Wednesday, July 23, 2025

আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প কি? কবে চালু হবে? কি কি সুবিধা রয়েছে? জেনে নিন বিস্তারিত!!

  Deb Kumar       Wednesday, July 23, 2025
Amader Para Amader Somadhan : মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে 26-এর ভোটের আগে গ্রামের ছোট ছোট সমস্যার সমাধানের জন্য নতুন প্রকল্প চালু করলেন "আমাদের পাড়া আমাদের সমাধান"। এই প্রকল্পে আট হাজার কোটি টাকা খরচ হতে চলেছে। প্রতিটি বুথের মানুষের কাছে এই প্রকল্পের সুবিধা পৌঁছে যাবে দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকল্পটির বাস্তবায়নের জন্য একটি 'টাস্ক ফোর্স' গঠন করা হয়েছে, যার মাথায় থাকছেন একজন মুখ্যসচিব। এ ছাড়া অর্থসচিব থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের সচিবরা এই টাস্ক ফোর্সে থাকবেন। তাঁরাই প্রকল্পটি প্রত্যেক বুথ কর্মীদের নিয়ে বাস্তবায়ন করবে।
Amader Para Amader Somadhan

আমাদের পাড়া আমাদের সমাধান কি?

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নবান্ন সাংবাদিক বৈঠকে "Amader Para Amader Somadhan" প্রকল্পের নাম ঘোষণা করেন। এই প্রকল্পের মূল উদ্দেশ্য গ্রামের প্রত্যেকটি ছোট ছোট সমস্যা সমাধান করা যেমন পানীয় জল, বিদ্যুৎ, রাস্তাঘাট, পুরনো স্কুল মেরামত থেকে শুরু করে ছোটখাটো সমস্ত বিষয়গুলোকে নিজেদের বুথে সমাধান করার জন্য "আমাদের পাড়া আমাদের সমাধান" চালু হচ্ছে। যাতে ছোটখাটো সমস্যা গুলির জন্য সাধারণ মানুষকে অঞ্চল অফিস কিংবা বিডিও অফিসে যেতে না হয় তাই এই প্রকল্প চালু করা হয়েছে। 

আমাদের পাড়া আমাদের সমাধান কী কী সুবিধা পাবেন?

মঙ্গলবার নবান্ন সাংবাদিক বৈঠকে "Amader Para Amader Somadhan" বা ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পে কী কী সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে, তা বিস্তারিত জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে 80 হাজার বুথ রয়েছে। প্রকল্পটি শেষ করতে দুই মাস সময় লাগবে। 2 অগস্ট থেকে রাজ্যজুড়ে এই উদ্যোগ চালু করা হচ্ছে। প্রতিটি বুথের জন্য 10 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। তিনি বলেন, সাধারণ মানুষকে তাদের ছোটখাটো পাড়ায় পাড়ায় বিভিন্ন সমস্যার জন্য (পাড়ায় কলের প্রয়োজন, অল্প গ্রামীণ রাস্তা তৈরি করে দিলে সাধারণ মানুষকে কাদায় হাঁটতে হয় না, কোথাও ইলেকট্রিক পোল বসানোর প্রয়োজন রয়েছে বা স্কুলের ছাদ মেরামত করতে হবে) সেই সমস্ত কাজগুলি করা হবে। এই প্রকল্পে আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের আওতায় তিনটি বুথ পিছু একটি করে সেন্টার গঠন করা হবে। ওই কেন্দ্রগুলির দায়িত্বে থাকা সরকারি আধিকারিকরা একদিন করে করে প্রতিটি বুথে থাকবেন। প্রতিটি সেন্টারে দুয়ারে সরকার ক্যাম্পের মত একটি ক্যাম্প করা হবে। সেখানে গিয়ে সরকারি আধিকারিক ও কর্মীদের নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন, এলাকার মানুষ। তার পরে সেই সমস্যা খতিয়ে দেখে তার সমাধান করা হবে। গোটা দেশে এই ধরনের উদ্যোগ এই প্রথম হচ্ছে বলে জানান মমতা। একেবারে তৃণমূল স্তরে গিয়ে সাধারণ মানুষের সমস্যার কথা শোনা এবং তা সমাধান করাই এই উদ্যোগের অন্যতম মূল লক্ষ্য বলে জানান তিনি।

আমাদের পাড়া আমাদের সমাধান কবে চালু হবে?

এই প্রকল্প 'আমাদের পাড়া, আমাদের সমাধান' প্রকল্পের আওতায় তিনটি বুথ পিছু একটি করে সেন্টার গঠন করা হবে। এবং আগামী 2 অগস্ট থেকে রাজ্যজুড়ে এই প্রকল্প চালু করা হবে। প্রতিটি বুথের জন্য 10 লক্ষ টাকা করে হার্দিক সুবিধা থাকবে।

তবে, অনেকের এই দাবি এই উদ্যোগের মধ্য দিয়ে "আমাদের পাড়া আমাদের সমাধান" রাজ্যের সমস্ত বুথের মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে চাইছেন মমতা। অতীতের তিন বিধানসভা নির্বাচনে গ্রামবাংলা থেকে ভরপুর ভালোবাসা পেয়েছেন তিনি। 26-এর বিধানসভা ভোটের আগে এই পদক্ষেপ মমতার ‘মাস্টারস্ট্রোক’ বলে দাবি রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের। কারণ এই প্রকল্পের মাধ্যমে এক দিকে যেমন স্থানীয় সমস্যাগুলির সমাধান সম্ভব, অন্য দিকে রাজনৈতিক ভাবে তৃণমূল কংগ্রেসও প্রকল্পের কথা সামনে রেখে তৃণমূল স্তরে গিয়ে জনসংযোগ করা হবে।
Share Post


logoblog

Thanks for reading আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প কি? কবে চালু হবে? কি কি সুবিধা রয়েছে? জেনে নিন বিস্তারিত!!

Previous
« Prev Post

No comments:

Post a Comment