Thursday, July 20, 2023

বিকাশ ভবন স্কলারশিপ 2023-24 : স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপে কিভাবে আবেদন করবেন? জেনে নিন বিস্তারিত!!

  Deb Kumar       Thursday, July 20, 2023

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেশ কিছু দিন হল বেরিয়েছে। তবে এই দুই পরীক্ষার মেধাবী ছাত্র ও ছাত্রীদের আর্থিক সাহায্য জন্য রাজ্য সরকার বিভিন্ন স্কলারশিপ প্রদান করে থাকে তার মধ্যে অন্যতম হলো বিকাশ ভবন স্কলারশিপ বা Swami Vivekananda Scholarship। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপের আবেদন শুরু করলো রাজ্যে সরকার। এই স্কলারশিপের আওতায় মেধাবী ছাত্র ও ছাত্রীদের 12000 টাকা আর্থিক অনুদান প্রদান করে।

swami vivekananda scholarship 2023


আজকের এই প্রতিবেদনটির মাধ্যমে বিকাশ ভবন স্কলারশিপ 2023-24 সম্পুর্ন আবেদন প্রক্রিয়া ও কি কি ডকুমেন্টস লাগবে ও যোগ্যতার বিষয়ে জানানোর চেষ্টা করবো।

Swami Vivekananda Scholarship আবেদন করার যোগ্যতা :

এই স্কলারশিপের জন্য আবেদন করতে যেসব যোগ্যতার প্রয়োজন সেগুলো -
  1. পশ্চিমবঙ্গের স্থায়ীভাবে বসবাস করতে হবে।
  2. শিক্ষার্থীর পড়ার মান কম পক্ষে 60% এর উর্দ্ধে হতে হবে।
  3. শিক্ষার্থীর পরিবারের বাৎসরিক আয় 2.5 লক্ষ্য এর কম হতে হবে।

Swami Vivekananda Scholarship আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে?

এই বিকাশ ভবন স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ আবেদন করার জন্য ডকুমেন্টস লাগবে -
  • আধার কার্ড।
  • রেশন কার্ড।
  • ভোটার কার্ড।
  • মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ।
  • উচ্চমাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
  • পরবর্তী কোর্সে ভর্তির প্রমাণপত্র।
  • পারিবারিক ইনকাম সার্টিফিকেট।
  • নিজস্ব ব্যাঙ্কের পাসবুক।
  • পাসপোর্ট সাইজের কালার ফটো।
  • জাতিগত শংসাপত্র।

Swami Vivekananda Scholarship 2023-24 আবেদন পদ্ধতি -

svmcm স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ মেরিট-কাম-মিন্স স্কলারশিপ 2023-24 আবেদন বা svmcm renewal করতে -
প্রথমে আপনাকে banglaruchchashiksha.wb.gov.in ওয়েবসাইটে SVMCM বাটনে দিয়ে লগ ইন করতে হবে।
banglaprakalpa news


এরপর তথ্য আপলোড করতে হবে। সেই সমস্ত তথ্যগুলি হল-
মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিট
শেষ বোর্ড,কাউন্সিল, কলেজ,বিশ্ববিদ্যালয় পরীক্ষার মার্কশিট
পারিবারিক আয়ের শংসাপত্র যা জয়েন্ট বিডিও/ বিডিও (গ্রামীণ এলাকায়)/ এক্সিকিউটিভ অফিসার (মিউনিসিপালিটি)/ ডেপুটি কমিশনার (কর্পোরেশন)/ গেজেটেড অফিসারের কাছ থেকে নিতে হবে (কন্যাশ্রী আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়)।
বসবাসের সার্টিফিকেট হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড,রেশন কার্ড এবং জাতিগত শংসাপত্র।
নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড-সহ পাশ বইয়ের প্রথম পাতার স্ক্যান কপি।

অফিসিয়াল ওয়েবসাইট লিংক - Click Here

আরো বিশদে জানতে ও আবেদন করতে- এই ওয়েবসাইটে - banglaruchchashiksha.wb.gov.in SVMCM ক্লিক করুন।

এছাড়াও সরাসরি যোগাযোগ করতে পারেন।

হেল্পলাইন: 1800-102-8014
Email: helpdesk.svmcm-wb@gov.in

Share Post


logoblog

Thanks for reading বিকাশ ভবন স্কলারশিপ 2023-24 : স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপে কিভাবে আবেদন করবেন? জেনে নিন বিস্তারিত!!

Previous
« Prev Post

No comments:

Post a Comment