আজকে আমরা এই আর্টিকেলটির মাধ্যমে প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনা নতুন আপডেট কি কি রয়েছে? এবং কি কি ডকুমেন্ট প্রয়োজন নতুন রেজিস্ট্রেশন করার জন্য? এই আর্টিকেল এর মাধ্যমে সমস্ত কিছু বিস্তারিত জানাবো।
নতুন রেজিস্ট্রেশন এর জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন?
"PM Kisan Samman Nidhi Yojana" অনলাইন এবং অফলাইন ভাবে আবেদন করা যায়। তবে অনলাইন পদ্ধতিতে আবেদন করতে পারেন এর জন্য আপনার যেসমস্ত ডকুমেন্টস প্রয়োজন সেগুলো হলো -
- আধার কার্ড
- রেজিস্টার মোবাইল নম্বর
- ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি (জমির পর্চার রেজিস্ট্রেশন নম্বর)
- নিজস্ব ব্যাংক একাউন্ট
- রেশন কার্ড নম্বর
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় নতুন করে রেজিস্ট্রেশন কিভাবে করবেন?
"PM Kisan Samman Nidhi Yojana" অনলাইন পদ্ধতিতে আবেদন করতে পারেন, এর জন্য আপনাকে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করতে হবে। এরপর Farmer Corner গিয়ে New Farmer Registration ক্লিক করে আবেদনকারীর আধার কার্ডের নম্বর, রেজিস্টার মোবাইল নম্বর এবং রাজ্যের নাম ও ক্যাপচার কোড টি বসিয়ে Sent OTP ক্লিক করলে আপনার রেজিস্টার মোবাইল নম্বরে একটি OTP আসবে। ওই OTP বসিয়ে Submit অপশনে ক্লিক করুন।
এরপর পরবর্তী পেজটি ওপেন হবে এবং একটি ফর্ম ফিলাপ করতে হবে। আবেদনকারীর নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ব্যাংক একাউন্ট, জমির পরিমাণ ও জমির পর্চার রেজিস্ট্রেশন নম্বর (ল্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার) দিয়ে জমির পরিমাণ Add করতে হবে এবং Upload Supporting Document অপশনে, জমির পর্চার রেজিস্ট্রেশন নম্বর (কম্পিউটার রেকড বা পর্চা), আধার কার্ড, নিজস্ব ব্যাংক একাউন্ট PDF বা jpg ফরমেট করে আপলোড করতে হবে, তবে এই ফাইল গুলো 100 kb এর মধ্যে থাকতে হবে। এরপর "I certify that all the given details are correct. Please read self declaration form" ক্লিক করে Save করলে অবেদন করা হয়ে যাবে এবং আপনার রেজিস্ট্রেশন মোবাইল নম্বরটিতে একটি রেজিস্ট্রেশন আইডি দেওয়া হবে সেটি নোট করে রাখবেন। ওই আইডি নম্বর দিয়ে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার স্ট্যাটাস চেক করতে পারবেন।
pm kisan samman nidhi yojana অফিসিয়াল ওয়েবসাইট লিংক- Click Here
কি কি নতুন আপডেট রয়েছে?
"PM Kisan Samman Nidhi Yojana" অনলাইন পদ্ধতিতে আবেদন করতে যেসব নতুন আপডেট রয়েছে সেগুলো হলো -
1. ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি ( জমির পর্চার রেজিস্ট্রেশন নম )
2. রেশন কার্ড এর নম্বর।
3. ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি ( জমির পর্চার রেজিস্ট্রেশন নম ),আধার কার্ড, নিজস্ব ব্যাংক একাউন্ট PDF বা jpg ফরমেট করে আপলোড।
মূলত এই 3টি আপডেট রয়েছে।
তো প্রিয় দর্শক ওনেকে হয়তো ভাবছেন যে আগে থেকেই যাদের অ্যাপ্লিকেশন করা রয়েছে সেক্ষেত্রে কি তাদের আবার অ্যাপ্লিকেশন করতে হবে? এই প্রশ্নের উত্তর না, যাদের আগে থেকেই অ্যাপ্লিকেশন করা রয়েছে সেক্ষেত্রে তাঁদের আর অ্যাপ্লিকেশন করার কোনো রকম প্রয়োজন নেই। যদি রেজিস্ট্রেশন করার জন্য কোনো রকম সমস্যা থাকে তাহলে আপনারা সরাসরি নীচে কমেন্ট বক্সে জানতে পারেন।
No comments:
Post a Comment