Wednesday, July 26, 2023

pm kisan samman nidhi status : বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করুন? 14 নম্বর কিস্তির টাকা ঢুকলো কিনা!!

  Deb Kumar       Wednesday, July 26, 2023
আজ 27 শে জুলাই বৃহস্পতিবার "pm kisan samman nidhi status" চেক করুন এবং দেখে নিন আপনার pm kisan এর 14 নম্বর কিস্তির টাকা ঢুকলো কিনা।
যদি আপনি পিএম কিষান নিধির kyc করা রয়েছে তাহলে আপনি আপনার ব্যাংক একাউন্টে 2000 টাকা পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনার ব্যাংক একাউন্ট বন্ধ কিংবা আধার কার্ড এর ভুল থাকলে সেক্ষেত্রে আপনার টাকা পাবেন না।


আজকের এই প্রতিবেদনে আমরা pm kisan samman nidhi status বা বেনিফিশিয়ারি pm kisan status কিভাবে সরাসরি চেক করবেন তা শেয়ার করবো।

pm kisan samman nidhi status //কিভাবে চেক করবেন দেখুন -

পিএম কিষান সন্মান নিধির স্ট্যাটাস বা pm samman nidhi status চেক সরাসরি মোবাইল এর মাধ্যমে করবেন জেনে নিন -
স্টেপ 1 - পিএম কিষান সন্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করুন।
স্টেপ 2 - FARMERS CORNER দেখুন Know Your Status এতে ক্লিক করুন।
স্টেপ 3 - পরবর্তী নতুন পেজে PM Kisan Samman Nidhi রেজিস্ট্রেশন নম্বর ও ক্যাপচার দিয়ে Get Data এ ক্লিক করুন।
এখন আপনি আপনার LATEST INSTALLMENTS ডিটেলস দেখতে পাবেন।

PM Kisan Registration NO না জানেন তাহলে কি করবেন? 

পিএম কিষান সন্মান নিধির জানতে FARMERS CORNER দেখুন Know Your Status এতে ক্লিক করে KNOW YOUR REGISTRATION NUMBER ক্লিক করবেন।
এরপর মোবাইল নাম্বার বা আধার কার্ডের নম্বর ও ক্যাপচার দিয়ে Get Mobile OTP তে ক্লিক করুন। যে মোবাইল নাম্বার PM Kisan Registration করার সময় দিয়েছেন ওই মোবাইলে OTP আসবে সেই ওটিপি দিয়ে Submit ক্লিক করলে আপনার REGISTRATION NUMBER সহ ডিটেইস দেখতে পাবেন।

অফিসিয়াল ওয়েবসাইট লিংক - Click Here 

pm kisan samman nidhi বেনিফিশিয়ারি লিস্ট চেক পদ্ধতি -

আপনি যদি আপনার গ্ৰামের সমস্ত লিস্ট দেখতে চাইছেন তাহলে খুব সহজেই আপনার pm kisan samman nidhi বেনিফিশিয়ারি লিস্ট দেখতে পারেন -
এর জন্য আপনাকে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে FARMERS CORNER এ BENIFICIARY LIST এতে ক্লিক করুন।
kisan samman nidhi status


এবার আপনার State, District, Sub-District, Block, Village Select করে Get Report ক্লিক করলেই আপনার এলাকার সম্পূর্ণ লিস্ট দেখতে পাবেন।
Share Post


logoblog

Thanks for reading pm kisan samman nidhi status : বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করুন? 14 নম্বর কিস্তির টাকা ঢুকলো কিনা!!

Previous
« Prev Post

No comments:

Post a Comment