Saturday, July 13, 2024

প্রধানমন্ত্রী আবাস যোজনা নতুন লিস্ট // pm awas yojana new list 2024

  Deb Kumar       Saturday, July 13, 2024
কেন্দ্রীয় সরকার তথা মাননীয় নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসার পরেই সর্বপ্রথম পিএম কিষাণ প্রকল্পের ১৭তম কিস্তি এবং ৩ কোটি মানুষের নতুন ঘর দেবার ঘোষণা করেন। তাই ইতিমধ্যে সরকার পিএম কিষাণ প্রকল্পের ১৭তম কিস্তির ২০০০ টাকা দেওয়া হয়েছে। এবং ৩ কোটি নতুন ঘর দেবার ঘোষণা কেন্দ্র দেশবাসীদের জন্য। প্রধানমন্ত্রী আবাস যোজনা নতুন লিস্ট আপনার নাম রয়েছে কিনা দেখে নিন। যদি আপনি বিনামূল্যে বাড়ি করতে চান সরকার এর কাছে থেকে, তবে pm awas yojana new list 2024 আপনার নাম রয়েছে কিনা চেক করুন অনলাইনে আপনার মোবাইল দিয়ে।
প্রধানমন্ত্রী আবাস যোজনা নতুন লিস্ট


pm awas yojana new list 2024 নতুন ফাইনাল লিস্ট দেখার সহজ পদ্ধতি আপনাদের শেয়ার করবো। 

pm awas yojana final list 2024 || প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্ট -

pm awas yojana প্রধানমন্ত্রী আবাস যোজনা দুটি লিস্ট প্রকাশিত হয়েছে শহর ও গ্রাম ভিত্তিক। আপনি যদি rural area বা গ্রামীণ লিস্ট দেখতে চাইছেন তাহলে, খুব সহজে পঞ্চায়েত ভেরিফাইড "pm awas yojana new list 2024" নতুন লিস্ট মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে স্ট্যাটাস চেক করতে পারবেন স্টেপ বাই স্টেপ এর জন্য-

  • প্রথমে আপনাকে pm awas yojana অফিসিয়াল ওয়েবসাইট pmayg.nic.in ওপেন করতে হবে। 
  • এরপর অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে Awaassoft ড্রপডাউন মেনু Report অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করতে হবে। 

➡️ pmay অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করতে এখানে ক্লিক করুন - Click Here 

  • এখন আপনার সামনে নতুন একটি পেজ আসবে সেখানে H. Social Audit ReportsBeneficiary details for verification এই অপশনে ক্লিক করবেন।
  • এরপর pm awas yojana list 2024 নতুন লিস্ট দেখার জন্য আপনাকে State Name, District Name,Block/Municipality, GP Name, 2023-2024, প্রধানমন্ত্রী আবাস যোজনা লিস্ট দিতে হবে।
  •  এবার নীচে Capthca বসিয়ে Submit অপশনে ক্লিক করলে pm awas yojana new list 2024 সম্পূর্ণ লিস্ট দেখতে পাবেন। 

তাছাড়া "প্রধানমন্ত্রী আবাস যোজনা নতুন লিস্ট" আপনি চাইলে সরাসরি আপনার নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিসে কিংবা ব্লক অফিসে যোগাযোগ করতে পারেন। 
Share Post


logoblog

Thanks for reading প্রধানমন্ত্রী আবাস যোজনা নতুন লিস্ট // pm awas yojana new list 2024

Previous
« Prev Post

1 comment: