Saturday, October 2, 2021

Health ID Card Online Apply || হেলথ আইডি কার্ড অনলাইন রেজিস্ট্রেশন

  Deb Kumar       Saturday, October 2, 2021
কেন্দ্রীয় সরকারের একটি নতুন প্রকল্প 'Health Id Card' এটি কিছুটা আধার কার্ডের মতো। এই 'হেলথ আইডি কার্ড' এর মাধ্যমে আপনি স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত ডিটেলস বা আপনি পূর্ববর্তী সমস্ত চিকিৎসার রিপোর্ট নথিপত্র স্থায়ী ভাবে ডেটাবেস জমা থাকবে ফলে আপনার যেকোনো চিকিৎসার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন। এই "Health ID Card Online Apply" সমগ্র রাজ্যের মানুষ করতে পারবে। 
আজকে আমরা এই আর্টিকেল এর মাধ্যমে 'Health Id Card' সংক্রান্ত সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করবো। 
Table of contents 
  • Health ID Card কি?  
  • অনলাইন আবেদন করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন? 
  • Health ID Card কি কি সুবিধা পাবেন?
  • Health ID Card Online Apply পদ্ধতি? 
  • Health Id Card download কিভাবে করবেন? 
health id card online apply
Health ID Card কি?
কেন্দ্রীয় সরকারের ডিজিটাল হেলথ মিশনে চিকিৎসার ক্ষেত্রে সুবিধা দেওয়ার জন্য 'Health ID Card' বা হেলথ আইডি কার্ড নতুন প্রকল্প চালু করেন। এই কার্ডের মাধ্যমে রোগীর সমস্ত চিকিৎসার রিপোর্ট রেকর্ড হবে। ফলে অন্যকোনো সরকারী বা বেসরকারি হাসপাতালে চিকিৎসা জন্য বিভিন্ন রিপোর্ট বা নথিপত্র নিয়ে যেতে হবে না। এই হেলথ আইডি কার্ড মাধ্যমে আপনি কোন ডাক্তার এর কাছে চিকিৎসা করেছেন ও আপনি আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন। 
Health ID Card কি কি সুবিধা পাবেন?
কেন্দ্রীয় সরকারের ডিজিটাল হেলথ মিশনে চিকিৎসার ক্ষেত্রে সুবিধা দেওয়ার জন্য 'Health ID Card' বা হেলথ আইডি কার্ড অনলাইন রেজিস্ট্রেশন এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে সেগুলো হলো -
  1. আধার কার্ড 
  2. আধার কার্ডের সঙ্গে যুক্ত রেজিস্টার মোবাইল নম্বর 
  3. পাসপোর্ট সাইজ কালার ফটো 
এই ডকুমেন্ট গুলির মাধ্যমে আপনি আপনার মোবাইল কিংবা কম্পিউটারে ডিজিটাল হেলথ আইডি কার্ড অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন। 
Health ID Card কি কি সুবিধা পাবেন?
কেন্দ্রীয় সরকারের ডিজিটাল হেলথ মিশনে চিকিৎসার ক্ষেত্রে সুবিধা দেওয়ার জন্য 'Health ID Card' বা হেলথ আইডি কার্ড আধার কার্ডের মতো তৈরী হবে। যদি কোনো রোগী অপারেশন কিংবা বিভিন্ন যোটিল সমস্যার জন্য অন্য যেকোনো হাসপাতালে ভর্তি করার সময় এই 'Health ID Card' বা হেলথ আইডি কার্ড দিয়ে থাকে সেক্ষেত্রে ওই রোগীর সমস্ত চিকিৎসার রিপোর্ট নথিপত্র স্থায়ী ভাবে ডেটাবেস তৈরী হবে। ফলে ভবিষ্যত কোনো রকম চিকিৎসার সমস্যা হবে না। 
Health ID Card Online Apply পদ্ধতি?
এই হেলথ আইডি কার্ড অনলাইন রেজিস্ট্রেশন এর জন্য আবেদনকারীর আধার কার্ড ও মোবাইল নম্বর প্রয়োজন। প্রথমে Unique Health ID Card এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং ওখানে ড্রপডাউন মেনু Generate ID অপশনে ক্লিক করুন।
Unique Health ID Card এর অফিসিয়াল ওয়েবসাইটে -healthid.ndhm.gov.in 
এরপরে একটি নতুন নোটিস আসবে ওখানে Continue তে ক্লিক করে পরবর্তী পেজটিতে আপনার Generate your Health ID তে Generate Via Aadhar এর নীচে "I don't have Aadhaar / I don't want to use my Aadhaar for creating Health ID" এর Click here অপশনে ক্লিক করে Generate via Mobile অপশনে করুন। এরপর পরবর্তী পেজটিতে আপনার রেজিস্টার মোবাইল নাম্বরটি দিয়ে নীচে I Agree ক্লিক ও I'm not a robot ক্লিক করে Submit অপশনে ক্লিক করলে একটি OTP আসবে সেটি বসিয়ে Submit অপশনে ক্লিক করুন। এরপর পরবর্তী পেজটিতে আবেদনকারীর সমস্ত ডিটেইলস সঠিকভাবে পূরণ করতে হবে এবং একটি PHR Address (Personal Health Records) দিতে হবে, সেটি আপনি আপনার নাম দিয়ে দিতে পারেন এবং Password, Address, State District দিয়ে Submit অপশনে ক্লিক করতে হবে।
health id card online register
এরপরে নতুন একটি পেজ ওপেন হবে সেখানে Profile Actions নীচে My Account ক্লিক করে Edit Profile অপশনে ক্লিক করে আপনার প্রফাইল ফটো Upload করলে কার্ড তৈরি হয়ে যাবে। এরপর নীচের দিকে Download Health ID Card অপশনে ক্লিক করে হেলথ আইডি কার্ডটি Download করে নিতে পারবেন। 
Health Id Card download কিভাবে করবেন? 
হেলথ আইডি কার্ড অনলাইন রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনি খুব সহজে ওই "Health Id Card download" করতে পারেন। এর জন্য আপনাকে Unique Health ID Card এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং ওখানে ড্রপডাউন মেনু Generate ID অপশনে ক্লিক করে Already have a Health ID? Login অপশনে ক্লিক করুন। পরবর্তী পেজটিতে আবেদনকারীর Health ID / PHR Address Year Of Birth দিয়ে নীচে I'm not a robot বক্সে ক্লিক করে Submit অপশনে ক্লিক করুন। এবার I'm not a robot বক্সে ক্লিক করলে দুটি অনশন দেখতে পাবেন Login Via mobile OTP Login Via Password আপনি যে কোনো একটি অপশনে ক্লিক করে Login করবেন। এরপর আপনি হেলথ আইডি কার্ডের কোনো ভুল থাকে তাহলে My Account অপশনে গিয়ে Edit করতে পারেন। সব কিছু ঠিক থাকে তাহলে হেলথ আইডি কার্ডের নীচের দিকে Download Health ID Card অপশনে ক্লিক করে হেলথ আইডি কার্ডটি Download করে নিতে পারবেন। 
প্রিয় দর্শক আজকে আমরা "Health ID Card Online Apply" সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করলাম আশাকরি সবাই বুঝতে পেরেছেন যদি আপনাদের কোনো রকম সমস্যা থাকে তাহলে আপনারা নীচে কমেন্ট বক্সে জানতে পারেন। এছাড়াও আপনি যদি এইরকম নতুন প্রকল্পের খবর জানতে চান তাহলে আমাদের এই ওয়েবসাইটে নীচের দিকে Fellow অপশনে ক্লিক করুন।
Share Post


logoblog

Thanks for reading Health ID Card Online Apply || হেলথ আইডি কার্ড অনলাইন রেজিস্ট্রেশন

Previous
« Prev Post

No comments:

Post a Comment