আজকে এই এই প্রতিবেদনে পিএম কিষাণ সম্মান নিধির 14 তম কিস্তির (pm kisan 14th installment date) টাকা কবে আসবে সেই সুখবর শেয়ার করবো।
pm kisan 14th installment date // পিএম কিষাণ নিধির 14 তম কিস্তির টাকা কবে দিবে:
এই মাসের শেষ সপ্তাহে pm kisan 14th installment date টাকা সরকারি কৃষকের অ্যাকাউন্টে আসবে। আগামী 27 জুলাই বৃহস্পতিবার কৃষকদের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির টাকা জমা হবে।
কিভাবে বুঝবেন পিএম কিষাণ নিধির 14 তম কিস্তির টাকা জমা হয়েছে কিনা?
আপনি যদি PM Kisan Samman Nidhi থেকে আর্থিক সহায়তা থাকেন তাহলে কি ভাবে জানবেন যে পিএম কিষাণ নিধির 14 তম কিস্তির টাকা জমা হয়েছে কিনা? এর আপনি কি করবেন জেনে নিন।
- প্রথমে আপনাকে PM Kisan অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করুন।
- এবার FARMERS CORNER নীচে Know Your Status এ ক্লিক করুন।
- Know Your Status চেক করতে আপনার PM Kisan Samman Nidhi রেজিস্ট্রেশন নম্বর ও ক্যাপচার বসিয়ে Get Data তে ক্লিক করলে আপনার PERSONAL INFORMATION ও ELIGIBILITY STATUS এ LATEST INSTALLMENTS DETAILS দেখতে পাবেন।
PM Kisan Samman Nidhi 2023 // Beneficiary List চেক পদ্ধতি:
পিএম কিষাণ নিধির অধীন সকল কৃষক পাবেন 2000 টাকা আর্থিক সহায়তা। আপনার গ্ৰামে যে সকল কৃষকের নাম রয়েছে এই 14th instalment of the PM KISAN scheme সেই লিস্ট আপনি আপনার মোবাইল ফোন থেকে খুব সহজেই pm kisan status check 2023 দেখতে পারেন। জেনে নিন পদ্ধতি...
- প্রথমে আপনাকে PM Kisan Samman Nidhi অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করুন।
- এবার FARMERS CORNER নীচে Beneficiary List এ ক্লিক করুন।
- এবার আপনার State, District, Sub-District, Block ও Village সিলেক্ট করে Get Report এ ক্লিক করলে আপনার এলাকার সম্পুর্ন নামের লিস্ট দেখতে পাবেন।
এছাড়াও আপনি চাইলে PM Kisan Samman Nidhi 2023 বিভিন্ন Benefits বিশদে জানতে PM-Kisan Helpline No. 155261 / 011-24300606 যোগাযোগ করতে পারেন।
Jahirul
ReplyDeleteJahirul isalam
ReplyDelete