আজকের এই আর্টিকেল এর মাধ্যমে আমরা PF এর টাকা তোলার সঠিক নিয়ম কি?কিভাবে অনলাইন আবেদন করবেন? সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করবো।
PF কি?
একজন এমপ্লয়ার যে পরিমাণ টাকা মাসিক বেতন তাঁর কিছু পরিমাণ অর্থ তাদের ভবিষ্যতকে লক্ষ্য করে gov এর মাধ্যমে একটা ফান্ড এ জমা করা হয় য়ার নাম EPFO (এমপ্লয়ার প্রফিডেন্ট ফান্ড অর্গানাইজেশন)।
PF এর সুবিধা কি?
একজন এমপ্লয়ার যদি PF এ টাকা জমা করে তাহলে তার যে সুবিধা গুলো পায় সেগুলি হল-
- একজন এমপ্লয়ার যে পরিমাণ অর্থ জমা করে তার ঠিক সম পরিমাণ টাকা gov জমা করে ওই এমপ্লয়ার এর PF এ
- এতে এমপ্লয়ার ডবল টাকা জমা হয়, ফলে ভবিষ্যত উজ্জ্বল হয়।
- এই pf এমপ্লয়ার Advance Widrol করতে চাইলে সে কিছু পরিমাণ অর্থ তুলতে পারে।
PF এর টাকা তোলার সঠিক নিয়ম কি?
আপনি যদি pf এর টাকা তুলতে পারবেন এর জন্য আপনাকে যে বিষয়ে বেশি প্রাধান্য দিতে হবে সেগুলো হলো -
1. UAN নম্বর জানতে হবে।
2. UAN নম্বর এ নির্ধারিত মোবাইল নাম্বার লিংক আছে কিনা তা যাচাই করতে হবে।
3. Pf এর UAN নম্বরে আপনার আধার কার্ড প্যান কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট kyc বা verification রয়েছে কিনা চেক করতে হবে।
4. এবং আধার কার্ড এর সঙ্গে আপনার মোবাইল নামবার লিংক আছে কিনা তা খুব জরুরী।
PF এর টাকা কিভাবে অনলাইন আবেদন করবেন?
এমপ্লয়ার প্রফিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) এর টাকা তুলতে পারবেন অনলাইনের মাধ্যমে এর জন্য আপনাকে-
- Universal Account Number (UAN) এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- এরপর UAN এর নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার দিয়ে লগইন করতে হবে।
- এবার আপনার সামনে নতুন পেজ ওপেন হবে এরপর 'Manage' অপশনে ক্লিক করে kyc সিলেক্ট করতে হবে। দেখতে হবে kyc সমস্ত নথিপত্র (আধার কার্ড, প্যান কার্ড,ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস) ঠিক আছে কিনা।
- এরপর আপনাকে 'Online' অপশনে গিয়ে 'Claim' এ ক্লিক করতে হবে। ব্যাঙ্ক একাউন্ট নাম্বার দিয়ে 'Verify' তে ক্লিক করতে হবে।
- এবার 'Proceed for online claim' এ ড্রপ ডাউন মেনুতে গিয়ে 'PF Advance (ফর্ম 31)' এ ক্লিক করতে হবে।
এরপর আবার ড্রপ ডাউন মেনুতে 'Purpose'এ ক্লিক করে আপনি কত টাকা তুলতে চান তা লিখবেন।
এরপরে ঠিকানা সহ প্রয়োজনীয় নথি এবং চেকের স্ক্যান কপি দিতে হবে। এরপর, 'Get Aadhar OTP' তে ক্লিক করতে হবে। এবার মোবাইলে OTP আসবে ওই OTP নম্বরটা দিয়ে সাবমিট করলে PF এর টাকা অনলাইন আবেদন হয়ে যাবে।
PF এর টাকা অনলাইন আবেদন করার নিয়ম আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন।
No comments:
Post a Comment