কৃষক বন্ধু নতুন প্রকল্পে খরিফ (kharif) কিংবা রবি (Rabi) শস্যের জন্য দুয়ারে সরকার ক্যাম্পে অ্যাপ্লিকেশন বা আবেদন করেছেন, কিন্তু আপনার আবেদন Approved হয়েছে কিনা জানতে পারছেন না। আপনার "krishak bandhu application status check" অনলাইন দেখতে পারবেন, কৃষক বন্ধু নতুন অ্যাপ্লিকেশন চেক করে দেখতে পারেন খুব সহজে। কৃষক বন্ধু নতুন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক কিভাবে করবেন? জেনে নিন বিস্তারিত আজকের এই আর্টিকেল এর মাধ্যমে।
krishak bandhu application status কি?
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু নতুন প্রকল্পে সকল কৃষক কে 5,000 টাকা পরিবর্তে সর্বাধিক 10,000 টাকা প্রতি বছর পাবেন ঘোষণা করেন। এই ঘোষণার পরীক্ষিততে দুয়ারে সরকার ক্যাম্পে নতুন কৃষক বন্ধু প্রকল্পের আবেদন শুরু হয়। যে সকল কৃষক দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে আবেদন কিংবা জমির পরিমাণ যুক্ত করেছেন সেই "krishak bandhu application status" আপনি আপনার মোবাইল এর মাধ্যমে অনলাইন দেখতে পাবেন। এই কৃষক বন্ধু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করে আপনার আবেদন সিলেক্ট হয়েছে কিনা তা জেনে নিন খুব সহজেই।
krishak bandhu new application status check online কিভাবে করবেন?
কৃষক বন্ধু নতুন প্রকল্পে খরিফ (kharif) কিংবা রবি (Rabi) শস্যের জন্য আপনার অ্যাপ্লিকেশন বা আবেদন Approved হয়েছে কিনা চেক করতে আপনাকে-
- যেকোনো ব্রাউজার ওপেন করে গুগলে krishak bandhu লিখে সার্চ করতে হবে।
- এরপর আপনাকে https://krishakbandhu.net এই ওয়েবসাইটে ক্লিক করে ওপেন করতে হবে।
- পরবর্তী পেজে কৃষক বন্ধু অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে, সেখানে আপনাকে "নথিভুক্ত কৃষকের তথ্য" অপশনে ক্লিক করতে হবে।
- নথিভুক্ত কৃষকের তথ্য অপশনে ক্লিক করলে নতুন একটি পেজ ওপেন হবে সেখানে আপনাকে আপনার ভোটার আইডির নম্বর এবং I'm not a robot চেক বক্সে ঠিক মার্ক দিয়ে Search অপশনে ক্লিক করতে হবে।
- Search অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনার অ্যাপ্লিকেশন বা আবেদন Approved হয়েছে কি হয়নি।
- এছাড়াও যদি আপনার অ্যাপ্লিকেশন বা আবেদন Approved হয়ে যায় তাহলে ওই পেজটিতে
- KB ID(কৃষক বন্ধু আইডি)
- Farmer Name(কৃষকের নাম)
- Total Land(In Acre) কত পরিমাণ জমির জন্য আবেদন করেছিলেন।
- Status (Approved হয়েছে কিনা)
- Transaction Status দেখতে পাবেন।
krishak bandhu new application কারা সুবিধা পাবেন?
কৃষক বন্ধু (নতুন) প্রকল্পে খরিফ (kharif) কিংবা রবি (Rabi) শস্যের চাষ কৃষির উপকরণ ক্রয়ের সুবিধার জন্য এক একর জমি বা তার বেশি চাষযোগ্য জমির কৃষকরা বছরে দুই কিস্তিতে 10,000 টাকা অনুদান পাবেন। তবেয় সকলে এই প্রকল্পের সুবিধা পাবেন না, এই কৃষক বন্ধু (নতুন) প্রকল্পে যেসকল কৃষক সুবিধা পাবেন -
- কৃষক বন্ধু (নতুন) প্রকল্পের জন্য কৃষককে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- কৃষক বন্ধু (নতুন) প্রকল্পের জন্য কৃষককে তার নিজ নামে জমির পরচা বা কম্পিউটার রেকর্ড থাকতে হবে।
- তবে নিজের নামে জমি না থাকলে সেক্ষেত্রে দলিল বা দানপত্র ও স্বঘোষণাপত্র এবং গ্রাম পঞ্চায়েত প্রধান এর ওয়ারিশ সার্টিফিকেট দিয়ে জমা করলে কৃষক বন্ধু (নতুন) প্রকল্পের সুবিধা পাবেন।
No comments:
Post a Comment