pm kisan 20th installment 2025 টাকা আসতে চলেছে জুলাই মাসে। তবে এখনো পর্যন্ত কোনো তারিখ অফিসিয়াল ভাবে ঘোষণা হয়নি, কারণ মাননীয় প্রধানমন্ত্রী বিদেশ যাত্রা করছে সেই কারণে। আমরা জানি যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নীতি যোজনা টাকা দেওয়ার পূর্বে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী তারিখ ঘোষণা করেন এবং সেই তারিখেই সকল কৃষকদের একাউন্টে টাকা ট্রান্সফার করা হয়।
pm kisan 20th installment date 2025
পিএম কিষান সম্মান নিধি যোজনা 20তম কিস্তির টাকা ঢুকবে সকল কৃষকদের একাউন্টে, জুলাই মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে অর্থাৎ 18 থেকে 21 তারিখের মধ্যে "পিএম কিষান ২০তম কিস্তির" টাকা দেওয়া শুরু হবে। তবে সকল কৃষক এ কিস্তি টাকা পাবে না কিন্তু কেন? কারণ যেসব কৃষকের KYC update, ব্যাংক একাউন্ট সমস্যা কিংবা আধার কার্ড আপডেট করেছে, সেই pm kisan উপভোক্তাদের একাউন্টে টাকা ঢুকবে না। আপনারয় pm kisan KYC update রয়েছে কিনা স্ট্যাটাস চেক করে দেখুন।
pm kisan samman nidhi status check // পিএম কিষান স্ট্যাটাস চেক
প্রধানমন্ত্রী কিষান সম্মান নীতি যোজনার স্ট্যাটাস চেক করে দেখুন আপনার KYC update, ব্যাংক একাউন্ট সমস্যা কিংবা আধার কার্ড আপডেট রয়েছে কিনা। 'pm kisan samman nidhi status check' করতে-
প্রথমে pm kisan অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করুন।
এবার হোম পেজে Farmers Corner নীচে Know Your Status ক্লিক করুন।
পরবর্তী পেজে Registration No ও ক্যাপচার কোড বসিয়ে Get OTP ক্লিক করুন।
এখন আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে OTP আসবে সেই ওটিপি বসিয়ে Get OTP ক্লিক করলে আপনার pm kisan samman nidhi status দেখতে পাবেন, e-KYC Status-✅ Yes, Aadhar Bank Account Seeding Status -✅ Yes থাকলে কোনরকম সমস্যা ছাড়াই 'pm kisan 20th installment 2025' টাকা ঢুকবে।
pm samman nidhi Benificiary List // পিএম কিষান Benificiary ফাইনাল লিস্ট
'pm kisan 20th installment' থেকে আপনার নাম বাদ যায়নি তো কিভাবে দেখবেন আপনার নাম 'pm samman nidhi Benificiary List' রয়েছে কিনা। পিএম কিষান Benificiary ফাইনাল লিস্ট চেক করুন -
প্রথমে সরাসরি pm kisan অফিসিয়াল ওয়েবসাইটে ওপেন করবেন।
এবার Farmers Corner নীচে 'Beneficiary List' অপশনে ক্লিক করুন।
পরবর্তী পেজে State, District, Sub-District, Block, Village Select করে Get Report ক্লিক করলে আপনার গ্ৰামের সম্পূর্ণ 'pm kisan samman nidhi Beneficiary List' দেখতে পাবেন।
No comments:
Post a Comment