দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা কৃষি দপ্তর অফিসে 'কৃষক বন্ধু নতুন প্রকল্প' এর জন্য আপনি আবেদন করেছেন। কিন্তু কৃষক বন্ধু নতুন প্রকল্প প্রথম কিস্তির 10000 টাকা দেওয়া হয়েছে 23/06/2021তারিখে। তাহলে "Krishak Bandhu Installment Date" বা কৃষক বন্ধু নতুন প্রকল্প দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন।
আজকে আমরা কৃষক বন্ধু নতুন প্রকল্প ইনস্টলমেন্ট কি? কৃষক বন্ধু নতুন প্রকল্প 10000 টাকা কবে পাবেন? কৃষক বন্ধু নতুন প্রকল্প বেনিফিসারী লিস্ট কিভাবে চেক করবেন? এই আর্টিকেল এর মাধ্যমে বিস্তারিত জানাবো।
Krishak Bandhu Installment কি?
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'কৃষক বন্ধু নতুন প্রকল্প' কৃষকদের টাকা 5000 থেকে বাড়িয়ে 10000 টাকা করছে। এই "Krishak Bandhu Installment" এর টাকা কিন্তু দুই কিস্তির মাধ্যমে দিয়ে থাকে। প্রথম কিস্তির খরিফ মরসুমের টাকা (এপ্রিল - সেপ্টেম্বর) মধ্যে এবং দ্বিতীয় কিস্তি রবি মরসুমের টাকা (অক্টোবর - মার্চ) মাসের মধ্যে দেওয়া হয়।
Krishak bandhu New Scheme | কৃষক বন্ধু নতুন প্রকল্প আবেদন পদ্ধতি
Krishak Bandhu New Scheme 10000 টাকা কবে পাবেন?
কৃষক বন্ধু নতুন প্রকল্প প্রথম কিস্তির টাকা এই বছর 23/06/2021তারিখে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে 2020 সালের দ্বিতীয় কিস্তি রবি মরসুমের টাকা দেওয়া হয়েছিল জানুয়ারি মাসের প্রথম দিকে সেই হিসেবে 2021 সালের রবি মরসুমের টাকা পাবেন 2022 সালের জানুয়ারি মাসের মধ্যে। তবে "Krishak Bandhu Installment Date" অফিসিয়াল নোটিশ অনুযায়ী দ্বিতীয় কিস্তি রবি মরসুমের টাকা (অক্টোবর - মার্চ) মাসের মধ্যে দেওয়া হয়ে থাকে। তবে কৃষক বন্ধু নতুন প্রকল্প সর্বোচ্চ 10000 টাকা এবং সর্বনিম্ন 4000 টাকা প্রতি বছর পাবেন প্রত্যেক কৃষক।
krishak bandhu beneficiary list কিভাবে চেক করবেন?
কৃষক বন্ধু নতুন প্রকল্প নথিভূক্ত কৃষকের 'krishak bandhu new scheme' বেনিফিসারী লিস্ট কিভাবে চেক করার জন্য আপনাকে krishak bandhu ওয়েবসাইট কিংবা matirkatha.net অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে।
matirkatha.net অফিসিয়াল ওয়েবসাইট :- Click Here
প্রথমে matirkatha.net অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করবেন। এরপর নীচের দিকে কৃষক বন্ধু অপশনে ক্লিক করুন। পরবর্তী পেজটি ওপেন হবে যেখানে নথিভূক্ত কৃষকের তথ্য অপশনে ক্লিক করবেন। এবার নথিভূক্ত কৃষকের Voter ID নম্বর দিয়ে I'm not a robot বক্সে ক্লিক করে সার্চ ক্লিক করলেই পরবর্তী পেজটি ওপেন হবে। এরপর নথিভূক্ত কৃষকের সমস্ত তথ্য দেখতে পাবেন।
তো প্রিয় দর্শক এই আর্টিকেল এর মাধ্যমে কৃষক বন্ধু নতুন প্রকল্প ইনস্টলমেন্ট ও বেনিফিসারী লিস্ট কিভাবে চেক করার পদ্ধতি বিস্তারিত আলোচনা করলাম। যদি কোনো রুপ সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি নীচে কমেন্ট বক্সে জানতে পারেন।
No comments:
Post a Comment