাউচার রিডিম গুলো বাধ্যতা মূলক করা হবে।
sahinalam2111@gmail.com (Google)
ReplyDelete