Monday, July 7, 2025

জমির পর্চা ডাউনলোড কিভাবে করবেন? // How To Download Porcha In West Bengal // জমির খতিয়ান ডাউনলোড সহজ উপায়!!

  Deb Kumar       Monday, July 7, 2025
আপনি কি আপনার জমির খতিয়ান বা জমির পর্চা 'Jomir Porcha Download' অনলাইন ডাউনলোড করতে চাইছেন। তাহলে কিভাবে আপনার মোবাইলের মাধ্যমে 'Porcha Kivabe Download Korbo' অনলাইন ডাউনলোড করুন জমির খতিয়ান বা পর্চা। বর্তমানে বিভিন্ন সরকারি প্রকল্পে যেমন কৃষক বন্ধু এবং পিএম কিষান প্রকল্পের জন্য আবেদন করতে জমির খতিয়ান নম্বর বা পর্চা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও ব্যাংক থেকে কোন কারনে কৃষি লোন (Loan) নেওয়ার জন্য, ব্যাংক থেকে সরাসরি জমির খতিয়ান বা পর্চা রেকর্ড দেখে কৃষি লোন (Loan)  দিয়ে থাকে।
Jomir Porcha Download

আপনি যদি কোন কারনে আপনার জমি বিক্রি করতে চাইলে জমির খতিয়ান বা পর্চা দেখে ক্রেতা জমি নেওয়ার আগ্রহ প্রকাশ করে। শুধু তাই নয়, এই জমির খতিয়ান বা পর্চা আপনার জমির সঠিক পরিমাপ উল্লেখ রয়েছে। 

জমির পর্চা কি // what is Jomir Porcha 

জমির পর্চা বা খতিয়ান হল, প্রত্যেক মালিকের জমির প্রমাণ পত্র। এছাড়াও জমির খতিয়ানে আপনার জমির সঠিক পরিমাপ ও সীমানা অনলাইন ডিজিটাল ফটোকপি। পর্চা রেকর্ড খুব সহজে ক্যারি করা যায় এবং যে কোন জায়গায় যে কোন মুহূর্তে 'Jomir Porcha Download' করা যায়।

জমির খতিয়ান বা পর্চা ডাউনলোড করতে কি ডকুমেন্টস লাগবে?

এই জমির খতিয়ান বা পর্চা যেসব ডকুমেন্টস প্রয়োজন সেগুলো -
  • জমির আসল দলিল। 
  • জমিনের মৌজার নম্বর। 
  • জমির খতিয়ান বা পর্চা নম্বর।
আপনার জমির খতিয়ান বা পর্চা ডাউনলোড একটি পেজ এর জন্য আপনাকে 20 টাকা পেমেন্ট অনলাইন করতে হবে। Jomir Porcha Download করার আবেদনের আগে আপনি কত টাকা আপনাকে অনলাইন পেমেন্ট করতে হবে জানতে পারবেন।

জমির খতিয়ান বা পর্চা রেকর্ড নম্বর অনলাইন ডাউনলোড কিভাবে করবেন দেখুন // How To Download Porcha In West Bengal 

আপনার Jomir Porcha রেকর্ড অনলাইন ডাউনলোড করুন খুব সহজেই এর জন্য -
  • প্রথমে আপনাকে Banglarbhumi.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করুন।
  • এরপর উপরে Sign Up অপশনে ক্লিক Public Registration Form টিতে আপনার নাম, ঠিকানা, ইমেইল আইডি, মোবাইল নাম্বার, OTP ও পাসওয়ার্ড দিয়ে Submit করলে রেজিষ্ট্রেশন হয়ে যাবে।
  • এবার Sign In এ ক্লিক করে, মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড ও OTP বসিয়ে লগইন করুন।
  • পরবর্তী পেজে Citizen Service এ ক্লিক করে Service Delivery তে ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে সেখানে ROR Request এ ক্লিক করুন আবেদন ফর্মটি দেওয়া হবে।
Porcha Kivabe Download Korbo

  • এরপর পরবর্তী পেজটিতে  REQUEST DETAIL এ আপনার District, Block, Mouza, Khatian No এবং আপনার নাম, বাবার নাম, ঠিকানা ও Character দিয়ে Calculate Fee অপশনে ক্লিক করুন।
  • এবার আপনার সামনে কত টাকা পেমেন্ট করতে হবে, সেই পেমেন্ট মেথড সিলেক্ট করুন ও পেমেন্ট করতে হবে।
  • পেমেন্ট Submit হলে, আপনি আবেদন পেমেন্ট রসিদ পাবেন সেটা ফটো তুলে নিন। 
Banglarbhumi Website Link:– Click Here 
  • এরপর অফিসিয়াল ওয়েবসাইটে হোম পেজে Citizen Service এ ক্লিক করে, GRN Search এ ক্লিক করবেন ও Request Type এ ROR সিলেক্ট করুন।
  • এবার আপনার GRN নাম্বার ও Application No দিয়ে Submit এ ক্লিক করলে আবেদন এপ্রুভ হয়েছে কিনা দেখতে পাবেন।
যদি আবেদন এপ্রুভ হয় তাহলে সরাসরি জমির খতিয়ান বা পর্চা রেকর্ড ডাউনলোড অপশন চলে আসবে সেখানে ক্লিক করে ডাউনলোড করুন।

শেষ কথা..

অনেক সময় এই Banglarbhumi.gov.in অফিসিয়াল ওয়েবসাইটির সার্ভার ডাউন থাকার কারণে লগইন, জমির Khatian বা পর্চা রেকর্ড ডাউনলোড করতে সমস্যা হয় আপনারা সঠিক সময়ে আবেদন ডাউনলোড করবেন।
Share Post


logoblog

Thanks for reading জমির পর্চা ডাউনলোড কিভাবে করবেন? // How To Download Porcha In West Bengal // জমির খতিয়ান ডাউনলোড সহজ উপায়!!

Previous
« Prev Post

No comments:

Post a Comment