Saturday, July 6, 2024

লক্ষীর ভান্ডার স্ট্যাটাস চেক 2024 // How to check Lakshmir Bhandar status 2024

  Deb Kumar       Saturday, July 6, 2024
Lakshmir Bhandar status- লক্ষ্মীর ভান্ডার মহিলাদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প, এই "লক্ষ্মী ভান্ডার বা Lakshmir Bhandar" প্রকল্পে প্রত্যেক পরিবারের মহিলাদের আর্থিক সহায়তা রাজ্য সরকার প্রদান করে। 25 থেকে 60 বছর বয়সী প্রত্যেক মহিলা Laxmi Bhandar স্কিমের জন্য আবেদন করতে পারবে। এই প্রকল্পে সরকার মাসিক আয়ের সুবিধা দেয় SC/ST দের জন্য Rs. 1,200 এবং ওবিসি ও সাধারণ মহিলাদের জন্য Rs. 1,000 টাকা দিয়ে থাকে। 
আজকে আমরা লক্ষ্মীর ভান্ডারের স্কিম এবং স্ট্যাটাস কীভাবে চেক করব, সে সম্পর্কে সমস্ত তথ্য শেয়ার করবো।
Laxmi Bhandar Status Check 2024


মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় রাজ্যের প্রত্যেক পরিবারের মহিলা সদ্যসদের আর্থিক ভাবে সাবলম্বী করার লক্ষ্যে 2021 সালের সেপ্টেম্বর মাসে "লক্ষীর ভান্ডার" প্রকল্পটি চালু করে। এই প্রকল্পের আওতায় প্রত্যেক SC/ST মহিলারা মাসে 1200 টাকা এবং OBC/ General মাসে 1000 টাকা করে লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন। নারীদের আর্থিক ভাবে সাবলম্বী করে তোলার উদ্যেশেই প্রধানত লক্ষীর ভান্ডার প্রকল্পটি চালু করা হয়।

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক 2024 // Lakshmir Bhandar status check online 

Lakshmir Bhandar আবেদনকারীরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের Status Check করতে পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদনকারীদের জন্য নতুন আপডেট এনেছে। অর্থাৎ আপনি সরাসরি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করে, আপনার লক্ষীর ভাণ্ডারের এপ্লিকেশন আইডি, লক্ষ্মীর ভান্ডার পেমেন্ট success হলো কী না? লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন এপ্রুভ হলো কী না? সব কিছু যানতে পারবেন।

  1. লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে গুগল সার্চ করুন https://socialsecurity.wb.gov.in -এই অফিসিয়াল ওয়েবসাইটটি লক্ষ্মীর ভান্ডার।
  2. এবার অফিসিয়াল ওয়েবসাইটটিতে ওপেন করুন এবং Track Application Status অপশনটিতে ক্লিক করবেন।
  3. এরপর নতুন একটি পেজ আসবে সেখানে আপনার লক্ষীর ভান্ডারের এপ্লিকেশন আইডি /মোবাইলে নম্বর / স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার / আধার নাম্বার যে কোনো একটি সিলেক্ট করে নম্বর বসাবেন।
  4.  এখন captcha কোর্ডটি বসিয়ে search অপশনে ক্লিক করুন।
  5. সার্চ বটনে ক্লিক করার পর আপনার লক্ষ্মীর ভান্ডারের এপ্লিকেশন আইডি এবং ব্যাংকের যাবতীয় তথ্য এছাড়াও লক্ষ্মীর ভান্ডার পেমেন্টের সমস্ত ডিটেইলস চলে আসবে।

এই ভাবে আপনার পরিবারের সকল সদস্যদের 
"Lakshmir Bhandar status check online" চেক করতে পারেন। 

যদি আপনি এই পোস্ট থেকে সুবিধা পেয়ে থাকেন তাহলে আপনি আপনার প্রিয়জনদের শেয়ার করুন।

Lakshmir Bhandar status check link - Click Here 
Share Post


logoblog

Thanks for reading লক্ষীর ভান্ডার স্ট্যাটাস চেক 2024 // How to check Lakshmir Bhandar status 2024

Previous
« Prev Post

No comments:

Post a Comment