Tuesday, July 13, 2021

বাংলা শস্য বীমা (BSB) যোজনা - আবেদন পদ্ধতি ‌২০২১

  Deb Kumar       Tuesday, July 13, 2021
বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে অনেক সময় বাংলার কৃষকের ফসল নষ্ট হয়ে যায়। এই দুর্যোগ থেকে কৃষকদের বাঁচাতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ‘বাংলা শস্য বীমা যোজনা’ প্রকল্প শুরু করেছে। “Bangla Shasya Bima Yojana” তে খরিফ মরসুমের অনলাইন ও অফলাইনে আবেদন করা যাচ্ছে।
পশ্চিমবঙ্গ সরকার এবং "এগ্রিকালচারাল ইন্সুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড" এর  উদ্যোগে খরিফ মরসুমে ফসলের ক্ষতি জন্য এই বীমা প্রকল্পটি শুরু করেছে। এই প্রকল্পটি ২০২০-২১ আর্থিক বৎসরে এই আবেদন চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। এই প্রকল্পের ক্ষতির মূল্যায়ন আবহাওয়ার উপর ভিত্তি করে নির্ধারিত করা হবে।
বাংলা শস্য বীমা যোজনা

কারা আবেদন করতে পারবে:
সমস্ত ধরনের কৃষক য়ারা খরিফ মরসুমে ফসলের চাষ করেছন। বা করবেন তারা সকলেই  ২০২০-২০২১ খরিফ মরসুমে বাংলা শস্য বীমা প্রকল্পটির আবেদন করতে পারবেন।

  • কৃষককে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • জমির মালিক/ভাগচাষী সকলেই বাংলা শস্য বিমা প্রকল্পের সুবিধা পেতে পারেন।
  • এই স্কিম অনুসারে আবেদনকারীরা ফসলের ক্ষতির সম্মুখীন হলে কেবল বীমা কভারেজ পাবেন বলে সুবিধাভোগীকে কর্তৃপক্ষের কাছে ক্ষতির সঠিক প্রমাণ এবং জমির দলিল সহ প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।
বাংলা শস্য বীমা যোজনা (BSB) এর অফলাইন আবেদন পদ্ধতি

অফলাইনে আবেদনের জন্য এই ফর্ম কৃষকরা  অফিস থেকে সংগ্রহ করতে পারেন।

কৃষকের আবেদন করার নথি:

১. ভোটার আই ডি কার্ড।
২. কৃষকের নিজের ব্যাঙ্ক পাস বই, সঙ্গে এক কপি ফটো।
৩. খতিয়ান / পরচা (Computer Record) বা পাট্টা বা দলিল।
৪. ভাগ চাষিদের নিজের নামে জমি না থাকেল চাষের জমির আয়তন সমেত শংসাপত্র।

বিশদ তথ্য জানতে, (ADA) "অ্যাসিস্টেন্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার" অফিসে যোগাযোগ করুন বা টোল ফ্রি নাম্বারে ১৮০০-১০৩-১১০০ কল করতে পারেন।
 
আবেদন করার পদ্ধতি:
  • বাংলা শস্য বীমা যোজনা অফিসিয়াল ওয়েবসাইট টি খুলুন banglashasyabima.net. বা নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত, কিষাণ মান্ডি (ADA) অফিস থেকে সংগ্রহ করতে পারেন।
  • ফর্মটিতে সমস্ত গুরুত্বপূর্ণ নথি যোগ করুন।
  • এবং এটি নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত, কিষাণ মান্ডি (ADA) কৃষি বিভাগে জমা দিন।
যোগাযোগের ঠিকানা :
এছাড়াও যদি কোনো জিজ্ঞাসা বা সমস্যা থাকে তাহলে সরাসরি যোগাযোগ করতে পারেন।
18005720258 সকাল 10 টা থেকে 6 টা অবধি।
Share Post


logoblog

Thanks for reading বাংলা শস্য বীমা (BSB) যোজনা - আবেদন পদ্ধতি ‌২০২১

Previous
« Prev Post

No comments:

Post a Comment