Thursday, July 20, 2023

প্রধানমন্ত্রী শৌচালয় যোজনা 2023 : সম্পুর্ন আবেদন পদ্ধতি কি কি ডকুমেন্টস প্রয়োজন জেনে নিন!!

  Deb Kumar       Thursday, July 20, 2023
এখন থেকে অনলাইনে প্রধানমন্ত্রী শৌচালয় যোজনা Ihhl Apply Online 2023 আপনি শৌচাগার যোজনায় আবেদন করতে পারবেন। আবেদন করলেই পেয়ে যাবেন শৌচাগার তৈরি করার জন্য নগদ 12000 হাজার টাকা। আজকের প্রতিবেদনে প্রধানমন্ত্রী শৌচালয় যোজনায় কিভাবে আবেদন করবেন? ও কি কি ডকুমেন্টস প্রয়োজন? তা আপনাদের বিস্তারিত শেয়ার করবো।
Ihhl Apply Online 2023


IHHL apply online documents // প্রধানমন্ত্রী শৌচালয় যোজনা অনলাইন আবেদন করতে যেসব ডকুমেন্টস প্রয়োজন?

  • আবেদনকারীর আধার কার্ড কিংবা ভোটার কার্ড।
  • পাসপোর্ট সাইজের কালার ফটো।
  • আবেদনকারীর মোবাইল নম্বর।
  • নিজস্ব ব্যাঙ্কের পাশ বই।

IHHL apply online // bathroom online apply west bengal : প্রধানমন্ত্রী শৌচালয় যোজনা অনলাইন আবেদন পদ্ধতি 

আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন তাহলে আপনাকে প্রধানমন্ত্রী শৌচালয় যোজনা অনলাইন আবেদন করতে-
  • প্রথমে আপনি Swachh Bharat Mission (SBM) এর IHHL (Individual Household Latrine) এর অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে।
  • নীচে দেওয়া এই লিংকে ক্লিক করে সরাসরি ওয়েবসাইট ওপেন করুন। 

IHHL অফিসিয়াল ওয়েবসাইট:- Click Here 

  • এবার অফিসিয়াল ওয়েবসাইটের New Applicant এ ক্লিক করলেই নতুন একটি পেজ আসবে, সেখানে আপনার নাম,ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেইল আইডি, রাজ্যের ও ভোটার আইডি নম্বর বসিয়ে দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
ihhl apply online


  • এরপর আপনি অফিসিয়াল ওয়েবসাইটের হোমপেজে Applicant Get One Time Password এ ক্লিক করুন।
  • এখন রেজিষ্ট্রেশন করার পর যে আইডি পেয়েছেন তা বসিয়ে দিন ও ইমেইল আইডি বসিয়ে দিয়ে Send One Time Password এ ক্লিক করবেন।
  • এবার আপনার রেজিস্ট্রার মোবাইল বা ইমেইল আইডিতে পাসওয়ার্ড চলে আসবে।
  • আপনি অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে আসার পর Applicant Log In অপশনে ক্লিক করে Id ও Password দিয়ে login করেনিন।
  • এখন আপনার সামনে নতুন পেজ ওপেন হবে সেখানে পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে, নতুন পাসওয়ার্ড দিয়ে Submit করলেই Dashboard টি ওপেন হবে।
  • এরপর Apply এ ক্লিক করে IHHL (Individual Household Latrine) Application এ ক্লিক করবেন।
  • এরপর State, District সিলেক্ট করে, নীচে আধার কার্ড নম্বর, ফটো, ব্যাঙ্কের পাশবই pdf & jpg আপলোড করলেই আবেদন হয়ে যাবে এবং Application Number পেয়ে যাবেন।
Banglaprakalpa


IHHL (Individual Household Latrine) Application Status Check করার জন্য Application Number খুব জরুরী।
Share Post


logoblog

Thanks for reading প্রধানমন্ত্রী শৌচালয় যোজনা 2023 : সম্পুর্ন আবেদন পদ্ধতি কি কি ডকুমেন্টস প্রয়োজন জেনে নিন!!

Previous
« Prev Post

No comments:

Post a Comment