করোনা (Covid-19) সংক্রমণ কমে যাওয়ায়, আমেরিকায় খুলে দেওয়া হচ্ছে সমস্ত স্কুল-কলেজ ও সরকারি প্রতিষ্ঠান। আগামী মাসেই খুলে যাবে স্কুল তবে উপহার হিসেবে পাওয়া যাবে কনডম। ভুল শুনেননি হ্যাঁ ঠিকই শুনেছেন "আমেরিকার শিকাগো" স্কুলে নয়া নীতি অনুসারে পঞ্চম শ্রেণী থেকেই পড়ুয়াদের কনডম দেওয়া হবে যা নিয়ে শুরু হয়েছে বিতর্কের সমালোচনা।
মূল বিষয়:
শিকাগোর 'সান টাইমস' এর প্রতিবেদন অনুসারে গত অক্টোবর মাসে সিপিএস বোর্ড অফ এডুকেশনে যে নয়া নীতি পাস করা হয়েছে সেদেশের সরকার। সেই নীতি অনুযায়ী পঞ্চম শ্রেণি থেকে বাধ্যতামূলক ভাবে রাখতে হবে কনডম। যা যৌন শিক্ষার একটি অংশ হিসাবে কাজ করবে। অর্থাৎ ১০ বছরের পড়ুয়া ও কনডম পাবেন। সব মিলিয়ে ৬০০টি স্কুলে কনডম থাকবে। প্রাথমিক ভাবে স্কুল প্রতি মাসে ২৫০ টি এবং হাইস্কুলে ১০০০ কনডম দেয়া হবে। বিনামূল্যে ওই কনডম দেবেন প্রশাসন। কনডম শেষ হওয়ার আগেই সংশ্লিষ্ট স্কুলের অধ্যক্ষ বিষয়টিকে প্রশাসনকে জানাবেন তাহলে আবার ও মিলবে কনডম।
কিন্তু কেন এই সিদ্ধান্ত:
এই পরিস্থিতিতে স্বাগত জানিয়েছেন অনেকে। একাংশের মত পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে ও ছোট থেকেই "যৌনশিক্ষা" লাভ দাঁড়া পড়ুয়াদের মানসিক গঠন ঠিক করতে সঠিক পথ বেছে নিয়েছেন সিপিএস বোর্ড অফ এডুকেশন। যৌন বিশেষজ্ঞ একাধিক আধিকারী বলেন সুস্বাস্থ্যের জন্য তরুণ প্রজন্মের ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার অধিকার ও রয়েছে। এর ফলে তরুণ প্রজন্ম স্বাস্থ্যের প্রতি সচেতন হবেন। তাদের কাছে সমস্ত বিষয়টি স্পষ্ট থাকবে। এতে লাভবান হবে পড়ুয়ারাই। কিন্তু কনডমের মত জিনিসপত্র সম্পর্কে পড়ুয়াদের অবগত না করলে। কেউ অন্তঃসত্ত্বা হয়ে পড়তে পারে। তাই পড়ুয়াদের প্রয়োজন মতো বিষয়টি আবশ্যিক করা দরকার বলে মনে করেন বিশেষজ্ঞ। কিছু বিশেষজ্ঞ মন্তব্য করেন যে কনডম দেয়া হচ্ছে মানে এমন নয় যা তাদের যৌন সম্পর্কে লিপ্ত হতে বলা হচ্ছে বা উৎসাহ প্রদান করা হচ্ছে।
অনেকের মতও বিরোধ রয়েছে:
তাঁদের বক্তব্য, পড়ুয়াদের বয়স ১০ বছর।কিছুুটা বয়স বেশি হলে কন্ডোম দেওয়ার যুক্তি মতামত। কিন্তু পঞ্চম শ্রেণির পড়ুয়াদের জন্যও কেন কনডম থাকবে?
No comments:
Post a Comment