Saturday, July 5, 2025

old age pension 2025 || বার্ধক্য ভাতা/বিধবা ভাতা/প্রতিবন্ধী ভাতা আবেদন কিভাবে করবেন? বার্ধক্য ভাতা স্ট্যাটাস চেক!!

  Deb Kumar       Saturday, July 5, 2025
old age pension 2025: দুয়ারে সরকার ক্যাম্পে বা স্থানীয় BDO অফিসে বার্ধক্য ভাতা/বিধবা ভাতা/প্রতিবন্ধী ভাতা আবেদন করেছেন, আপনার আবেদন Accept হয়েছে কিনা, "old age pension 2025" স্ট্যাটাস কিভাবে চেক করবেন? যদি কোনও সুবিধাভোগী এতদিন টাকা পেয়েছিলেন কিন্তু হঠাৎ করে সেই টাকা দেওয়া বন্ধ হয়ে গিয়েছে, তাহলে আপনার কিভাবে বুঝবেন কেন টাকা দেওয়া বন্ধ হয়ে গেল, এই সমস্ত কিছু জানাবো। 
বার্ধক্য ভাতা status check

old age pension list 2025 আপনার নাম লিস্টে যদি না থাকে তাহলে কীভাবে পুনরায় আবেদন করবেন? আজকের এই প্রতিবেদন 'old age pension status check' বার্ধক্য ভাতা বা বৃদ্ধ ভাতা / বিধবা ভাতা / প্রতিবন্ধী ভাতা নতুন স্ট্যাটাস কিভাবে চেক করবেন? সেই লিস্ট সরাসরি অনলাইন দেখুন।

old age pension 2025 বা বার্ধক্য ভাতা/বিধবা ভাতা/প্রতিবন্ধী ভাতা আসলে কি?

ভারতের যে সকল বৃদ্ধ পুরুষ এবং মহিলা যাদের বয়স 60 বছরের ঊর্ধ্বে, উভয়ইয় বার্ধক্য ভাতা পেয়ে থাকেন। এর পাশাপাশি যারা স্বামীহারা এবং যাদের শারীরিক প্রতিবন্ধী তাদেরকে কেন্দ্র সরকার তথা সারা ভারতবর্ষে প্রত্যেক রাজ্যে বিধবা ও প্রতিবন্ধীদের যে প্রকল্প বা Scheme প্রতিমাসে 1000 টাকা আর্থিক সহায়তা করা old age pension বা বৃদ্ধ ভাতা/বিধবা ভাতা/প্রতিবন্ধী ভাতা বলা হয়।

old age pension status check // বার্ধক্য ভাতা/বিধবা ভাতা/প্রতিবন্ধী ভাতা স্ট্যাটাস চেক

old age pension: বার্ধক্য ভাতা/বিধবা ভাতা/প্রতিবন্ধী ভাতা নতুন লিস্টের তালিকা প্রকাশ হয়েছে, যদি আপনি দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা বিডিও অফিস আবেদন করেছেন, তাহলে 'old age pension list check' করে আপনার স্ট্যাটাস দেখতে পারেন। এর জন্য-
  • প্রথমে আপনাকে nsap.nic.in ওয়েবসাইটটি ওপেন করতে হবে। 
  • এরপর অফিসিয়াল ওয়েবসাইটে হোম মেনুতে Reports ক্লিক করুন। 
  • পরবর্তী পেজে List of Reports State অপশনে নীচে State Dashboard অপশনে ক্লিক করুন। 
old age pension status check

  • এবার State সিলেক্ট করুন, এবং Scheme অপশনে বার্ধক্য ভাতা বা বৃদ্ধ ভাতা স্ট্যাটাস চেক জন্য IGNOAPS , বিধবা ভাতা স্ট্যাটাস চেক জন্য IGNWPS এবং প্রতিবন্ধী ভাতা স্ট্যাটাস চেক জন্য IGNDPS সিলেক্ট করে, নীচে captcha কোর্ডটি বসিয়ে Submit ক্লিক করলে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার লিস্ট দেখতে পাবেন।
  • এখন আপনার District এর উপরে ক্লিক করলে, Subdistrict ও Municipality দেখতে পাবেন। এবং আপনার Subdistrict ক্লিক করলে GramPanchayat/Ward ওপেন হবে, এবার আপনার GramPanchayat ক্লিক করলে Sanction Order No ও Beneficiary Name দেখতে পাবেন।
যদি আপনার এই লিস্টে নাম না থাকে তাহলে আপনাকে পুনরায় আবেদন করতে হবে।

old age pension paymant status check // বার্ধক্য ভাতা পেনশন পেমেন্ট স্ট্যাটাস চেক

old age pension paymant status check আপনার 'বার্ধক্য ভাতা পেনশন পেমেন্ট স্ট্যাটাস' দেখতে-
  1. প্রথমে আপনাকে nsap.nic.in ওয়েবসাইটটি ওপেন করতে হবে। 
  2. এরপর অফিসিয়াল ওয়েবসাইটে হোম মেনুতে Reports ক্লিক করুন। 
  3. পরবর্তী পেজে Beneficiary Search, Track and payment details অপশনে নীচে Pension Payment Details অপশনে ক্লিক করুন। 
  4. এবার Pension payment details of beneficiary ওপেন হবে সেখানে, 
old age pension paymant status check

আপনার Sanction Order No বা Application No দিয়ে captcha কোর্ডটি বসিয়ে Submit ক্লিক করলে আবেদনকারীর Basic Details এবং Status Active দেখতে পাবেন।

old age pension apply 2025 // বার্ধক্য ভাতা আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?

বার্ধক্য ভাতা আবেদন করতে যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন সেগুলো- 
আধার কার্ড। 
ভোটার কার্ড। 
ইনকাম সার্টিফিকেট। 
পাসপোর্ট সাইজ করার ফটো। 
ব্যাংক একাউন্ট। 
কাস্ট সার্টিফিকেট যদি থাকে। 

old age pension apply 2025 // বার্ধক্য ভাতা আবেদন কিভাবে করবেন?

যে সকল মহিলারা বয়সের কারণে লক্ষীর ভান্ডার থেকে বঞ্চিত আছেন, অর্থাৎ যাদের বয়স 60 বছর কিংবা তার উর্ধ্বে লক্ষীর ভান্ডার 
পায় না। বার্ধক্য ভাতা 60 বছরের উর্ধ্বে সকল পুরুষ এবং মহিলা উভয়ই 'বার্ধক্য ভাতা আবেদন' কিভাবে করবেন করতে পারবেন। আবেদন করার জন্য আপনাদের স্থানীয় BDO বা SDO অফিসে গিয়ে সরাসরি ফর্ম ফিলাপ করে প্রয়োজনীয় ডকুমেন্ট জেরক্স কপি এটাচ করে জমা করতে হবে। জমা করার কিছুদিন পর আপনার লিস্টে নাম চলে আসবে, সরাসরি বাধ্যক্য ভাতার স্ট্যাটাস চেক পরে জানতে পারবে।

শেষ কথা,
বার্ধক্য ভাতা বার্ধক্য ভাতা/বিধবা ভাতা/প্রতিবন্ধী ভাতা আবেদন পরবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে করতে পারবেন। 'বার্ধক্য ভাতা স্ট্যাটাস চেক' করতে nsap.nic.in ওয়েবসাইটটিতে ভিজিট করুন। 

Share Post


logoblog

Thanks for reading old age pension 2025 || বার্ধক্য ভাতা/বিধবা ভাতা/প্রতিবন্ধী ভাতা আবেদন কিভাবে করবেন? বার্ধক্য ভাতা স্ট্যাটাস চেক!!

Previous
« Prev Post

No comments:

Post a Comment