Wednesday, July 14, 2021

লক্ষীর ভান্ডার প্রকল্প ফর্ম কারা কিভাবে পাবেন?

  Deb Kumar       Wednesday, July 14, 2021

আসন্ন বিধানসভা ভোট প্রচারে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার কিছু প্রকল্প ঘোষণার পাশাপাশি মহিলাদের জন্য "লক্ষ্মীর ভান্ডার" নতুন প্রকল্পের সূচনা করার কথা ঘোষণা করেছিলেন।বিধানসভা নির্বাচনে জয়লাভের পর তৃতীয়বারের জন্য সরকার গঠন করে।ইতিমধ্যে রাজ্য বাজেটেও মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন 'Lakshmir Bhandar Prakalpa' খুব তাড়াতাড়ি আমাদের রাজ্যে চালু হচ্ছে। নবান্ন সূত্রের খবর অনুযায়ী সাধারণ কাস্টের মহিলারা প্রত্যেক মাসে ৫০০ টাকা করে  অর্থাৎ প্রতি বছর ৬০০০ টাকা করে পাবেন এবং তপশিলি ও উপজাতি প্রত্যেক মাসে ১০০০ টাকা করে অর্থাৎ প্রতি বছর ১২০০০ টাকা করে পাবে।

লক্ষীর ভান্ডার প্রকল্প

কি থাকলে ফর্ম পাবেন?

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলেছেন, যে রাজ্যের যে সকল মহিলার 'স্বাস্থ্যসাথী কার্ড' নাম রয়েছে শুধুমাত্র তারা এই 'লক্ষ্মীর ভান্ডার' প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।এছাড়াও যদি কোনো মহিলা সরকারি চাকরি করেন কিংবা সরকারি কোনো দপ্তর থেকে কোন না কোনও সুবিধা বা অনুদান পায় তাহলে "লক্ষ্মীর ভান্ডার" প্রকল্পের লাভ পাবেন না।

আপনার যদি এখনও পর্যন্ত 'স্বাস্থ্য সাথী কার্ড' না হয়ে থাকে অবশ্যই দুয়ারে সরকার প্রকল্পের স্বাস্থ্য সাথী কার্ড তৈরি করে নিতে পারেন।

কি ভাবে ফর্ম পাবেন:

নবান্ন সূত্রের খবর অনুযায়ী, সম্ভবত 'স্বাস্থ্য সাথী কার্ড' এর লিস্ট ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের লিস্ট এর তালিকা তৈরি করা হবে। সাধারণত এই লিস্ট আপনার নিকটবর্তী ব্লগ অফিসে - অঞ্চল অফিসে পাঠানো হবে। তবে জানিয়ে রাখি এখনো পর্যন্ত আবেদন পত্র দেওয়ার কাজ শুরু হয়নি। তবে আপনারা যারা "লক্ষ্মীর ভান্ডার" প্রকল্পে আবেদন করবেন আপনারা অবশ্যই ওয়েবসাইট www.banglaprakalpa.in এ ক্লিক করুন পরবর্তী কি কি কাগজপত্র লাগবে।

লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য কি কি ডকুমেন্ট লাগবে?

যখন আবেদনপত্র নেওয়ার কাজ শুরু হবে তখন অবশ্যই অনলাইন বা অফলাইনে আপনাদেরকে "লক্ষ্মীর ভান্ডার" প্রকল্পের ফর্ম ফিলাপ করতে হবে। সঙ্গে কিছু নথি কাগজপত্র লাগবে। যেগুলি হচ্ছে।

  • ভোটার কার্ড 
  • আধার কার্ড 
  • নিজস্ব ব্যাঙ্ক পাস বই ( সঙ্গে এক কপি ফটো )
  • স্বাস্থ্য সাথী কার্ড 
এছাড়া,
আমরা পরবর্তী নির্দেশিকা আসা না পর্যন্ত আমরা কিন্তু সঠিক ভাবে জানাতে পারছি না। এটা জেনে রাখা দরকার যে যাদের স্বাস্থ্য সাথী কার্ড রয়েছে তারা প্রথম এই প্রকল্পের সুবিধা পাবে।

Share Post


logoblog

Thanks for reading লক্ষীর ভান্ডার প্রকল্প ফর্ম কারা কিভাবে পাবেন?

Previous
« Prev Post

No comments:

Post a Comment