আজকে আমরা এই দুয়ারে সরকার ক্যাম্প আর্টিকেল এর মাধ্যমে কোন কোন প্রকল্পের সুবিধা পেতে পারেন তা সংক্ষিপ্ত আলোচনা করবো।
- স্বাস্থ্য সাথী কার্ড
- লক্ষীর ভান্ডার প্রকল্প
- কৃষক বন্ধু
- ঐক্যশ্রী
- জাতিগত শংসাপত্র
- জয় জোহার / তপশিলি বন্ধু পেনশন প্রকল্প
- কন্যাশ্রী
- রুপশ্রী
- জব কার্ড
- খাদ্য সাথী
- মানবিক কল্যাণ কর্মসূচি
- স্টুডেন্ট ক্রেডিট কার্ড
- বৃদ্ধ ও বিধবা ভাতা / প্রতিবন্ধী ভাতা
- উৎসশ্রী প্রকল্প
- যুবশ্রী প্রকল্প
1. স্বাস্থ্য সাথী কার্ড :-
দুয়ারে সরকার ক্যাম্পে স্বাস্থ্য সাথী কার্ড নতুন করে আবেদন করা যাবে। এই স্বাস্থ্য সাথী কার্ড এর মাধ্যমে প্রত্যেক পরিবার 5 লক্ষ্য টাকা পর্যন্ত চিকিৎসার জন্য সুবিধা পাবেন রাজ্যে কিংবা রাজ্যের বাইরে।
2. লক্ষীর ভান্ডার প্রকল্প :-
লক্ষীর ভান্ডার প্রকল্প শুধু মাত্র পরিবারের প্রাপ্ত মহিলা (25 - 60 বছর) দের জন্য। এই প্রকল্প দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আবেদন করতে পারবেন। এই প্রকল্পের আওতায় মহিলারা প্রত্যেক মাসে 500/1000 টাকা করে আর্থিক সাহায্য পাবেন।
3. কৃষক বন্ধু :-
দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের নতুন আবেদন করা যাবে। এবং সংশোধন করা হবে। এই প্রকল্পের আওতায় কৃষকরা প্রতি বছর সর্বাধিক 10000 টাকা করে এবং ন্যূনতম 4000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।
4. ঐক্যশ্রী :-
ঐক্যশ্রী স্কলার্শিপের আওতায় প্রায় 33000 টাকা আর্থিক সাহায্যের জন্য বরাদ্দ করে থাকে। এই স্কলার্শিপের জন্য আবেদনকারীর শিক্ষাগত মান -
- প্রি ম্যাট্রিক ( প্রথম শ্রেনী থেকে দশম শ্রেণী পর্যন্ত )
- পোস্ট ম্যাট্রিক ( একাদশ শ্রেণী থেকে পি এইচ ডি পর্যন্ত )
- এছাড়াও মেরিট কাম মিনস স্কলার্শিপ ( কারিগরি বৃত্তিমূলক পাঠক্রমের জন্য )
5. জাতিগত শংসাপত্র :-
বিভিন্ন ধরনের প্রকল্পের সুবিধা পেতে জাতিগত শংসাপত্র সাহায্য করে। এই সার্টিফিকেট এর জন্য আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন।
6. জয় জোহার / তপশিলি বন্ধু পেনশন প্রকল্প :-
আদিবাসী সম্প্রদায়ের মানুষের জন্য নতুন জয় জোহার এবং তপশিলি বন্ধু পেনশন প্রকল্প চালু করেন। এই প্রকল্পে 60 বছর বয়স বা তার বেশী বয়সী মানুষদের জন্য 1000 টাকা পেনশন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন রাজ্য সরকার।
7. কন্যাশ্রী :-
কন্যাশ্রী প্রকল্পে মেয়েদের জন্য প্রতি বছর ( 13 বছর থেকে 18 বছরের মধ্যে) 1000 টাকা করে দেওয়া হয়ে থাকে। এছাড়াও 18 বছরের উপর 19 বছরের নীচে অবিবাহিত মেয়েদের 25000 টাকা আর্থিক সহায়তা প্রদান করে।
8. রুপশ্রী :-
এই প্রকল্প যেসকল পরিবারের আর্থিক আয় প্রতি বছর দেড় লক্ষ্য এর কম। সেই সকল পরিবারকে মেয়ের বিবাহের জন্য 25000 টাকা আর্থিক সহায়তা করেন রাজ্য সরকার।
9. জব কার্ড :-
সাধারণত এই প্রকল্পের মাধ্যমে গ্রামীন পরিবার প্রতি বছর 100 দিনের অস্থায়ী কাজ পেয়ে থাকেন। দুয়ারে সরকার ক্যাম্পে নতুন জব কার্ডের জন্য আবেদন করতে পারবেন।
10. খাদ্য সাথী :-
পশ্চিমবঙ্গ সরকার ডিজিটাল রেশন কার্ড প্রদান করে এবং ওই রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করার সিদ্ধান্ত নেয়।এই দুয়ারে সরকার ক্যাম্পে নতুন রেশন কার্ড এবং সংশোধন করা যাবে।
11. মানবিক কল্যাণ কর্মসূচি :-
পশ্চিমবঙ্গ সরকার সর্বদা কোনো না কোনো প্রকার প্রকল্প ঘোষণার পাশাপাশি এবার নারী ও শিশুর বিকাশ এবং সামাজিক উন্নয়নের জন্য মানবিক কল্যাণ কর্মসূচি গ্রহণ করে। দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পের জন্য নতুন করে আবেদন করতে পারবেন।
12. স্টুডেন্ট ক্রেডিট কার্ড :-
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা পশ্চিমবঙ্গ সরকার শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করেই শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড এর মাধ্যমে স্বল্প সুদের বিনিময়ে স্ববাধিক 10 লক্ষ টাকা লোন দেবে। এই দুয়ারে সরকার ক্যাম্পে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের বিভিন্ন ধরনের সুবিধা পাবেন।
13. বৃদ্ধ ও বিধবা ভাতা / প্রতিবন্ধী ভাতা :-
এই প্রকল্পের আওতায় বৃদ্ধ ও বিধবা এবং প্রতিবন্ধীরা একটি করে ভাতা পাবেন। এই ভাতার মাধ্যমে আবেদনকারীরা প্রতি মাসে 1000 টাকা করে পাবেন। এই দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন।
14. উৎসশ্রী প্রকল্প :-
পশ্চিমবঙ্গ সরকারের আর একটি নতুন প্রকল্প হল উৎসশ্রী প্রকল্প।এই প্রকল্পের আওতায় শিক্ষকরা নিজেদের এলাকায় বদলির জন্য আবেদন করতে পারবেন। দুয়ারে সরকার ক্যাম্পের আওতায় এই প্রকল্পের কাজ শুরু হবে।
15. যুবশ্রী প্রকল্প :-
এই প্রকল্পের আওতায় শুধু মাত্র বেকার যুবক ও যুবতীর জন্য প্রযোজ্য। এই প্রকল্পের মাধ্যমে বেকার যুবক ও যুবতীরা প্রতি মাসে বেকার ভাতা 1500 টাকা করে পাবেন। দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে আবেদন করা যাবে।
স্বাস্থ্য সাথী কার্ড, লক্ষীর ভান্ডার প্রকল্প, কৃষক বন্ধু, ঐক্যশ্রী দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে আবেদন করা যাবে।
No comments:
Post a Comment