Friday, July 18, 2025

krishak bandhu status check 2025 || কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দিবে? eKYC আপডেট না থাকলে টাকা ঢুকবে না? জেনে নিন বিস্তারিত!!

  Deb Kumar       Friday, July 18, 2025
krishak bandhu : কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দিবে? এই নিয়ে অনেকেই চিন্তায় রয়েছে। krishak bandhu টাকা বছরে দু'বার দেওয়া হয়, খরিফ মরসুমে ও রবি মরসুমে। এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা জুলাই মাসের মধ্যে দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে, কৃষকদের অ্যাকাউন্টে eKYC আপডেট না থাকলে টাকা ঢুকবে না? এমন টাই আশঙ্কা রয়েছে। "krishak bandhu status check 2025" কিভাবে করবেন? স্ট্যাটাস চেক করে জেনে নিন আপনার কৃষক বন্ধু প্রকল্প অ্যাকাউন্ট eKYC আপডেট রয়েছে কিনা। যদি eKYC আপডেট না থাকে তাহলে কিভাবে আপডেট করবেন জেনে নিন বিস্তারিত আজকের এই প্রতিবেদনে।
krishak bandhu eKYC

krishak bandhu প্রকল্প কি?

কৃষক বন্ধু প্রকল্প মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায়, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক 2019 সালে চালু হয় "কৃষক বন্ধু প্রকল্প" এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের সমস্ত দরিদ্র কৃষকদের ফসলের ক্ষতির জন্য আর্থিক সহায়তা করে। এই প্রকল্পের মাধ্যমে বছরে দুটি কিস্তিতে (খরিফ ও রবি মরসুমে) 1 একর বা তার বেশি জমির জন্য বছরে মোট 10,000 টাকা এবং 1 একরের কম জমির জন্য বছরে 4,000 টাকা কৃষকরা আর্থিক সাহায্য পেয়ে থাকে। এছাড়াও 18 থেকে 60 বছর বয়সী কোনো নথিভুক্ত যদি কোনও কৃষকের অকাল মৃত্যু হয়, তাহলে সেই কৃষকের পরিবারকে এককালীন 2 লক্ষ টাকার আর্থিক সাহায্য করে রাজ্য সরকার।

krishak bandhu status check 2025 

কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করলে জানতে পারবেন eKYC আপডেট রয়েছে কিনা? এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দিবে? তার সম্পূর্ণ "krishak bandhu status check 2025" দেখতে পারবেন এর জন্য- 
  • প্রথমে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট krishakbandhu.net ওপেন করুন।
  • এরপর হোমপেজে 'Beneficiary Status' বা 'Registered Farmer Information' ক্লিক করে "Farmer's Search" অপশন ক্লিক করবেন।
  • এবার আপনার কৃষক বন্ধু আইডি নম্বর, ভোটার আইডি নম্বর, আধার নম্বর দিয়ে নীচে ক্যাপচা কোডটি সঠিকভাবে বসিয়ে "krishak bandhu status check 2025" চেক করতে 'Search' বাটনে ক্লিক করলেই আবেদনের বর্তমান স্ট্যাটাস Approved, Pending, Aadhaar Uploaded/Valid, Account Valid, Rejected, eKYC আপডেট রয়েছে কিনা দেখতে পাবেন।
এছাড়াও বর্তমানে আপনি 9830383383 নম্বরে "Hi" পাঠিয়ে আপনার কৃষক বন্ধু status check জানতে পারবে।
যদি আপনার অনলাইনে স্ট্যাটাস চেক করতে কোনো রকম সমস্যা হয়, তাহলে আপনার স্থানীয় কৃষি দফতর বা ব্লক অফিসে যোগাযোগ করুন।
কৃষক বন্ধু প্রকল্পের হেল্পলাইন নম্বর 1800-345-6666 এই নম্বরে ফোন করেও আপনি আপনার স্ট্যাটাস সম্পর্কে জানতে পারেন।

krishak bandhu eKYC আপডেট কিভাবে করবেন?

কৃষক বন্ধু প্রকল্প স্ট্যাটাস চেক করার পর যদি আপনার eKYC আপডেট না থাকে তাহলে krishak bandhu eKYC আপডেট কিভাবে করবে জেনে নিন -
krishak bandhu eKYC আপডেট প্রয়োজনীয় ডকুমেন্টস -
  • আধার কার্ড।
  • ভোটার আইডি কার্ড।
  • জমির দলিল/পর্চা।
  • মোবাইল নম্বর।
krishak bandhu eKYC আপডেট প্রয়োজনীয় ডকুমেন্টস জেরক্স নিয়ে আপনার স্থানীয় কৃষি দপ্তর বা ব্লক অফিসে গিয়ে "কৃষক বন্ধু প্রকল্প eKYC" আপডেট ফর্মটি সম্পূর্ণ পূরণ করবে এবং ডকুমেন্টস গুলো অ্যাটাচ করে জমা দিলেই কৃষক বন্ধু প্রকল্পের eKYC আপডেট হবে এবং পরবর্তী কিস্তির টাকা আপনার একাউন্টে ঢুকে যাবে।

Share Post


logoblog

Thanks for reading krishak bandhu status check 2025 || কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দিবে? eKYC আপডেট না থাকলে টাকা ঢুকবে না? জেনে নিন বিস্তারিত!!

Newest
You are reading the newest post

No comments:

Post a Comment