Monday, September 27, 2021

E-Shram Card Download | শ্রমিক কার্ড সম্পূর্ন অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি ও ডাউনলোড কিভাবে করবেন?

  Deb Kumar       Monday, September 27, 2021
কেন্দ্রীয় সরকার ভারতবর্ষে যে সমস্ত অসংগঠিত শ্রমিক বা কৃষক রয়েছে তাদের জন্য 'e-shram card' বা শ্রমিক কার্ড নতুন প্রকল্প চালু করেন। এই পোর্টালের আওতায় অসংগঠিত শ্রমিক বিভিন্ন সুযোগ সুবিধা পেতে চলেছে। আপনি যদি রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে খুব সহজ পদ্ধতিতে রেজিস্ট্রেশন ও 'e-shram card download' করতে পারবেন।
আজকে আমরা এই আর্টিকেল এর মাধ্যমে 'e-shram card' রেজিস্ট্রেশন করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন? 'e-shram card' কিভাবে রেজিস্ট্রেশন করবেন? এবং 'e-shram card' কিভাবে ডাউনলোড করবেন? এছাড়াও এই পোর্টালের কি কি সুবিধা রয়েছে? 
e shram card online apply
e-shram card রেজিস্ট্রেশন করতে প্রয়োজনীয় ডকুমেন্ট :-
ই-শ্রম পোর্টালের জন্য আবেদন করতে অসংগঠিত শ্রমিক এর প্রয়োজনীয় ডকুমেন্ট-
  1. মোবাইল নম্বর (আধার কার্ড এর সঙ্গে লিঙ্ক থাকতে হবে)
  2. আধার কার্ড
  3. স্কুল সার্টিফিকেট
  4. ইনকাম সার্টিফিকেট 
  5. নিজস্ব ব্যাংক একাউন্ট 
e-shram card বা শ্রমিক কার্ড কিভাবে রেজিস্ট্রেশন পদ্ধতি :-
যে সমস্ত অসংগঠিত শ্রমিক বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত রয়েছে, তাঁদের জন্য কেন্দ্রীয় সরকার 'e-Shram card' বা শ্রমিক কার্ড পোর্টাল চালু করেছে। এবং এই পোর্টালের মাধ্যমে অসংগঠিত শ্রমিকদের একটি ডেটাবেস তৈরী করা হবে। যদি কোনো অসংগঠিত শ্রমিক দুর্ঘটনার বা শারীরিকভাবে অক্ষম হয় তাহলে 2 লক্ষ টাকার বীমা পাবেন। এই পোর্টালের রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আপনাকে e-Shram.gov.in ওপেন করবেন।
  • এরপর REGISTER on e-Shram অপশনে ক্লিক করবেন।
  • পরবর্তী পেজটি ওপেন হবে সেখানে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি রেজিস্টার আছে সেই মোবাইল নম্বরটি দেবেন এবং ক্যাপচার কোডটি বসিয়ে Sent OTP তে ক্লিক করুন। 
  • এরপর OTP বসিয়ে Submit করলে পরবর্তী পেজটি ওপেন হবে সেখানে আধার নম্বর দিয়ে "I agree to the terms & conditions for registration under eSHRAM Portal" অপশনে ক্লিক করে Sent OTP ক্লিক করবেন।
  • এরপর OTP বসিয়ে Submit করলে পরবর্তী পেজটিতে আপনার আধার কার্ডের সমস্ত ডিটেলস চলে আসবে এরপর Parsonal Details , Nominee Details, Address, Qualification and Income Details, Occupation Details, Bank Account Details সমস্ত তথ্য দিয়ে Submit করলে 'e-Shram card' অবেদন সম্পূর্ণ হয়ে যাবে।

 e-shram portal অফিশিয়াল ওয়েবসাইট লিংক :- Click Here 

e-shram card ডাউনলোড পদ্ধতি :-
আপনি যদি ই-শ্রম কার্ড এর জন্য আবেদন বা রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে খুব সহজে আপনার ই-শ্রম কার্ড বা শ্রমিক কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। এর জন্য আপনাকে e-Shram.gov.in ওপেন করতে হবে। এরপর Already Registered? UPDATE অপশনে ক্লিক করতে হবে। পরবর্তী পেজটিতে SELF REGISTRATION অপশনে গিয়ে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি রেজিস্টার রয়েছে সেই মোবাইল নম্বরটি দেবেন এবং ক্যাপচার কোডটি বসিয়ে Sent OTP অপশনে ক্লিক করুন। এরপর OTP দিয়ে Submit করে পরবর্তী পেজটিতে আধার কার্ডের নম্বর বসিয়ে "I agree to the terms & conditions for registration under eSHRAM Portal" অপশনে ক্লিক করে Sent OTP ক্লিক করবেন। এরপর OTP দিয়ে Submit করুন।
e shram card download pdf
পরবর্তী পেজটিতে UPDATE PROFILEDOWNLOAD UAN CARD অপশন শো করবে। আপনারা DOWNLOAD UAN CARD ক্লিক করে UAN CARD টি PDF ডাউনলোড করে নিতে পারবেন। 
e-Shram card এর কি কি সুবিধা রয়েছে :-
কেন্দ্রীয় সরকার ভারতবর্ষে যে সমস্ত অসংগঠিত শ্রমিক রয়েছে তাদের জন্য 'e-shram card' বা শ্রমিক কার্ড চালু করেন। এই পোর্টালের আওতায় অসংগঠিত শ্রমিক যে সুবিধা পেতে পারেন সেগুলো
এই পোর্টালের মাধ্যমে অসংগঠিত শ্রমিকদের একটি ডেটাবেস তৈরী করা হবে। যদি কোনো অসংগঠিত শ্রমিক দুর্ঘটনার শিকার হয় তাহলে 2 লক্ষ টাকার বীমা পাবেন। এছাড়াও Covid-19 এর মতো যদি মহামারী ভবিষ্যতে হয় সেক্ষেত্রে এই অসংগঠিত শ্রমিকদের বিভিন্ন কর্মসংস্থান চালু করা হবে। যাতে তাঁরা বিপদে না পড়ে। তবে এটা জেনে রাখা ভালো যে যেসকল শ্রমিকদের EPFO বা ESIC আছে তাঁরা এই পোর্টালের জন্য আবেদন করতে পারবে না। 
Share Post


logoblog

Thanks for reading E-Shram Card Download | শ্রমিক কার্ড সম্পূর্ন অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি ও ডাউনলোড কিভাবে করবেন?

Previous
« Prev Post

4 comments: