Thursday, February 2, 2023

Saboojsathi Prakalpa beneficiary list 2023 // সবুজসাথী প্রকল্পের নতুন লিস্ট দেখার সহজ উপায়

  Deb Kumar       Thursday, February 2, 2023

সবুজসাথী প্রকল্প মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় অর্থমন্ত্রী, তার 2015-2016 সালের বাজেট বক্তৃতায়, রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল এবং মাদ্রাসায় নবম থেকে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত আনুমানিক 40 লক্ষ ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণের জন্য "Sabooj sathi Prakalpa" প্রকল্প ঘোষণা করেছিলেন। তিনি ঘোষণা করেছিলেন যে 2015-16 সালে প্রায় 25 লাখ শিক্ষার্থী এবং পরবর্তী অর্থবছরে বাকি 15 লাখ শিক্ষার্থীকে কভার করা হবে।

Sabooj sathi Prakalpa beneficiary list 2023

বিগত বছর গুলির ন্যায় এবছরও নবম থেকে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের "Sabooj sathi Prakalpa 2023" নতুন Bi-cycle Distribution করা হবে এই  ফেব্রুয়ারি মাসের মধ্যে, তাই তোমরা যারা নবম থেকে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থী তোমাদের নিজের নাম এই Sabooj sathi Prakalpa beneficiary list 2023 রয়েছে কিনা খুব সহজে অনলাইন মোবাইল এর মাধ্যমে দেখতে পাবেন।

Sabooj sathi Prakalpa beneficiary list 2023 :

সবুজসাথী প্রকল্পের নতুন লিস্ট 2023 ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, এই লিস্টে আপনার রয়েছে কিনা চেক করতে আপনাকে Sabooj sathi Prakalpa অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে।
  • এরপর অফিসিয়াল ওয়েবসাইটে হোম পেজে নীচের দিকে Quick Links অপশনের নীচে Bi-cycle Distribution এই অপশনে ক্লিক করতে হবে।
saboojsathi List

অফিসিয়াল ওয়েবসাইট লিংক - Click Here 
  • এবার আপনার সামনে নতুন পেজ ওপেন হবে সেখানে আপনাকে আপনার District, Block, School, Phase, Class Select করে  Search a Beneficiary এই অপশনে ক্লিক করবেন।
  • এবার আপনার সামনে School এর সম্পূর্ণ লিস্ট দেখতে পাবেন এবং Student Details এ View তে ক্লিক করে Student এর ডিটেইলস দেখতে পাবেন।

এই ভাবে আপনি আপনার এলাকার স্থানীয় স্কুলের নতুন "Sabooj sathi Prakalpa beneficiary list 2023" চেক করতে পারেন।

Share Post


logoblog

Thanks for reading Saboojsathi Prakalpa beneficiary list 2023 // সবুজসাথী প্রকল্পের নতুন লিস্ট দেখার সহজ উপায়

Previous
« Prev Post

No comments:

Post a Comment