Friday, August 11, 2023

Bangla shasya bima 2023 : কিভাবে আবেদন করবেন? কি কি ডকুমেন্টস লাগবে দেখুন!!

  Deb Kumar       Friday, August 11, 2023
বাংলা শস্য বীমা কিভাবে আবেদন করবেন? কি কি সুবিধা রয়েছে এই "bangla shasya bima 2023" দেখুন এক নজরে। ইতিমধ্যে কৃষক বন্ধুদের জন্য কৃষক বন্ধু এর মতো বাংলা শস্য বীমা আবেদন শুরু হয়েছে। এই bangla shasya bima 2023 মাধ্যমে কৃষকরা পাবেন মোটা টাকা। যদি খরিফ মরসুম 2023 কৃষকের ফসল নষ্ট হয় তাহলে বাংলা শস্য বীমা আবেদন করতে পারবেন। কিন্তু কিভাবে আবেদন করবেন? কি কি ডকুমেন্টস লাগবে দেখুন বিস্তারিত এই প্রতিবেদনে।
bangla shasya bima 2023


খরিফ মরসুম 2023 কৃষকের ফসল 60% নষ্ট
হলে কৃষকরা সরাসরি স্থানীয় কৃষি দফতরে কিংবা অনলাইন bangla shasya bima 2023 (BSB) অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। তো দেখে নেওয়া যাক বাংলা শস্য বীমা আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে ও সম্পূর্ণ আবেদন পদ্ধতি।

Bangla shasya bima 2023: কি কি ডকুমেন্টস লাগবে?

বাংলা শস্য বীমা প্রকল্পের জন্য আবেদন করতে যেসব ডকুমেন্টস লাগবে সেগুলো -
  • ভোটার কার্ড। 
  • ব্যাঙ্ক একাউন্ট পাসবই।
  • আধার কার্ড। 
  • নিজস্ব জমির খতিয়ান পরচা বা দলিল। 
  • তবে ভাগচাষীদের ক্ষেত্রে জমিতে চাষের অধিকার সংক্রান্ত শংসাপত্র লাগবে।

Bangla shasya bima 2023: সম্পূর্ণ অবেদন পদ্ধতি?

বাংলা শস্য বীমা প্রকল্পে জমির ফসল অতি ভারী বৃষ্টির জন্য বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ফসল ক্ষতির জন্য বীমা দেয়। তাই রাজ্য সরকার তথা বীমা কোম্পানি "এগ্রিকালচারাল ইন্সুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড" খরিফ মরসুম bangla shasya bima 2023 অবেদন করতে পারেন।প্রত্যেক কৃষক, BSB বা বাংলা শস্য বীমা অফলাইন আবেদন করতে পারবেন। তাই প্রত্যেক কৃষককে দুয়ারে সরকার কিংবা বিডিও বা কৃষি দপ্তর থেকে ফর্ম পূরণ করে নতুন করে আবেদন করতে হবে। এই আবেদন করার সময় আবেদনকারীর ডিটেইলস যেমন; ভোটার কার্ড, ব্যাঙ্ক একাউন্ট পাসবই ডিটেইলস, জমির পরিমাণ বিবরণ, ও মোবাইল নম্বর দিয়ে ফর্মটি ফিলাপ করে জমা করতে হবে। 
আপনারা আগামী সেপ্টেম্বর মাসে 1 তারিখ থেকে 16 ই সেপ্টেম্বর 2023 পর্যন্ত দুয়ারে ক্যাম্প পুনরায় শুরু হবে, সেখানে গিয়ে সরাসরি bangla shasya bima (BSB) 2023 ফর্মটি ফিলাপ করতে পারবেন।
Share Post


logoblog

Thanks for reading Bangla shasya bima 2023 : কিভাবে আবেদন করবেন? কি কি ডকুমেন্টস লাগবে দেখুন!!

Previous
« Prev Post

No comments:

Post a Comment