SIR (Special Intensive Revision) কি?
পশ্চিমবঙ্গের 2002 সালের ভোটার লিস্ট SIR কথার অর্থ Special Intensive Revision বা সর্বশেষ ভোটার লিস্টের ভেরিফিকেশন যা 2002 সালে হয়েছিল। এই ELECTORAL ROLL 2002 Voter List যদি আপনার নাম থাকে তাহলে আপনি খুব সহজে আপনার ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারবেন।
নির্বাচন কমিশন 2002 সালের WB 2002 Voter List প্রকাশিত হয়েছে।
WB 2002 Voter List Download || পশ্চিমবঙ্গের ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড কিভাবে করবে দেখুন?
পশ্চিমবঙ্গের 2002 সালের ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন দেখুন -
- প্রথমে পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন অফিসিয়াল ওয়েবসাইট ceowestbengal.nic.in ওপেন করুন।
- এরপর অফিসিয়াল ওয়েবসাইটের নীচের দিকে All News এ Electoral Roll of SIR 2002, (remaining ACs will be uploaded soon) এই অপশনে ক্লিক করুন।
- এবার আপনার সামনে নতুন পেজ ওপেন হবে সেখানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার ELECTORAL ROLL 2002 Voter List দেখতে পাবেন। আপনার জেলা সিলেক্ট করবেন।
- এরপর আপনার District সিলেক্ট করে আপনার এলাকার Polling Station Name ও Final Roll দেখতে পাবেন।
- এবার Final Roll অপশনে ক্লিক করলে আপনার এলাকার 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন।
অফিসিয়াল ওয়েবসাইট লিংক- Click Here
জরুরী কথা-
ELECTORAL ROLL 2002 Voter List পশ্চিমবঙ্গের সমস্ত জেলার লিস্ট এখনো পর্যন্ত আপডেট হয়নি কিছু কিছু জেলার তালিকা বা লিস্ট প্রকাশিত হয়েছে, যেসব জেলার লিস্ট এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি, সেই জেলার ২০০২ সালের ভোটার লিস্ট পরবর্তীকালে প্রকাশিত হবে।
No comments:
Post a Comment