Sunday, July 23, 2023

Nabanna Scholarship 2023 Form PDF Download : সম্পূর্ণ অনলাইন আবেদন পদ্ধতি ও কি কি যোগ্যতা প্রয়োজন? প্রয়োজনীয় নথিপত্র কি লাগবে জেনে নিন বিস্তারিত!!

  Deb Kumar       Sunday, July 23, 2023
দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হল Nabanna Scholarship Online Apply 2023 নতুন আবেদন পদ্ধতি জেনে নিন, প্রত্যেক শিক্ষার্থীকে মানতে হবে এই নিয়ম। প্রত্যেক শিক্ষার্থীকে দেওয়া হবে 10000 হাজার টাকা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় স্কলারশিপ শুরু হয়েছিল। অবশেষে Chief Minister’s Relief Fund থেকে পশ্চিমবঙ্গের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ছাত্র-ছাত্রীদের জন্য Nabanna Scholarship Online Apply 2023-24 করার নির্দেশ দিল অফিসিয়াল ওয়েবসাইট থেকে। 
nabanna scholarship form


আজকের প্রতিবেদনে নবান্ন স্কলারশিপের আবেদন অনলাইন কিভাবে আবেদন করবেন? কি কি ডকুমেন্টস লাগবে? শিক্ষার্থীদের কি যোগ্যতা দরকার তা বিস্তারিত শেয়ার করবো।

পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কলারশিপ এর মধ্যে Nabanna Scholarship অন্যতম, এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর Chief Minister’s Relief Fund থেকে স্কলারশিপে আবেদন করা দরিদ্র ছাত্র-ছাত্রীদের 10000 টাকা আর্থিক সহায়তা প্রদান করে যা দরিদ্র ছাত্র-ছাত্রীদের উজ্জল ভবিষ্যত গড়তে সহায়তা করে। যে সকল ছাত্র-ছাত্রীরা মাধ্যমিকে বা উচ্চমাধ্যমিকে 60% নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছে, তাঁরা Nabanna Scholarship 2023-24 শিক্ষাবর্ষের নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। ইতিমধ্যে এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে তো চলুন জেনে নেওয়া যাক সম্পূর্ণ অনলাইন আবেদন পদ্ধতি।

Nabanna Scholarship 2023 আবেদন করার জন্য কি কি নথিপত্র প্রয়োজন?

nabanna scholarship form ফিলাপের করতে যে নথিপত্র প্রয়োজন, সেগুলো-
  1. আবেদনকারীর আধার কার্ড।
  2. মাধ্যমিকের এডমিট কার্ড। 
  3. আবেদনকারীর অভিভাবকের আধার কার্ড ও ভোটার কার্ড।
  4. মাধ্যমিক পরীক্ষার এডমিড কার্ড।
  5. রেজিস্টার মোবাইল নম্বর। 
  6. ইমেইল আইডি।
  7. পরবর্তী কোর্সে ভর্তির প্রমাণপত্র।
  8. পারিবারিক ইনকাম সার্টিফিকেট।
  9. MLA ইনকাম সার্টিফিকেট।
  10. নিজস্ব ব্যাঙ্কের পাসবুক।
  11. পাসপোর্ট সাইজের কালার ফটো।
  12. জাতিগত শংসাপত্র। 
তবে, যে সকল ছাত্র-ছাত্রীরা 60% নম্বর পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে শুধু সেই সকল ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।

অফিসিয়াল ওয়েবসাইট লিংক - Click Here 

Nabanna Scholarship 2023 আবেদন করার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন? 

নবান্ন স্কলারশিপের 2023-24 শিক্ষাবর্ষে আবেদন করার জন্য অনলাইন পদ্ধতি শুরু করা হয়েছে, এই Nabanna Scholarship 2023 আবেদন করার জন্য যেসব যোগ্যতার প্রয়োজন সেগুলো -
  • আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি স্কুলে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষায় 60% নম্বর পেয়ে উত্তীর্ণ হবে।
  • আবেদনকারীর পারিবারিক বার্ষিক ইনকাম 1 লক্ষ 20000 হাজার টাকার কম হতে হবে।

Nabanna Scholarship 2023 // সম্পূর্ণ অনলাইন আবেদন পদ্ধতি:

নবান্ন স্কলারশিপে আবেদন করার জন্য nabanna scholarship form pdf download করে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে সঠিকভাবে আবেদন পত্র পূরণ করার পরে ফর্মটি মুখ্যমন্ত্রীর কার্যালয়ে তথা নবান্ন ভবনে এ জমা দিতে হতো। এতে ছাত্র-ছাত্রীরা নবান্নে গিয়ে এই স্কলারশিপে আবেদন করার সময় অনেক সমস্যার সম্মুখীন হতো। এছাড়াও অধিকাংশ ছাত্র-ছাত্রীরা সঠিকভাবে আবেদনপত্র জমা করতে পারতো না। তাই এই স্কলারশিপের টাকা সাহায্য থেকে বঞ্চিত থাকতো। তাই রাজ্য সরকার তথা Chief Minister’s Relief Fund অফিসিয়াল ওয়েবসাইট থেকে nabanna scholarship form pdf  download করে সকল ছাত্র-ছাত্রীরা অনলাইন এ এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে।


এই স্কলারশিপের জন্য আবেদন করতে ছাত্র-ছাত্রীদের প্রয়োজনীয় নির্দেশনা মেনে ফর্ম ফিলাপ করে pdf/jpg ফরমেট নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।

যোগাযোগ:- 
Chief Minister’s Office, Nabanna
325, Sarat Chatterjee Road Howrah - 711 102
wbcmrfedu2020[at]gmail[dot]com
033 2253 5335
Monday to Friday - 10 am to 5.30 pm 
( Excluding Govt. Holidays )
Share Post


logoblog

Thanks for reading Nabanna Scholarship 2023 Form PDF Download : সম্পূর্ণ অনলাইন আবেদন পদ্ধতি ও কি কি যোগ্যতা প্রয়োজন? প্রয়োজনীয় নথিপত্র কি লাগবে জেনে নিন বিস্তারিত!!

Previous
« Prev Post

No comments:

Post a Comment