Tuesday, August 3, 2021

প্রধানমন্ত্রী ডিজিটাল পেমেন্ট পরিষেবা 'E-RUPI' কি? নতুন ডিজিটাল পেমেন্ট পরিষেবা ব্যবহার করার সহজ উপায় জানুন

  Deb Kumar       Tuesday, August 3, 2021
ভারতের প্রথম ডিজিটাল পরিষেবা ই-রুপি (e-rupi)। এই পরিষেবা গ্রাহকরা লেনদেন করতে পারবে ডিজিটাল ভাবে। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন এই প্রকল্প সূচনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ই-রুপি দেশের ডিজিটাল ইন্ডিয়ার একটি নতুন পরিষেবা। এর মাধ্যমে লেনদেন অনেক সহজ হবে। আগামী দিনে এই ই-রুপি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে বলেও আশা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, যে এটির মাধ্যমে সরকার ও গ্রাহকদের সংযোগ আরও এক ধাপ বৃদ্ধিপাবে।



ই-রুপি কী?
ডিজিটাল পেমেন্ট পরিষেবা ই-রুপি একটি অনলাইনে ক্যাশলেন দেন টুল বা ডিজিটাল পেমেন্ট সিস্টেম।

ই-রুপি ডিজিটাল পেমেন্ট পরিষেবা ব্যবহার সম্পর্কিত তথ্য -
ই-রুপি এটি একটি QR কোড এবং SMS এর উপর ভিত্তি করেই হবে আর্থিক লেনদেন। ডিজিটাল পেমেন্ট পরিষেবা ই-রুপি সম্পুন্ন মোবাইল ফোনের মাধ্যমে তা পাঠিয়ে দেওয়া হবে। ই-রুপির মাধ্যমে তৃতীয় কোনও ব্যক্তি কোনও সুযোগ সুবিধে গ্রহণ করতে পারবে না, শুধু পরিষেবা প্রদানকারী আর সুবিধেভোগীর মধ্যে সরাসরি যোগাযোগ থাকবে। এটি একটি প্রিপেইড পরিষেবা। ডিজিটাল পেমেন্ট অ্যাপস বা ইন্টারনেট ব্যাঙ্কিং ছাড়াই ভাউচার রিডিম করার সুযোগ পাবে গ্রাহকরা। 


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরো সুনিশ্চিত করতে ই-রুপি পরিষেবা উদ্যোগ নিয়েছেন। 
ই-রুপি বিভিন্ন সরকারি ও বেসরকারি পরিষেবায় ডিজিটাল ভাউচার রিডিম গুলো বাধ্যতা মূলক করা হবে।
Share Post


logoblog

Thanks for reading প্রধানমন্ত্রী ডিজিটাল পেমেন্ট পরিষেবা 'E-RUPI' কি? নতুন ডিজিটাল পেমেন্ট পরিষেবা ব্যবহার করার সহজ উপায় জানুন

Previous
« Prev Post

1 comment: