Tuesday, June 24, 2025

PM Kisan 20th Installment Date 2025 || পিএম কিষাণ KYC 2025 কিভাবে করবে?

  Deb Kumar       Tuesday, June 24, 2025

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী PM Kisan Samman Nidhi Yojana (PM Kisan) 24শে ফেব্রুয়ারি 2019 চালু করেন। এই যোজনায় কেন্দ্রীয় সরকারের অধীনে প্রতি বছর কৃষকদের 6000 টাকা করে প্রতিটি সুবিধাভোগীকে তিনটি সমান কিস্তিতে 2000 টাকা আর্থিক সুবিধা দেওয়া হয়। খুব শীঘ্রই PM Kisan 20th Installment Date 2025 কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে।

pm kisan 20th installment 2025


PM Kisan 20th Installment Date 2025

পিএম কিষাণ কিস্তি 4 মাসে দেওয়া হয়। pm kisan 19 তম কিস্তি 24 ফেব্রুয়ারি 2025-এ দেওয়া হয়েছিল৷ এই অনুমান অনুযায়ী, পরবর্তী PM Kisan 20th Installment Date 2025 আগামী জুলাই -এ প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

এই প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের অধীনে, যোগ্য কৃষকদের PM Kisan KYC 2025 কিভাবে করবে?

 

PM Kisan KYC 2025 কিভাবে করবে?

পিএম কিষাণ PM Kisan Samman Nidhi Yojana 2025 KYC Update করুন...

  1. প্রথমে PM Kisan-এর অফিসিয়াল ওয়েবসাইটে pmkisan.gov.in ওপেন করুন।
  2. এরপর Farmers Corner নীচে e-kyc অপশনে ক্লিক করুন।
  3. পরবর্তী পেজে আপনার আধার নম্বর লিখে সার্চ করুন।
  4. আধার কার্ড এর সঙ্গে যুক্ত মোবাইলে প্রাপ্ত OTP লিখুন।
  5. এরপর সবশেষে Submit বাটনে ক্লিক করুন।

এইভাবে আপনার PM Kisan Samman Nidhi Yojana 2025 KYC Update হবে। eKYC is MANDATORY for PMKISAN Registered Farmer সকলের জন্য।


PM Kisan Beneficiary list কিভাবে চেক করবেন 

পিএম কিষাণ সুবিধাভোগীরা তাদের পরবর্তী কিস্তির জন্য PM Kisan 20th Installment Date 2025 তারিখের জন্য অপেক্ষা করছেন।

PM Kisan Beneficiary list_এ তালিকায় আপনার নাম রয়েছে কিনা চেক করুন।

  • প্রথমে PM Kisan-এর অফিসিয়াল ওয়েবসাইটে pmkisan.gov.in ওপেন করুন।
  • এরপর Farmers Corner নীচে 'Beneficiary list' অপশনে ক্লিক করুন।
  • এরপর আপনি আপনার state, district, sub-district, block and village সিলেক্ট করে get report ক্লিক করবেন।

এবার আপনার সামনে আপনার এলাকার সম্পূর্ণ লিস্ট দেখতে পাবেন।


খুব শীঘ্রই PM Kisan 20th Installment Date 2025 আসতে চলেছে, তাই সমস্ত যোগ্য সুবিধাভোগী অবশ্যই নিশ্চিত করতে হবে যে আগামী অর্থ প্রদানের অনুপস্থিতি এড়াতে তাদের E-KYC সম্পন্ন হয়েছে। কৃষকদের নিয়মিত তাদের সুবিধাভোগী স্থিতি পরীক্ষা করতে এবং আগাম ই-কেওয়াইসি প্রক্রিয়াটি ভালভাবে সম্পন্ন করার পরামর্শ দেওয়া হল।

Share Post


logoblog

Thanks for reading PM Kisan 20th Installment Date 2025 || পিএম কিষাণ KYC 2025 কিভাবে করবে?

Previous
« Prev Post

1 comment:

  1. আমার kyc আপডেট হয়েছে টাকা আসবে তো?

    ReplyDelete