IHHL apply online documents // প্রধানমন্ত্রী শৌচালয় যোজনা অনলাইন আবেদন করতে যেসব ডকুমেন্টস প্রয়োজন?
- আবেদনকারীর আধার কার্ড কিংবা ভোটার কার্ড।
- পাসপোর্ট সাইজের কালার ফটো।
- আবেদনকারীর মোবাইল নম্বর।
- নিজস্ব ব্যাঙ্কের পাশ বই।
IHHL apply online // bathroom online apply west bengal : প্রধানমন্ত্রী শৌচালয় যোজনা অনলাইন আবেদন পদ্ধতি
আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন তাহলে আপনাকে প্রধানমন্ত্রী শৌচালয় যোজনা অনলাইন আবেদন করতে-
- প্রথমে আপনি Swachh Bharat Mission (SBM) এর IHHL (Individual Household Latrine) এর অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে।
- নীচে দেওয়া এই লিংকে ক্লিক করে সরাসরি ওয়েবসাইট ওপেন করুন।
IHHL অফিসিয়াল ওয়েবসাইট:- Click Here
- এবার অফিসিয়াল ওয়েবসাইটের New Applicant এ ক্লিক করলেই নতুন একটি পেজ আসবে, সেখানে আপনার নাম,ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেইল আইডি, রাজ্যের ও ভোটার আইডি নম্বর বসিয়ে দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
- এরপর আপনি অফিসিয়াল ওয়েবসাইটের হোমপেজে Applicant Get One Time Password এ ক্লিক করুন।
- এখন রেজিষ্ট্রেশন করার পর যে আইডি পেয়েছেন তা বসিয়ে দিন ও ইমেইল আইডি বসিয়ে দিয়ে Send One Time Password এ ক্লিক করবেন।
- এবার আপনার রেজিস্ট্রার মোবাইল বা ইমেইল আইডিতে পাসওয়ার্ড চলে আসবে।
- আপনি অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে আসার পর Applicant Log In অপশনে ক্লিক করে Id ও Password দিয়ে login করেনিন।
- এখন আপনার সামনে নতুন পেজ ওপেন হবে সেখানে পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে, নতুন পাসওয়ার্ড দিয়ে Submit করলেই Dashboard টি ওপেন হবে।
- এরপর Apply এ ক্লিক করে IHHL (Individual Household Latrine) Application এ ক্লিক করবেন।
- এরপর State, District সিলেক্ট করে, নীচে আধার কার্ড নম্বর, ফটো, ব্যাঙ্কের পাশবই pdf & jpg আপলোড করলেই আবেদন হয়ে যাবে এবং Application Number পেয়ে যাবেন।
IHHL (Individual Household Latrine) Application Status Check করার জন্য Application Number খুব জরুরী।
No comments:
Post a Comment